• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ছয় দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া।  স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) বিকেলে দেশটির জাভা দ্বীপের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পূর্ব জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পের জেরে পূর্ব জাভা ও এর রাজধানী সুরাবায়া এবং পার্শ্ববর্তী প্রদেশের শহরগুলিতে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া য়ায়নি। তছাড়া কর্তৃপক্ষ সুনামি সতর্কতাও জারি করেনি। উল্লেখ্য, ২০০৯ সালে দেশটির পশ্চিম সুমাত্রার রাজধানী পাদাংয়ে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এ ছাড়া ধ্বংস হয়ে যায় বহু বাড়িঘর ও স্থাপনা। সূত্র : রয়টার্স, আল-অ্যারাবিয়া
২২ মার্চ ২০২৪, ২০:২৩

বাংলাদেশের সৌর বিদ্যুতে বড় বিনিয়োগ করতে চায় ইন্দোনেশিয়া
বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে বড় ধরনের বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। এরই অংশ হিসেবে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনে সহায়তা করার আশ্বাস দিয়েছে দেশটি। যা পর্যায়ক্রমে আরও বাড়ানোর পরিকল্পনাও আছে তাদের। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা জানান ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতু সুবুল। প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা করার অনেক ক্ষেত্র রয়েছে। অভিজ্ঞতা বা সম্পদ বিনিময় করে উভয় দেশ আরও লাভবান হতে পারে। বাংলাদেশে ব্যাপক উন্নয়নের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুল বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশে বিনিয়োগের জন্য ইন্দোনেশিয়ার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আগ্রহকে স্বাগত জানানো হবে।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়