• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
ঈদের সপ্তম দিন আরটিভিতে যা দেখবেন
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ । একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘তুই যদি আমার হইতি রে’। অভিনয় করেছেন শাকিব খান, মৌসুমী, ফেরদৌস প্রমুখ।   দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘কিস্তিমাত’। অভিনয় করেছেন- আরেফিন শুভ, আঁচল, মিশা সওদাগর প্রমুখ।  বিকেল ৫টা ৩০মিনিটে গান ও আড্ডার অনুষ্ঠান ‘মিউজিক অন ফায়ার’। সম্ভাব্য শিল্পী- কর্ণিয়া, অংকন, মেহরাব। প্রযোজক: রাজু আহসান।  বিকেল ৬টায় টক শো ‘ঈদ কার্ণিভাল’। অতিথি- মন্দিরা চক্রবর্তী। উপস্থাপনায়- ইমতু রাতিশ, প্রযোজক দিপু হাজরা।  সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক- ‘তিন অক্ষরে নাম যার’।  রচনা ও পরিচালনা- হারুন রুশো।  অভিনয় করেছেন- চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুকিত জাকারিয়া, তানজিম হাসান অনিক, আব্দুল্লাহ রানা, মনিরা আক্তার মিঠু প্রমুখ।  রাত ৭টা ৩০ মিনিটে একক নাটক ‘পেপারম্যান’। পরিচালনা- আলোক হাসান। অভিনয় করেছেন- মিশু সাব্বির, সেমন্তি সৌমি প্রমুখ।  রাত ৮টা ৩০মিনিটে একক নাটক- ‘সেই রাতে’। পরিচালনা- সাইদুর ইমন। অভিনয় করেছেন- মিশু সাব্বির, মুনমুন আহমেদ মুন প্রমুখ।  রাত ৯টা ৩০মিনিটে একক নাটক- ‘এক একে দুই’।  পরিচালনা- রিয়াদ তালুকদার।  অভিনয় করেছেন- আরশ খান, অনামিকা ঐশী প্রমুখ। রাত ১১টা একক নাটক- ‘উভয় পক্ষ’। পরিচালনা- সাদেক সাব্বির। অভিনয় করেছেন- মনোজ প্রামাণিক, তাসনুভা তিশা প্রমুখ।    রাত ১১টা ৫৫মিনিটে ঈদ স্পেশাল লাইভ ‘কালার্স অফ মিউজিক’।  রাত ১২টায় মিনিটে ‘নিউজ টপটেন’।
১৭ এপ্রিল ২০২৪, ০৮:৩৮

ঈদের ষষ্ঠ দিন আরটিভিতে যা দেখবেন
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ । একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘ভালোবাসার লাভ’। অভিনয় করেছেন- শাকিব খান, পূর্ণিমা প্রমুখ।  দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘জান আমার জান’।  অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।  বিকেল৫টা ৩০মিনিটে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অনুষ্ঠান ‘ঈদ দূর পরবাসে’। গ্রন্থনা- প্রদীপ ভট্টাচার্য্য, প্রযোজক শাহরিয়ার ইসলাম।  বিকেল৬ টায় টক শো ‘ঈদ কার্ণিভাল’। অতিথি করেছেন- আনিকা কবির শখ। উপস্থাপনায়- ইমতু রাতিশ; প্রযোজক দিপু হাজরা। সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘তিন অক্ষরে নাম যার’।  রচনা ও পরিচালনা- হারুন রুশো। অভিনয় করেছেন- চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুকিত জাকারিয়া, তানজিম হাসান অনিক, আব্দুল্লাহ রানা, মনিরা আক্তার মিঠু প্রমুখ।  রাত ৭টা ৩০মিনিটে কক নাটক ‘এখানে সাইজ করা হয়’।  পরিচালনা- জাকিউল ইসলাম রিপন। অভিনয় করেছেন- মারজুক রাসেল, চাষি আলম, অনিক, মিহি আহসান প্রমুখ।  রাত ৮টা ৩০মিনিটে একক নাটক ‘চিটাইগাং ফোয়া সিলেটি ফুড়ি’।  পরিচালনা- এম এইচ রাসেল। অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি প্রমুখ।  রাত ৯টা ৩০মিনিটে একক নাটক ‘মাইরের উপর ভিটামিন নাই’।  পরিচালনা- জাকিউল ইসলাম রিপন। অভিনয় করেছেন- যাহের আলভী, অহনা রহমান প্রমুখ। রাত ১১টায় একক নাটক ‘কেউ কেউ থেকে যায়’। পরিচালনা- শিশির আহমেদ। অভিনয় করেছেন- শ্বাশত দত্ত, সাদিয়া আইমান প্রমুখ। রাত ১১টা ৫৫মিনিটে ঈদ স্পেশাল লাইভ ‘কালার্স অফ মিউজিক’।  রাত ১২টায় মিনিটে ‘নিউজ টপটেন’। 
