• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
ইতিহাস গড়ল ইউএস-বাংলা, আবুধাবিতে বেসরকারি ফ্লাইট চালু
বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা হিসেবে প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে ফ্লাইট চালু করে ইতিহাস গড়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। উদ্বোধনী ফ্লাইট হিসেবে শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল ৫টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশ্যে ১৭৪ জন যাত্রী নিয়ে যাত্রা করে সংস্থাটির বোয়িং ৭৩৭-৮০০। এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহতে ফ্লাইট চালু ছিল ইউএস-বাংলার।  প্রবাসী বাংলাদেশিদের চাহিদার কথা মাথায় রেখে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দেশের অন্যতম এয়ারলাইন্স ইউএস-বাংলার ফ্লাইট ঢাকা থেকে সোম, বুধ, বৃহস্পতি ও শনিবার এবং চট্টগ্রাম থেকে মঙ্গল, শুক্র ও রবিবার বিকাল ৫টা ৫০ মিনিটে আবুধাবির উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই ফ্লাইট আবুধাবিতে অবতরন করবে স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে। এছাড়া আবুধাবি থেকে স্থানীয় সময় রাত ১০টা ১০মিনিটে ছেড়ে মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সোম, বৃহস্পতি ও শনিবার চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর ৪টা ৫০ মিনিটে অবতরন করবে। আজ ইউএস-বাংলার উদ্বোধনী ফ্লাইট হিসেবে চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশ্যে বিকাল ৫টা ৫০ মিনিটে ১৭৪ জন যাত্রী নিয়ে যাত্রা করে বোয়িং ৭৩৭-৮০০। চট্টগ্রাম থেকে যাত্রার আগে ঢাকা থেকে বিকাল ৩টা ৫৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইটটি।  ইউএস-বাংলা এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে তাদের ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত দুদেশের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।  উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দুবাই ও শারজাহ ছাড়াও বর্তমানে মধ্যপ্রাচ্যের মাস্কাট, দোহা, প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মালে, পর্যটক বান্ধব অন্যতম গন্তব্য ব্যাংকক, চীনের অন্যতম বাণিজ্যিক শহর গুয়াংজু, পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা এবং চেন্নাইতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আন্তর্জাতিক রুট ছাড়াও দেশের অভ্যন্তরে বিশেষ করে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর ও রাজশাহীতেও ফ্লাইট চালু আছে বিমান সংস্থাটির। এছাড়া, আজ ১৯ এপ্রিল থেকে ঢাকা থেকে চেন্নাই রুটে অতিরিক্ত চারটি ফ্লাইটসহ সপ্তাহে মোট ১১ টি ফ্লাইট পরিচালনা শুরু করেছে দেশের অন্যতম জনপ্রিয় এয়ারলাইন্সটি।  
২০ এপ্রিল ২০২৪, ০১:৫৮

৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে আইরের ইতিহাস
টি-টোয়েন্টিতে হরহামেশাই চার-ছক্কার ফুলঝুরির দেখা মেলে। তবে ৬ বলে ৬ ছক্কা হাঁকানোর নজির খুব একটা নেই। এবার সেই বিরল ঘটনাই ঘটালেন নেপালের ব্যাটার দীপেন্দ্র সিং আইরে। ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে ভারতের যুবরাজ সিং ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের পাশে নাম বসালেন তিনি। শনিবার (১৩ এপ্রিল) ওমানের আল আমিরাত স্টেডিয়ামে এসিসি প্রিমিয়ার কাপে কাতারের মুখোমুখি হয় নেপাল। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে নেপাল।  উদ্বোধনী জুটি খুব বেশিক্ষণ স্থায়ী না হলেও ঠিকই ফিফটি পূর্ণ করেন ওপেনার আসিফ শেখ। ৪১ বলে ৫২ রানে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার।  এরপর ব্যাট করতে নেমে ১৮ বলে ৩৫ রানে ফেরেন কুশল মাল্লা। তবে একপ্রান্ত আগলে রেখে টর্নেডো ইনিংস খেলেন দীপেন্দ্র সিং আইরে। মাত্র ২১ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। ইনিংসের শেষ ওভারে ডানহাতি পেসার কামরান খানের ওভারে ৬ ছক্কা হাঁকান আইরে। ফলে এ নিয়ে তৃতীয়বার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ বলে ৬ ছক্কার ঘটনা দেখল ক্রিকেটবিশ্ব। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১০ রানের পুঁজি পায় দলটি। এর আগে, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ড ব্রডকে ৬ বলে ৬ ছক্কা হাঁকান ভারতের যুবরাজ সিং। এরপর ২০২১ সালে আকিলা ধনাঞ্জয়াকে ৬ ছক্কা হাঁকান ক্যারিবিয়ান তারকা ব্যাটার পোলার্ড। নেপালের হয়ে ৬০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২৪ বছর বয়সী এই ব্যাটার। এর আগেও টানা ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। তবে সেটি দুটি আলাদা ওভার থেকে এসেছিল। মঙ্গোলিয়ার বিপক্ষে সেই ম্যাচে টি-টোয়েন্টির সর্বোচ্চ ৩১৪ রানের রেকর্ড গড়েছিল নেপাল। ৯ বলে হাফসেঞ্চুরি তুলে টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন তিনি। এতে যুবরাজ সিং, ক্রিস গেইল ও হজরতুল্লাহ জাজাইকে পেছনে ফেলেন আইরে।
১৩ এপ্রিল ২০২৪, ১৯:৫৬

ইতিহাস গড়লো সৌদি আরবের সিনেমা
পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব ‘কান’। ভেনিস চলচ্চিত্র উৎসব এবং বার্লিন চলচ্চিত্র উৎসবের সাথে কানকেও সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ উৎসবের সম্মান দেওয়া হয়। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর এই উৎসব পালিত হয়ে আসছে। প্রতিবছরের ন্যায় এবারও সিনেমার গল্প, উপস্থাপনা, চরিত্র, পরিচালক, অভিনয়শিল্পীসহ নানা বৈচিত্র্য নিয়ে এবার হাজির হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এই প্রথম এই উৎসবে জায়গা পেয়েছে সৌদি আরবের কোন সিনেমা। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। জানা গেছে, গত ৭৮ বছরে প্রথমবারের মতো কান উৎসবে সৌদি আরব থেকে অফিশিয়াল শাখায় অংশ নিচ্ছে তৌসিফ আলজায়েদির পরিচালিত সিনেমা ‘নোরা’। সিনেমাটিতে নব্বইয়ের দশকের সৌদি সমাজবাস্তবতার চিত্র উঠে এসেছে। এতে ওই সময়ের শিল্প ও চিত্রকর্ম নিষিদ্ধের কথা এবং রক্ষণশীল এক সমাজের গল্প উঠে এসেছে। সিনেমাটিতে তৎকালীন সময়ের একটি মেয়ের সংগ্রাম চিত্রায়িত করা হয়েছে। আর নোরার মূল চরিত্রে অভিনয় করেছেন মারিয়া বাহরাভি। এদিকে ৩০ বছর পরে স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পেয়েছে ভারতের সিনেমা ‘অল উই ইমাজিন আস লাইট’। মুম্বাইয়ের দুই নার্সকে নিয়েই সিনেমাটির গল্প।  মূল প্রতিযোগিতা শাখা ও আঁ সার্তে রিগা বিভাগে দেশটির একটি করে সিনেমা মনোনয়ন পেয়েছে। আর সিনেমা দুটির পরিচালক দুই নারী। ভারত থেকে একসঙ্গে শুধু দুজন নারী পরিচালকের মনোনয়নের খবর আগে শোনা যায়নি। বৃহস্পতিবার এবারের কান উৎসবের মনোনয়নের তালিকা প্রকাশ করেন পরিচালক থিঁয়েরি ফ্রেমো। এদিন মূল শাখায় ২৮টি সিনেমার নাম ঘোষণা করেন তিনি। আগামী ১৫ থেকে ২৫ মে পর্যন্ত চলবে উৎসব।  
১৩ এপ্রিল ২০২৪, ০২:৫৬

