• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
আগে ইকামত না দিলে কি নামাজ শুদ্ধ হবে?
নামাজ একটি দৈনিক নিয়মিত ইবাদত। একটি নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ আদায় করতে হয় যা কোরআন ও হাদিসে বর্ণিত আছে। এটি মুসলমানদের জন্য প্রতিদিন অবশ্যকরণীয় একটি ধর্মীয় কাজ। তবে প্রতিদিন আবশ্যকরণীয় বা ফরজ ছাড়াও বিবিধ নামাজ রয়েছে যা সময়ভিত্তিক বা বিষয়ভিত্তিক। ইসলামে ইচ্ছাকৃত ফরজ নামাজ না পড়া কবিরা গুনাহ বা বড় পাপ। নামাজ (সালাত) ইসলামের পাঁচটি রোকনের মধ্যে দ্বিতীয় রোকন। নামাজ প্রতিটি প্রাপ্তবয়স্ক ও বুদ্ধি-জ্ঞান সম্পন্ন, নারী পুরুষ নির্বিশেষে, প্রতিটি মুসলিমের জন্য ফরজ বা অবশ্যকরণীয়। পবিত্র কুরআনের ১৭টি আয়াতে বলা হয়েছে সালাত প্রতিষ্ঠা করো। ফরজ নামাজের জামাতের আগে ইকামত দেওয়া সুন্নতে মুআক্কাদা। নবিজি সব সময় ইকামত দিয়েই নামাজ পড়াতেন। তাই জামাতে নামাজ পড়ার সময় ইকামত না দেওয়া মাকরূহ। একা নামাজ পড়ার সময়ও ইকামত দেওয়া উত্তম। তবে ভুল করে বা অন্য কোনো কারণে ইকামত ছাড়া জামাতে নামাজ আদায় করলে সুন্নতের খেলাফ ও মাকরুহ হলেও নামাজ শুদ্ধ হবে। পুনরায় ওই নামাজ আদায় করতে হবে না। নামাজের ইকামত শুরু হলে মুক্তাদীদের করণীয় হলো দাঁড়িয়ে কাতার সোজা করতে থাকা যেন ইকামত শেষ হতে হতে জামাতের কাতার সোজা হয়ে যায় এবং ইকামত শেষ হলে ইমাম নামাজ শুরু করতে পারেন।  সহিহ মুসলিমে বর্ণিত হাদীসে এসেছে, বেলাল (রা.) আল্লাহর রাসুলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আসতে দেখে ইকামত শুরু করতেন। মুক্তাদিরা কাতার সোজা করা শুরু করতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গায় পৌঁছার আগেই কাতার পুরোপুরি সোজা হয়ে যেত। (সহিহ মুসলিম: ১/২২০)
২ ঘণ্টা আগে

আইভীর বিরুদ্ধে মামলার হুমকি হেফাজত নেতার 
হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলামা আব্দুল আউয়াল নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ করে বলেছেন, উনি যেহেতু সূচনা করেছেন, উনি খেলতে নেমেছেন, উনার পাওয়ার আছে, উনি খেলবেন। আমরা পাওয়ার ছাড়া আল্লাহর সাহায্য নিয়ে খেলবো। আমাদের মান-ইজ্জতের ওপর হামলা করেছে, মামলা আমরাও করবো। কোর্ট তোমার বাবার নয়, জনগণের। আমরা তোমার বিরুদ্ধে মামলা করবো। আইন তার গতিতে চলবে। শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় শহরের ডিআইটি প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা উলামা পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন তিনি। নারায়ণগঞ্জ মহানগর হেফাজত ইসলাম ও মহানগর উলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের করা মামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। হেফাজত নেতা আব্দুল আউয়াল বলেন, যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করো, তুমরা নিজেরা চুরি করে আমাদেরকে চুরির মামলা দিয়েছো। সাবধান হয়ে যাও। উলামায়ে কেরামের বিরুদ্ধে এসব দুরভিসন্ধি আল্লাহ নস্যাৎ করে দেবে। তুমি আল্লাহর ক্ষমতা ঠেকাতে পারবে না। নারায়ণগঞ্জে চোখ রাঙালে লক্ষ জনতা নিয়ে আমরাও চোখ রাঙাবো। আইন তার নিজস্ব গতিতে চলে। তুমি আমাদের মাথার হেডেক হয়ে দাঁড়িয়েছো। এ সময় উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড নারায়ণগঞ্জ সভাপতি আব্দুল কাদির, মহানগর হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ও মুফতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গত ১৯ ফেব্রুয়ারি শহরের ডিআইটি পাশে শেখ রাসেল পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আইন কর্মকর্তা বাদী হয়ে নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলায় তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে।
২ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে একযোগে মাঠে নামছে ডিএসসিসির ৫৪ ওয়ার্ড
ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ার আগেই একযোগে ৫৪টি ওয়ার্ডে জনসচেতনতা কার্যক্রম চালাতে মাঠে নামার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। এজন্য প্রত্যেক কাউন্সিলরকে প্রতি মাসে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।  জনসাধারণকে সম্পৃক্ত করে ডেঙ্গু মোকাবিলায় ৫৪ জন সাধারণ এবং ১৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর মাসব্যাপী এই প্রচারাভিযান পরিচালনা করবেন। আগামী ২২ এপ্রিল থেকে এই কার্যক্রম শুরু হবে। বুধবার (১৭ এপ্রিল) অনলাইন প্লাটফর্ম জুমে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে সকল কাউন্সিলর ও কর্মকর্তাদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী প্রচারাভিযান পরিচালনা বিষয়ক এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।  সভায় মেয়র জানান, সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছেন তাদের সেবা করার জন্য। মশার যন্ত্রণায় যদি তারা অতিষ্ঠ থাকে তার কি জবাব দেব আমরা। তাই সব কাউন্সিলর এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের একযোগে কাজ করে ডেঙ্গু মৌসুম শুরু হওয়ার আগেই তা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। এ কাজে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সবাই যদি সচেতন থাকি এডিস মশা কখনই বংশ বিস্তার করতে পারবে না। নিজের নিরাপত্তার জন্যই অন্যকে এ বিষয়ে সচেতন করতে হবে। কাউন্সিলররা নিজ নিজ এলাকার বিশিষ্ট ব্যক্তি, মসজিদের ইমাম, শিক্ষক-শিক্ষার্থী সবাইকে সম্পৃক্ত করে প্রতি মাসে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা ও র‍্যালির আয়োজন করবে। মেয়র বলেন, আগামী ২২ এপ্রিল থেকে ডেঙ্গু মোকাবিলায় শহরজুড়ে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা এডিস মশার প্রজনন স্থল এবং পরিবেশের জন্য হুমকিস্বরূপ পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, ডাবের খোসা, অব্যবহৃত টায়ার, কমোড ও অন্যান্য পরিত্যক্ত দ্রবাদি জনগণের নিকট হতে নগদ মূল্যে ক্রয় করা হবে। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে যে কেউ উল্লিখিত দ্রব্যাদি জমা দিয়ে নগদ অর্থ সংগ্রহ করতে পারবে। সভায় প্রত্যেক কাউন্সিলরকে নির্ধারিত দামে ময়লা কেনার নির্দেশনা দেওয়া হয়েছে।
১৮ এপ্রিল ২০২৪, ০৮:২১

ডিএনসিসি এলাকায় মশা নিধন ক্যাম্পেইন ২২ এপ্রিল
অগ্নি নিরাপত্তায়, পরিচ্ছন্নতা রক্ষা এবং ডেঙ্গু মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বিভিন্ন সোসাইটি ও সমিতিগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশান-২ ডিএনসিসি নগর ভবন হলরুমে ঈদ উপলক্ষে ডিএনসিসি এলাকার বিভিন্ন সোসাইটির নিরাপত্তাকর্মীদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে মেয়র এই আহবান জানান। আতিকুল ইসলাম বলেন, বিভিন্ন সোসাইটি বা সমিতিগুলোকে সম্পৃক্ত করে শহরের জন্য কাজ করতে চাই। আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে হয়। সেই কাজ করতে সোসাইটি বা পাড়া-মহল্লা এগিয়ে এলে আমাদের কাজে অনেক সুবিধা হবে। রাজধানীর সমিতি বা সোসাইটির সঙ্গে বন্ধন সৃষ্টি করতে চাই। ডিএনসিসি মেয়র বলেন, আগামী ২২ এপ্রিল সব কাউন্সিলরকে নিয়ে ৫৪টি ওয়ার্ডে একসঙ্গে শুরু হবে এডিস মশা নিধনের জনসচেতনতামূলক ক্যাম্পেইন। মহল্লা, এলাকাবাসী, সোসাইটি ও সমিতি আমাদের সচেতনতামূলক ক্যাম্পেইনে আপনারা অংশগ্রহণ করবেন। নিজের বাঁচি ও অন্যকে বাঁচাই; এডিসমুক্ত শহর গড়তে সবার সহযোগিতা চাই। ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন– প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান। ঈদ উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সোসাইটির প্রায় ৮শ’ নিরাপত্তা প্রহরীর প্রত্যেককে একটি শাড়ি ও একটি লুঙ্গি বিতরণ করা হয়।
০৯ এপ্রিল ২০২৪, ২০:১৬

আরটিভিতে আজ যা দেখবেন
শনিবার, ৩০ মার্চ ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০ । একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সকাল ৯টায় লাইভ টকশো ‘আজ পত্রিকায়’।  সকাল ৯টা ৪৫মিনিটে ‘সকালের সংবাদ’।  সকাল ১০টা ১০মিনিটে ‘ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি’।  সকাল ১০টা ৩০মিনিটে ফিজিও থেরাপি বিষয়ক লাইভ অনুষ্ঠান ‘স্বাস্থ্য কথা’।  সকাল ১১টা ৫মিনিটে বাংলা ছায়াছবি ‘ক্ষমতার গরম’। অভিনয় করেছেন- মান্না, পূর্ণিমা প্রমুখ।  দুপুর ২টা ৩৫মিনিটে ‘রমজানের আমল’।  দুপুর ২টা ৩৫মিনিটে শিশুদের ইসলামী মূল্যবোধ বিষয়ক অনুষ্ঠান ‘তোমাদের জন্য ইসলাম’।  দুপুর ২টা ৪৫মিনিটে রজমানের সরাসরি ইসলামী আলোচনা অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’।  বেলা ৩টায় ‘নিউজ টপটেন’।  বেলা ৩টা ২০মিনিটে রান্নার অনুষ্ঠান ‘ইফাদ রসুই মজাদার রান্না’।  বেলা ৩টা ৩৫মিনিটে রান্নার অনুষ্ঠান ‘এসিআই পিউর গুড়া মসলা ইফতার এক্সপ্রেস’।  বেলা ৩টা ৪৫মিনিটে লাইভ ‘বিআরবি কল্যাণময় রমাজান’।  বিকেল ৪টা ২০মিনিটে ‘জর্ডান’ দেশের ইসলামী ঐতিহাসিক স্থান ভ্রমনমূলক অনুষ্ঠান: ‘আরাবী কাফেলা’।  বিকেল ৪টা ৫০মিনিটে কোরআনে হাফেজদের প্রতিযোগিতামূলক জপিএইচ ইস্পাত ‘আলোকিত কোরআন’।   বিকেল ৬টা ১০মিনিটে ইফতারের পূর্ববর্তী সময়ের ‘ক্রাউন সিমেন্ট মোনাজাত’।  সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।  সন্ধ্যা ৭টা ৩০মিনিটে ‘দি গ্রেটওয়াল শো’।  রাত ৮টায় ‘শনিবারের বিশেষ নাটক’।   রাত ৯টা ২০মিনিটে শুক্র, শনি ও রবিবার ধারাবাহিক নাটক- ‘ট্রাফিক সিগনাল’।  পরিচালক- ইকবাল মাহমুদ বাবুল।  অভিনয় করেছেন- আখম হাসান, সাইদ বাবু,  হোমায়রা হিমু, নাফিজা, শিরিন আলম, প্রাণরায়, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ প্রমুখ। রাত ১০টায় প্রতি শুক্র, শনি, রবি, সোমবার ধারাবাহিক নাটক ‘চিটার এন্ড জেন্টেলম্যান’।  রচনা ও পরিচালনা- সঞ্জিত সরকার।  অভিনয় করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আল মনসুর, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, মতিউর রহমান, সিরাজুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, অনামিকা, সিলভি, হায়দার কবির মিথুন, রিমো রোজা খন্দকার ও তন্ময় সোহেল প্রমুখ।   রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’।  রাত ১১টা ২৫মিনিটে লাইভ টকশো ‘আওয়ার ডেমোক্রেসি’।   রাত ১২টায় ‘নিউজ টপটেন’।  
৩০ মার্চ ২০২৪, ০৮:৩১

ঈদের আগে মামুনুল হককে মুক্তি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি
মাওলানা মামুনুল হককে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর খলিল আহমাদ কাসেমী। শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর গুলশানে ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও করণীয়’ শীর্ষক এক আলোচনাসভা ও ইফতার মাহফিলে তিনি এ দাবি জানান। খলিল আহমাদ কাসেমী বলেন, মামুনুল হককে ২০২১ সালের ১৮ এপ্রিল অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। এখনো তিনি কারাবন্দি। আমরা ঈদের আগেই তাকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।  তিনি বলেন, জামিন পাওয়া দেশের প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। মাওলানা মামুনুল হক দেশের একজন বিশিষ্ট আলেমেদ্বীন। তাকে জামিন না দিয়ে বছরের পর বছর জেলে আটকে রাখা দেশে বিচারহীনতার প্রমাণ বহন করে। বিচারহীনতার এ ধারাবাহিকতা আর চলতে দেওয়া যায় না। মামুনুল হককে অবিলম্বে মুক্তি দিতে হবে। আমরা সরকার পতন আন্দোলন করি না। কিন্তু আমাদের বাধ্য করলে কোনো উপায় থাকবে না। এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের নামে করা সব মামলা প্রত্যাহারেরও দাবি জানান সংগঠনটির সিনিয়র নায়েবে আমীর খলিল আহমাদ কাসেমী। ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন আবদুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা ড. আহমদ আব্দুল কাদের প্রমুখ।
২৯ মার্চ ২০২৪, ২৩:০৮

‘মানুষ যে আশা নিয়ে স্বাধীনতাযুদ্ধ করেছিল, তা আজও পূরণ হয়নি’
১৯৭১ সালে যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ স্বাধীনতাযুদ্ধে অবতীর্ণ হয়েছিল, তা আজও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে সোমবার (২৫ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার শৃঙ্খলে আবদ্ধ এ জাতি শুরু থেকেই অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রেখেছে। ১৯৭১ সালে যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ স্বাধীনতাযুদ্ধে অবতীর্ণ হয়েছিল, তা আজও পূরণ হয়নি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য আজও দেশি-বিদেশি চক্রান্তকারীরা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনকে চিরদিনের জন্য নির্বাসিত করার মাধ্যমে জনগণকে চূড়ান্তভাবে ক্ষমতাহীন করা হয়েছে। ফ্যাসিবাদের চরম উত্থানে দেশে অরাজকতা কায়েম করা হয়েছে। বহুদলীয় গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছিল রাষ্ট্রপতি জিয়ার হাত দিয়ে, তা বারবার বিপন্ন করতে চেষ্টা করেছে চক্রান্তকারীরা। কিন্তু আপসহীন নেত্রী খালেদা জিয়া বিপন্ন গণতন্ত্রকে বারবার জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন। সেটিও আজকে ধ্বংস করে গণতন্ত্রের নামে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ চালু করা হয়েছে। তিনি আরও বলেন, গুম, হত্যা, মিথ্যা মামলা ও নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে প্রায় ৫০ লাখ মানুষকে অমানবিক হয়রানি করা হচ্ছে। রাষ্ট্রকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। নজিরবিহীন দুর্নীতি, সীমাহীন নির্যাতন ও দুঃশাসনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছে।  বাণীতে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল বলেন, আজকের এই মহান দিনে বাংলাদেশের সব দেশপ্রেমিক মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি যে, দলমত নির্বিশেষে ইস্পাত দৃঢ় ঐক্যের মাধ্যমে দুর্বার গণআন্দোলন গড়ে তুলে এই দেশবিরোধী-গণতন্ত্রবিরোধী শক্তিকে অপসারিত করে জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য।
২৫ মার্চ ২০২৪, ২০:৩৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে’