১৬ এপ্রিল ২০২৪, ০৮:২৫

কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ
সৌদি আরবে চলতি বছরের কোরবানির ঈদ জুন মাসের ১৬ তারিখ উদযাপিত হতে পারে। দেশটির চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে। সৌদি আরবের চাঁদ কমিটির ঘোষণা অনুযায়ী, ঈদুল আজহা হতে পারে ১০ জিলহজ। সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে গত ১০ এপ্রিল। ঈদুল ফিতরের দুই মাস দশ দিন পরে পালিত হয় ঈদুল আজহা বা কোরবানির ঈদ। সাধারণত বাংলাদেশে সৌদি আরবের পরের দিন কোরবানির ঈদ পালন করা হয়। সেই হিসাবে আগামী জুন মাসের ১৭ তারিখ বাংলাদেশে কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভবনা রয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।   মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিমকে (আ.) স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানির আদেশ দেন মহান আল্লাহ। এরপর তিনি সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইলকে (আ.) কোরবানি করার সিদ্ধান্ত নেন। এ ঘটনায় মহান আল্লাহ খুশি হয়ে যান এবং ইসমাইলের পরিবর্তে পশু কোরবানি হয়।  মূলত এই ঘটনাকে স্মরণ করেই সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জিলহজ মাসের ১০ তারিখ পশু কোরবানি করেন। জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১৩ তারিখ পর্যন্ত পশু কোরবানি করা যায়।    সূত্র : বিবিসি
১৫ এপ্রিল ২০২৪, ২২:৪৯

রেমিট্যান্সে ঈদের সুবাতাস, ১২ দিনে এলো ৮৭ কোটি ডলার
ঈদ ঘিরে সুবাতাস বইছে দেশের রেমিট্যান্স প্রবাহে। চলতি মাসের প্রথম ১২ দিনে প্রবাসীদের কাছ থেকে দেশে এসেছে ৮৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। অর্থাৎ এই সময়ে গড়ে প্রতিদিন দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৩১ লাখ ডলার। সোমবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, রোজা ও ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্স প্রবাহে সুবাতাস লেগেছে। ঈদের বদৌলতে রেমিট্যান্সের চাঙ্গাভাব দেখা গেছে বিগত দুই মাসেও। আগামী ঈদুল আজহা পর্যন্ত এ সুবাতাস জারি থাকতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।  বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, রোজা-ঈদে প্রবাসীরা আত্মীয়-স্বজনদের জন্য বড় অঙ্কের অর্থ পাঠান। তাই এ সময়ে স্বাভাবিকভাবেই বাড়ে দেশের রেমিট্যান্স প্রবাহ। রেমিট্যান্সের এ ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে। সেইসঙ্গে কেটে যাবে ডলার সংকটও। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের প্রথম ১২ দিনে দেশে ৮৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ২০ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৮৪ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭৫ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ২৬ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে দেশে। এর আগে গত মার্চ ও ফেব্রুয়ারি মাসের প্রথম ১২ দিনে যথাক্রমে রেমিট্যান্স এসেছিল ৮১ কোটি ৪৮ লাখ ও ৮৬ কোটি ২৮ লাখ মার্কিন ডলার। সে হিসাবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে চলতি মাসে। তবে, পুরো মাসের বিচারে চলতি অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ফেব্রুয়ারি মাসে। ওই মাসে দেশে রেমিট্যান্স আসে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। আর মার্চ মাসে রেমিট্যান্স আসে ১৯৯ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার।      
১৫ এপ্রিল ২০২৪, ১৯:২৮

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ
প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ঈদের ছুটির পর সোমবার (১৫ এপ্রিল) থেকে সব অফিস-আদালত খুলেছে। তাই কর্মস্থলে যোগ দিতে এদিন সকাল থেকেই ট্রেন, বাস ও লঞ্চে করে অনেকেই ঢাকায় ফিরছেন। যাত্রীরা বলছেন, পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ করতে পারা সৌভাগ্যের বিষয়। যাওয়ার সময় কষ্ট হলেও ফিরতি যাত্রায় স্বস্তিতে তারা ঢাকায় পৌঁছেছেন। কোথাও কোনো ঝামেলা পোহাতে হয়নি। বিশেষ করে রাস্তা-ঘাট ফাঁকা থাকায় বাসযাত্রীরা নির্বিঘ্নে দ্রুত সময়ের মধ্যে ঢাকায় ফিরতে পেরেছেন। এদিন সকালে গাবতলী বাস টার্মিনালে তুলনামূলক কম ভিড় দেখা গেছে। টার্মিনালের উল্টো পাশের সড়কে বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো যাত্রী নামাচ্ছেন। যাত্রীরা নেমে তাদের ব্যাগ, লাগেজ নামাচ্ছেন বাসের বক্স থেকে। নওগাঁ থেকে আসা রফিকুল ইসলাম বলেন, রাস্তায় কোনো যানজট নেই। তাই খুব কম সময়ে ঢাকায় চলে এসেছি। আজকে থেকে অফিস খোলা তাই তড়িঘড়ি করে ঢাকায় আসা। ছেলে-মেয়েকে বাড়ি রেখে এসেছি। তারা কয়দিন পর ঢাকায় আসবে। এদিকে ঈদের ফিরতি যাত্রায় বাসে কোনো ভোগান্তি পোহাতে না হলেও ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। তূর্ণা এক্সপ্রেস ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আসা আফজাল হোসেন বলেন, এবার অনেকদিনের ছুটি ছিল। আসার সময় অনেক ভিড় হবে চিন্তা করে ছোট দুই ছেলে মেয়েসহ স্ত্রীকে বাড়িতেই রেখে এসেছি। কয়েকদিন পর যাত্রীর চাপ কমলে ছোট ভাই তাদের ঢাকায় নিয়ে আসবে। আমার অফিস খোলা তাই আমি লোকাল ট্রেনে দাঁড়িয়েই কোনোরকম চলে এসেছি। একতা এক্সপ্রেস ট্রেনে করে পঞ্চগর থেকে ঢাকায় ফেরা সৈয়দ আশরাফ বাতেন বলেন, বাড়িতে সবাই একসাথে ছিলাম। ঈদ আর বৈশাখ একসাথে উদযাপন করেছি। আজ থেকে অফিস খোলা। তাই কষ্ট হলেও বাড়ি ছেড়ে চলে আসতে হলো। বাচ্চাদের স্কুলও খুলে যাবে। তাই সবাইকে নিয়েই চলে এসেছি। অন্যদিকে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে আসা মানুষের চাপ গত দুদিনের চেয়ে বেড়েছে।  সোমবার রাজধানীর সদরঘাট ঘুরে এবং বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত তথ্যানুসারে দেখা যায়, সকাল ৮টা পর্যন্ত সদরঘাটে ৭৮টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসেছে। ঘরে ফেরা মানুষের চাপ সামলাতে প্রায় সব লঞ্চ ঢাকায় যাত্রী নামিয়ে ফের যাত্রী আনতে দ্রুত টার্মিনাল ত্যাগ করছে। এ বিষয়ে বিআইডব্লিটিএর কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, সকাল ৮টা পর্যন্ত ৭৮টি লঞ্চ ঢাকায় এসেছে। যেখানে গতকাল একই সময়ে ৯১টি লঞ্চ রাজধানীতে এসেছিল। উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলেছে। ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস ছিল গত ৯ এপ্রিল। ঈদ ও বাংলা নববর্ষ মিলিয়ে সরকারি কর্মচারীদের ছুটি শুরু হয়েছিল ১০ এপ্রিল থেকে, যা শেষ হয় ১৫ এপ্রিল। তবে অনেকেই ৮ এবং ৯ এপ্রিল দুদিনের ছুটি নিয়ে টানা ১০ দিন ছুটি কাটিয়েছেন।
১৫ এপ্রিল ২০২৪, ১৭:৩৮

ঈদের পঞ্চম দিন আরটিভিতে যা দেখবেন
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ২ বৈশাখ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন-  সকাল ১০টা ১০মিনিটে  বাংলা ছায়াছবি ‘কাবিননামা’। অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। দুপুর ২টা  ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘সিটি টেরর’। অভিনয় করেছেন- মান্না, শাকিব খান, বৈশাখী প্রমুখ। বিকেল ৫টা ৩০মিনিটে অদম্য সুরের শিল্পীদের নিয়ে অনুষ্ঠান। গ্রন্থনা ও পরিচালনা- সৈয়দা মুনীরা ইসলাম। বিকেল ৬টায় টক শো ‘ঈদ কার্ণিভাল’। অতিথি: আইশা খান। উপস্থাপনায়- ইমতু রাতিশ। প্রযোজক দিপু হাজরা। সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘তিন অক্ষরে নাম যার’। রচনা ও পরিচালনা- হারুন রুশো। অভিনয় করেছেন- চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুকিত জাকারিয়া, তানজিম হাসান অনিক, আব্দুল্লাহ রানা, মনিরা আক্তার মিঠু প্রমুখ। রাত ৭টা ৩০মিনিটে একক নাটক ‘সাকসেস পার্টি’। পরিচালনা- শাহনেওয়াজ সজীব। অভিনয় করেছেন নিলয় আলমগীর, সামিরা খান মাহি প্রমুখ। রাত ৮টা ৩০মিনিটে একক নাটক ‘মিডলক্লাস মেন্টালিটি’। পরিচালনা- ইমরাউল রাফাত।  অভিনয় করেছেন তানজিন তিশা, ইয়াশ রোহান প্রমুখ। রাত ৯ টা ৩০মিনিটে একক নাটক ‘স্ট্রেট ফরওয়ার্ড’। পরিচালনা- সহিদ উন নবী। অভিনয় করেছেন শামীম হাসান সরকার, শখ প্রমুখ। রাত ১১ টায় একক নাটক ‘চাঁদের হাসি’। পরিচালনা- শামীম জামান।  অভিনয় করেছেন মোশাররফ করিম, এনিলা তানজুম প্রমুখ।   রাত ১১ টা ৫৫মিনিটে ঈদ স্পেশাল লাইভ ‘কালার্স অফ মিউজিক’। ১২ টায় ‘নিউজ টপটেন’।
১৫ এপ্রিল ২০২৪, ০৮:২১

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে ব্যাংক, অফিস-আদালত
৫ দিনের ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) খুলছে অফিস-আদালত, ব্যাংক-শেয়ার বাজার। ঈদ উপলক্ষে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) ছিল সরকারি ছুটি। ঈদের পর ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল ছিল পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষের ছুটি। ফলে ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে চাকরিজীবীরা ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ভোগ করছেন। টানা পাঁচ দিনের ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) সবাই কাজে যোগ দেবেন। তবে ঈদে ঢাকার বাইরে যাওয়া সরকারি-বেসরকারি খাতের চাকরিজীবীদের অনেকেই ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে ব্যাংক, শেয়ারবাজার ও অফিস-আদালত পুরোদমে শুরু হতে আরও কয়েকদিন সময় লাগবে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে ছুটি কাটাতে বাড়িতে যাওয়া মানুষজন। এছাড়া স্কুল-কলেজও খুলবে আগামী সপ্তাহে। তারপরই চিরচেনা রূপে ফিরবে রাজধানী ঢাকা।