ইতিহাস বিকৃত করে সফল হয়নি বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে আর বেগম জিয়া এবং তার পুত্রসহ পাকিস্তানে ক্যান্টনমেন্টে আরাম-আয়েশে থাকে। এর মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে জিয়াউর রহমান পাকিস্তানের দোসর। এটি যখন আজ পরিষ্কার হয়ে গেছে এখন বিএনপির নেতাকর্মীদের মাথা খারাপ হয়ে গেছে। ইতিহাস বিকৃত করে সফল হয়নি বিধায় তারা এখন আবোল-তাবোল বলা শুরু করেছে। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান আসলে পাকিস্তানিদের চর হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। জিয়াউর রহমানের মতো খলনায়ককে আজ নায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে। তারা (বিএনপি) বঙ্গবন্ধুকে হত্যা করে ২১ বছর মিথ্যাচার করেছে। ৭৫ এর পরের প্রজন্মকে তারা (বিএনপি) স্বাধীনতার আসল ইতিহাস জানতে দেয়নি। গত ১৫ বছরে দেশের মানুষ সঠিক ইতিহাস জানতে পেরেছে।  হাছান মাহমুদ বলেন, বিএনপি মিথ্যাচার করে বলে আওয়ামী লীগ নেতারা তখন কোথায় ছিল, অথচ স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার আওয়ামী লীগ সরকার যার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম; যিনি বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ। এই সরকারের অধীনেই জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে ৪০০ টাকা মাসিক বেতনে চাকরি করেছেন। যদিও কোনো সম্মুখ সমরে কখনো যাননি। তিনি আরও বলেন, জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণার একজন পাঠকমাত্র। জিয়া নিজেও কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করেননি, যেটি নিয়ে বিএনপি এখন মিথ্যাচার করে। আলোচনা সভায় সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার পরিচালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি কণ্ঠশিল্পী রফিকুল আলম, সহ-সভাপতি শিক্ষাবিদ ও চিকিৎসক ডা. অরূপ রতন চৌধুরী, সহ-সভাপতি চিত্রনায়ক মাহমুদ কলি, সংসদ সদস্য ফেরদৌস আহমেদ প্রমুখ।  
২৯ মার্চ ২০২৪, ২০:৪৬

বেঙ্গালুরুর রেকর্ড ভেঙে আইপিএলে হায়দ্রাবাদের ইতিহাস
চলতি আসরের উদ্বোধনী ম্যাচে জয়ের কাছে থেকে খালি হাতে ফিরতে হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদকে। ৪১২ রানের ম্যাচে কলকাতার কাছে ৪ রানে হেরেছিল তারা। তবে সেই হারের ক্ষোভ যেনো উগড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডও গড়েছে কামিন্সের দল। বুধবার (২৭ মার্চ) আগে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে পাহাড় সমান ২৭৮ রানের লক্ষ্য দিয়েছে হায়দ্রাবাদ। এর আগে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ২৬৩ রানের। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সেই রেকর্ড ১১ বছর টিকেছিল। সেই ম্যাচে ১৭৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। মুম্বাইয়ে বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন অজি তারকা ব্যাটার ট্রাভিস হেড। ১৩ বলে ১১ রানকে মায়াঙ্ক আউট হলে হেডকে সঙ্গ দেন অভিষেক শর্মা। দুজনেই ফিফটি তুলে নেন। হেড ৬২ রান এবং শর্মা ২৩ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন। এরপর এইডেন মারক্রামকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে হেইনরিচ ক্লাসেন। ২৩ বলে ফিফটি তুলে নেন এই তারকা ব্যাটার।  শেষ পর্যন্ত মারক্রামের ২৮ বলে ৪২ রান এবং ক্লাসেনের ৩৪ বলে টর্নেডো ইনিংসে ভর করে ২৭৭ রানের ইতিহাস গড়া পুঁজি পায় সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়া, জেরাল্ড কোয়েটজি  এবং পিয়ুস চাওলা একটি করে উইকেট নেন।
২৭ মার্চ ২০২৪, ২২:৪৫