স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু এমপি। সোমবার (২৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ দেওভোগ ভুইয়ারবাগ এলাকার বিদ্যানিকেতন হাই স্কুল আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।  নজরুল ইসলাম বাবু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে এদেশের সাড়ে ৭ কোটি মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলেন। আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান প্রজন্ম যাতে শিক্ষার বাইরে নেশা, সন্ত্রাসী ও মাদকে জড়িয়ে না পড়ে সে জন্য আমাদেরকে সচেতন হতে হবে। তিনি শিক্ষকদের যোগ্য নাগরিক হিসেবে ছাত্রদের গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, একজন শিক্ষক পারে একজন শিক্ষার্থীকে সত্যিকারের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান জানান।  বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডি এম আরাফাত, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।  অনুষ্ঠানের শুরুতেই বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা দেশের গান, আবৃত্তি, নৃত্য পরিবেশ করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি নজরুল ইসলাম বাবু এমপি পুরস্কার বিতরণ করেন।
২৫ মার্চ ২০২৪, ২০:৪১

আরটিভিতে আজ যা দেখবেন
রোববার, ২৪ মার্চ ২০২৪, ১০ চৈত্র ১৪৩০। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- দুপুর ২টা ৩৫মিনিটে ‘রমজানের আমল’।  দুপুর ২টা ৩৫মিনিটে শিশুদের ইসলামী মূল্যবোধ বিষয়ক অনুষ্ঠান ‘তোমাদের জন্য ইসলাম’।  দুপুর ২টা ৪৫মিনিটে রজমানের সরাসরি ইসলামী আলোচনা অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’।  বেলা ৩টায় ‘নিউজ টপটেন’।  বেলা ৩টা ২০মিনিটে রান্নার অনুষ্ঠান ‘ইফাদ রসুই মজাদার রান্না’।  বেলা ৩টা ৩৫মিনিটে রান্নার অনুষ্ঠান ‘এসিআই পিউর গুড়া মসলা ইফতার এক্সপ্রেস’।  বেলা ৩টা ৪৫মিনিটে লাইভ ‘বিআরবি কল্যাণময় রমাজান’।  বিকেল ৪টা ২০মিনিটে ‘জর্ডান’ দেশের ইসলামী ঐতিহাসিক স্থান ভ্রমনমূলক অনুষ্ঠান ‘আরাবী কাফেলা’।  বিকেল ৪টা ৫০মিনিটে কোরআনে হাফেজদের প্রতিযোগিতামূলক জপিএইচ ইস্পাত ‘আলোকিত কোরআন’।  বিকেল ৬টা ১০মিনিটে ইফতারের পূর্ববর্তী সময়ের ‘ক্রাউন সিমেন্ট মোনাজাত’।  সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।  সন্ধ্যা ৭টা ৩০মিনিটে ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক অনুষ্ঠান ‘লুক এ্যাট মি’।  রাত ৮টায় ‘নির্বাচিত নাটক’।  রাত ৯টা ২০মিনিটে শুক্র, শনি ও রবিবার ধারাবাহিক নাটক- ‘ট্রাফিক সিগনাল’।  পরিচালক- ইকবাল মাহমুদ বাবুল।   অভিনয় করেছেন- আখম হাসান, সাইদ বাবু, হোমায়রা হিমু, নাফিজা, শিরিন আলম, প্রাণরায়,  আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ প্রমুখ। রাত ১০টায় প্রতি শুক্র, শনি, রবি, সোমবার ধারাবাহিক নাটক- ‘চিটার এন্ড জেন্টেলম্যান’।  রচনা ও পরিচালনা- সঞ্জিত সরকার।   অভিনয় করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আল মনসুর, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, মতিউর রহমান, সিরাজুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, অনামিকা, সিলভি, হায়দার কবির মিথুন, রিমো রোজা খন্দকার ও তন্ময় সোহেল প্রমুখ।  রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’। রাত ১১টা ২৫মিনিটে টক শো ‘বিজনেজ টক’।  রাত ১২টায় ‘নিউজ টপটেন’।   
২৪ মার্চ ২০২৪, ১২:২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়