১৪ এপ্রিল ২০২৪, ১৯:০১

ঈদের চতুর্থ দিন আরটিভিতে যা দেখবেন
রোববার, ১৪ এপ্রিল ২০২৪, ১ বৈশাখ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘সমাধী’। অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর প্রমুখ। দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘জর্জ ব্যারিস্টার পুলিশ কমিশনার’। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বিকেল ৫টা ৩০মিনিটে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘বিয়ের সানাই’। প্রযোজক- রাজু আহসান, আরজু আহমেদ ও সাজ্জাদ চৌধুরী। বিকেল ৬টায় টক শো ‘ঈদ কার্ণিভাল’। অতিথি- জায়েদ খান। উপস্থাপনায়- ইমতু রাতিশ। প্রযোজক দিপু হাজরা। সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘তিন অক্ষরে নাম যার’। রচনা ও পরিচালনা- হারুন রুশো। অভিনয় করেছেন- চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুকিত জাকারিয়া, তানজিম হাসান অনিক, আব্দুল্লাহ রানা, মনিরা আক্তার মিঠু প্রমুখ। রাত ৭টা ৩০মিনিটে একক নাটক ‘আপনারা আমাকে শুনুন’। পরিচালক- সাইদুর ইমন। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, কেয়া পায়েল প্রমুখ। রাত ৮টা ৩০মিনিটে একক নাটক ‘স্কুল বয়েজ’। পরিচালনা- জুবায়ের ইবনে বকর। অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, অনিক, নিলাঞ্জনা নীলা প্রমুখ। রাত ৯ টা ৩০মিনিটে একক নাটক  ‘এসাইনমেন্ট’। পরিচালনা: ইফতেখার আহমেদ ফাহমি; অভিনয় করেছেন ইয়াশ রোহান, সামিরা খান মাহি প্রমুখ। রাত ১১ টায় একক নাটক ‘হ্যাপি ওয়েডিং’। রচনা ও পরিচালনা- মেহেদী হাসান হৃদয়।  অভিনয় করেছেন- মুশফিক আর ফারহান, ফারিন খান প্রমুখ।  রাত ১১ টা ৫৫মিনিটে  ঈদ স্পেশাল লাইভ ‘কালার্স অফ মিউজিক’। ১২ টায় নিউজ ‘টপটেন’।
১৪ এপ্রিল ২০২৪, ০৮:৪৭

ঈদের দিন তরুণ-তরুণীর মারধর, মিম ফিরলেন শ্বশুরবাড়ি
ঈদের দিন কালো পোশাক পরা তরুণ-তরুণীর মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে জানা যায়, পটুয়াখালীর বাউফলের ওই তরুণ-তরুণী সম্পর্কে স্বামী-স্ত্রী। অভিমান থেকে এ মারধরের ঘটনা ঘটে। এবার পুলিশ ও চেয়ারম্যানের সমঝোতায় শ্বশুরবাড়ি ফিরে গেছেন মিম। শনিবার (১৩ এপ্রিল) বাউফল উপজেলা চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামূল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাউফল থানা থেকে ফোন পেয়ে আমি গিয়ে দেখি কামরুল ও মিমকে থানায় এনেছে পুলিশ। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে বিষয়টি বিস্তারিত জানিয়ে  সমঝোতার জন্য আমার জিম্মায় দিয়ে দেন। আমি তাদের অবিভাবকদের নিয়ে ইউপিতে বসি। দুই পক্ষ মিলেমিশে থাকতে চায়, তাই মিমকে তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দেই।  