আওয়ামী লীগ বারবার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে : ফখরুল
আওয়ামী লীগ বারবার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৭ মার্চ)  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ বক্তব্য করেন।  মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করে বাকশাল কায়েম করেছিলেন শেখ মুজিবুর রহমান। এখন তারাই আবার জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেয় না। অথচ, স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছেন।  তিনি বলেন, জিয়ার স্বাধীনতার ঘোষণা নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করে তারা স্বাধীনতাবিরোধী শক্তি।   বিএনপি মহাসচিব বলেন, বিএনপির মানুষের জমি, ঘরবাড়ি, ব্যবসা দখল করে নিচ্ছে আওয়ামী লীগ। দেশটাকে দুভাগে ভাগ করে সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে তারা। এ দুভাগের মধ্যে একটা হচ্ছে আওয়ামী লীগ, আরেকটা হচ্ছে বিরোধী দল। গোটা দেশকে গিলে ফেলে, লুট করে, টাকা পাচার করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।  
২৭ মার্চ ২০২৪, ১৫:৪৮

গণহত্যার ইতিহাস সম্পর্কে জানা আমাদের কর্তব্য : ডা. দীপু মনি 
সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গণহত্যার ইতিহাস সম্পর্কে জানা আমাদের জাতীয় কর্তব্য। ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নারকীয় হত্যাযজ্ঞ চালায়। ২৫ মার্চের পর পুরো সময়জুড়ে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও যুদ্ধাপরাধ এবং যে গণহত্যা করা হয়েছে, এই গণহত্যার ইতিহাস সম্পর্কে জানা, এটি লিপিবদ্ধ করা, বদ্ধভূমিগুলোকে চিহ্নিত করা, স্মৃতিস্তম্ভ স্থাপন করা, শহীদদের সম্মান করা এটি আমাদের জাতীয় কর্তব্য এবং দায়িত্ব। সোমবার (২৫ মার্চ) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ‘গণহত্যা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডা. দীপু মনি বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে এ স্বাধীনতা অর্জন হয়েছে এবং এটা আমরা যতদিন মনে রাখব, যতদিন শ্রদ্ধায় ও ভালোবাসায় তাদের স্মৃতিকে ধরে রাখব, ততদিন এ দেশটি তার সঠিক পথে থাকবে। তারা দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়ন হবে। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালসহ সরাকরি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
২৫ মার্চ ২০২৪, ২০:৩৯

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে’
স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু এমপি। সোমবার (২৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ দেওভোগ ভুইয়ারবাগ এলাকার বিদ্যানিকেতন হাই স্কুল আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।  নজরুল ইসলাম বাবু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে এদেশের সাড়ে ৭ কোটি মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলেন। আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান প্রজন্ম যাতে শিক্ষার বাইরে নেশা, সন্ত্রাসী ও মাদকে জড়িয়ে না পড়ে সে জন্য আমাদেরকে সচেতন হতে হবে। তিনি শিক্ষকদের যোগ্য নাগরিক হিসেবে ছাত্রদের গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, একজন শিক্ষক পারে একজন শিক্ষার্থীকে সত্যিকারের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান জানান।  বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডি এম আরাফাত, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।  অনুষ্ঠানের শুরুতেই বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা দেশের গান, আবৃত্তি, নৃত্য পরিবেশ করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি নজরুল ইসলাম বাবু এমপি পুরস্কার বিতরণ করেন।
২৫ মার্চ ২০২৪, ২০:৪১

