• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
ইসরায়েলে ইরানি হামলার শঙ্কা, মন্ত্রীদের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক
দখলদার ইসরায়েলে শুক্রবার (১২ এপ্রিল) ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ইরান ১০০ ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। আর ইরানের এমন বড় হামলার শঙ্কার মধ্যে মন্ত্রীদের সঙ্গে বৈঠক বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। খবর বিবিসি। মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে আরও বলেছেন, ইরান যদি ১০০ ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে তা ঠেকানো ইসরায়েলের জন্য ‘চ্যালেঞ্জিং’ হয়ে যাবে। তবে এক্ষেত্রে ইসরায়েল জানিয়েছে তারা ‘আক্রমণাত্বক ও রক্ষণাত্বক’ উভয় ক্ষেত্রেই প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের সম্ভাব্য হামলার পর করণীয় ঠিক করতে প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টসহ যুদ্ধকালীন মন্ত্রীসভার সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু। এছাড়া বিরোধী দলীয় নেতা বেনি গান্তজের সঙ্গেও আলোচনার কথা রয়েছে তার। প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে দেশটির চৌকস বাহিনী বিপ্লবী গার্ডের দুই জেনারেলসহ সাত উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। ওই হামলার পাল্টা প্রতিশোধ নিতেই ইসরায়েলে সরাসরি হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলের সেনাদের ঘাঁটি ও অবস্থান লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে ইরান। তারা এও জানিয়েছেন, শেষ মুহূর্তে ইরান হামলার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে। ইসরায়েলে যে ইরান হামলা চালাবে এটির সত্যতা রয়েছে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি। তবে হামলার  তীব্রতা কেমন হবে সে ব্যাপারে কিছু জানেন না বলে জানান তিনি। এদিকে ইরানের হামলার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানি হামলার ঘটনা ঘটলে ইসরায়েলের পক্ষে থাকবে তারা।
১২ এপ্রিল ২০২৪, ২২:৪২

ইরানি নিরাপত্তা বাহিনীর সদর দপ্তরে হামলা, নিহত ২৭ 
ইরানের সীমান্তবর্তী প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে অবস্থিত দেশটি নিরাপত্তা বাহিনী ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সদর দপ্তর দখলের চেষ্টায় হামলা চালিয়েছে জাইশ আল-আদল (আর্মি অব জাস্টিস)। এ সময় সংঘটিত সংঘর্ষে উভয়পক্ষের ২৭ জন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তানের চাবাহার এবং রাস্ক শহরে এ হামলার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ১১ জন ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বাকি ১৬ জন সদস্য জাইশ আল-আদলের। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি বিপ্লবী গার্ডের সদর দপ্তরের ঢুকে বিভিন্ন নিরাপত্তা ও সামরিক কম্পাউন্ডে একযোগে হামলা চালায় জাইশ আল-আদলের বন্দুকধারীরা। এ সময় তাদের পরনে আত্মঘাতী পোশাকও ছিল। আইআরজিসি ও হামলাকারীদের মধ্যে কয়েক ঘণ্টা ধরে ওই লড়াই চলে এ সময়। ইরানের রাষ্ট্রীয় টিভিতে দেওয়া বিবৃতিতে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদি বলেছেন, ‘সন্ত্রাসীদের চাবাহার এবং রাস্কে গার্ডস সদর দপ্তর দখলের লক্ষ্যে করা হামলা ব্যর্থ হয়েছে।’ জইশ আল-আদল একটি চরমপন্থি সুন্নি মুসলিম গোষ্ঠী। দক্ষিণ-পূর্ব ইরান ও পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ থেকে নিজেদের কার্যক্রম পরিচালনা করে এরা।   
০৪ এপ্রিল ২০২৪, ২১:৩৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়