এ ব্যাপারে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, ভিডিওটি আমি দেখেছি এবং তাদের থানায় ডেকে এনে বিষয়টি ফয়সালার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিন্মায় দেওয়া হয়েছে। জানা গেছে, ওই তরুণী বাউফলের কালাইয়ার মিলন মিয়ার মেয়ে মিম আক্তার। আর ওই তরুণ উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের কামরুল ইসলাম। গত এক বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ঢাকায় থাকতেন। কামরুল ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। ঈদের আগের দিন কামরুল ও মিম ঢাকা থেকে বাড়িতে আসেন। ঈদের দিন কামরুল তার স্ত্রীকে নিয়ে নিজের মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বললে মিম রাজি হয়নি। সে বলে, আমি কেন তোমার মায়ের সঙ্গে দেখা করতে যাবে, দরকার হলে তোমার মা আমার সঙ্গে দেখা করতে আসবে। পরে স্ত্রীর সঙ্গে অভিমান করে বাসা থেকে বের হয়ে গেলে তার স্ত্রী মিম তার পিছু নিলে রাস্তায় তাদের মাঝে মারামারি, ধস্তাধস্তি ও টানাটানির ঘটনা ঘটে।  ৪৬ সেকেন্ডে ওই ভিডিওটিতে দেখা যায়, প্রকাশ্যে রাস্তায় এক তরুণীকে দফায় দফায় মারধর করছেন। সাদা পায়জামা ও কালো পাঞ্জাবি পরা এক তরুণ এক তরুণীর হাত ধরে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হেঁটে যাচ্ছেন। ওই তরুণের পেছনের দিকে পাঞ্জাবি অর্ধেক ছেড়া। হেঁটে যাওয়ার একপর্যায়ে একটি নির্মাণাধীন ভবনের সামনে তরুণীকে কিলঘুষি মারছেন তরুণ। সেই সঙ্গে চুল ধরে টানাটানিসহ দফায় দফায় তরুণীকে বিভিন্নভাবে আঘাত করে ফেলে দিচ্ছেন। রাস্তায় বহু মানুষ চলাচল করলেও তরুণীকে সাহায্য করতে এগিয়ে আসছে না কেউ।
১৩ এপ্রিল ২০২৪, ১৯:৪১

ঈদের তৃতীয় দিন আরটিভিতে যা দেখবেন
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪, ৩০ চৈত্র ১৪৩০। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘স্বামী স্ত্রীর ওয়াদা’। অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।  দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘‘আকাশ ছোয়া ভালোবাসা’। অভিনয় করেছেন- রিয়াজ, পূর্ণিমা প্রমুখ।  বিকেল ৫টা ৩০মিনিটে ‘রাজনীতির ছন্দে, ঈদ আনন্দে’। উপস্থাপনায়- সৈয়দ আশিক রহমান। প্রযোজনায়- বেলায়েত হোসেন। বিকেল ৬টায় টক শো ‘ঈদ কার্ণিভাল’। অতিথি- সাফা কবির। উপস্থাপনায়- ইমতু রাতিশ। প্রযোজক দিপু হাজরা। সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘তিন অক্ষরে নাম যার’। রচনা ও পরিচালনা- হারুন রুশো।  অভিনয় করেছেন- চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুকিত জাকারিয়া, তানজিম হাসান অনিক, আব্দুল্লাহ রানা, মনিরা আক্তার মিঠু প্রমুখ।  রাত ৭টা ৩০মিনিটে একক নাটক ‘প্রাক্তন’। পরিচালনা- শাব্দিক শাহীন। অভিনয় করেছেন- ইয়াস রোহান, সামিরা খান মাহী।  রাত ৮টা ৩০মিনিটে একক নাটক ‘বাড়ি বরিশাল’। পরিচালনা- মাহিদুল রাকিব। অভিনয় করেছেন- নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ। রাত ৯টা ৩০মিনিটে একক নাটক ‘নীল রঙের শার্ট’।  পরিচালনা- তারেক রহমান. অভিনয় করেছেন- মোশাররফ করিম, তানজিন তিশা প্রমুখ।  রাত ১১টায় একক নাটক ‘চোর ডাকাত পুলিশ’। পরিচালনা- সকাল আহমেদ;  অভিনয়ে: চঞ্চল চৌধুরী, তানিয়া কৃষ্টি প্রমুখ। রাত ১১টা ৫৫মিনিটে ঈদ স্পেশাল লাইভ ‘কালার্স অফ মিউজিক’।  ১২টায় ‘নিউজ টপটেন’।   
১৩ এপ্রিল ২০২৪, ০৮:৩১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়