স্পেনকে হারিয়ে কলম্বিয়ার ইতিহাস
প্রায় বছরখানেক আগে সবশেষ কোনো ম্যাচে পরাজয় দেখেছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। গেল বছরের ২৯ মার্চ স্কটল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছিল স্প্যানিশরা। এরপর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচে অপরাজিত ছিল লুইস ডি লা ফুয়েন্তের শিষ্যরা। অবশেষে চলতি বছরের প্রথম ম্যাচেই পরাজয়ের তিক্ত স্বাদ নিল তারা। শনিবার (২৩ মার্চ) লন্ডন স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরেছে স্প্যানিশরা। কলম্বিয়ার হয়ে জয়সূচক গোলটি করেছেন ড্যানিয়েল মুনোজ। এদিকে কলম্বিয়ার জন্য এই জয় ঐতিহাসিক। কেননা, এবারই প্রথম ২০১০ বিশ্বকাপজয়ী দলটির বিপক্ষে জয়ের দেখা পেয়েছে তারা। এদিন দলের সেরা খেলোয়াড়দের শুরুর দিকে বেঞ্চেই রেখেছিলেন স্প্যানিশ কোচ লা ফুয়েন্তে। আলভারো মোরাতা, রদ্রি, লামিন ইয়ামাল, দানি কার্ভাহাল, নিকো উইলিয়ামসরা বেঞ্চে থাকায় ম্যাচের প্রথমার্ধ বেশ সাদামাটাই ছিল।  এরপরও কলম্বিয়ার ওপর শুরু থেকেই চাপ বজায় রেখেছিল স্প্যানিশরা। তবে ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে কলম্বিয়াও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। অবশেষে ৬১তম মিনিটে দানিয়েল মুনোজের পা থেকে আসে ম্যাচ নির্ধারণী গোল। দিয়াসের অ্যাসিস্টে এই লক্ষ্যভেদ করেন মুনোজ। ম্যাচে ফিরতে মিনিট তিনেকের মধ্যেই তিন পরিবর্তন করে স্পেন। মাঠে নামেন উইলিয়ামস, মোরাতা ও বায়েনা। এর ১০ মিনিট পর মাঠে নামেন বার্সেলোনার ফরোয়ার্ড লামিন ইয়ামাল। তবে কোনোভাবেই ম্যাচে ফেরা হয়নি স্প্যানিশদের। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন।
২৩ মার্চ ২০২৪, ১৩:০৩

মনের মাধুরী মিশিয়ে স্বাধীনতার ইতিহাস রচিত হচ্ছে : মেজর হাফিজ 
মনের মাধুরী মিশিয়ে স্বাধীনতার ইতিহাস রচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিএনপি গঠিত স্বাধীনতা উদযাপন কমিটির আলোচনা সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মেজর হাফিজ বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে ইতোমধ্যে বিতর্কিত করা হয়েছে। মনের মাধুরী মিশিয়ে কবিদের কবিতার মতো ইতিহাসও রচিত হচ্ছে। একাত্তরে ৮০ হাজার মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিলেও অবৈধভাবে সুবিধা পাচ্ছেন আড়াই লাখ মুক্তিযোদ্ধা। ভুয়া মুক্তিযোদ্ধারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের জায়গা দখল করেছেন। তিনি বলেন, বাঙালি সংগ্রামী জাতি, যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। আজ হোক কাল হোক, সংগ্রামের মাধ্যমে জনগণ আবার তাদের মৌলিক অধিকারসমূহ ফিরে পাবে। এই সংগ্রামে বিএনপি নেতৃত্ব দেবে। বিএনপির এই নেতা বলেন, বর্তমান শাসকগোষ্ঠী আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন্য দায়ী। ২৫ মার্চের পর শুরু হয়েছিল সশস্ত্র সংগ্রাম। এটি খুব কঠিন। লাখ লাখ মানুষ তার জীবন ও রক্ত দিয়ে স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছে। এই অংশটি সম্পর্কে শাসক দল নীরব। কারণ সেখানে তাদের কোনো ভূমিকা ছিল না। জেড ফোর্স’র অধিনায়ক মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান অসীম সাহসী ছিলেন। তবে এখনকার শিশুদের মনে এই ধারণা দেওয়া হচ্ছে, তিনি ছিলেন একজন পাকিস্তানের এজেন্ট। অথচ আমি এখনও জীবিত আছি। আমি মেজর জিয়াউর রহমানের অধীনে রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছি। বিএনপি মোটেও হতাশাগ্রস্ত দল না-এ কথা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, বিগত নির্বাচন (দ্বাদশ সংসদ) তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে, দল আজ ক্ষমতায় থাকত।
১৪ মার্চ ২০২৪, ১৯:৪০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়