• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
রাঙ্গামাটির বাঘাইছড়িতে নিপুণ চাকমা চোগা (৩৫) নামে এক ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। এ হত্যাকাণ্ডের জন্য জেএসএস (এমএন লারমা) গ্রুপকে দায়ী করছে ইউপিডিএফ। তবে হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে জেএসএস (এমএন লারমা) গ্রুপ।  ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) বঙ্গলতলী এলাকার সমন্বয়ক আর্জেন্ট চাকমা হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে বোধিপুর এলাকায় একটি অনুষ্ঠান চলছিল। সেখানে দাঁড়িয়ে কথা বলছিল নিপুণ চাকমাসহ ইউপিডিএফ এর বেশ কয়েকজন সদস্য। হঠাৎ মোটরসাইকেল চালিয়ে সেখানে এসে হাজির হয় প্রতিপক্ষের দুই সন্ত্রাসী। এরপর ব্রাশ ফায়ার করে পালিয়ে যায় তারা। অতর্কিত এ হামলায় ঘটনাস্থলেই প্রাণ যায় নিপুণ চাকমার।  এদিকে হত্যাকান্ডের প্রতিবাদে রোববার (২৫ ফেব্রুয়ারি) বাঘাইছড়ি উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করবে বলে ঘোষণা দিয়েছে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)। অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি। তবে, নিপুণ চাকমা হত্যার সঙ্গে জেএসএস (এমএন লারমা) কোনভাবেই জড়িত নয় দাবি দলটির বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমার। তিনি বলেছেন, এ হত্যাকাণ্ড ইউপিডিএফের অভ্যন্তরীন কোন্দলের কারণে ঘটতে পারে।  এ ব্যাপারে জানতে চাইলে বাঘাইছড়ি থানার সার্কেল অফিসার ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আউয়াল বলেন, এলাকাটি দুর্গম এবং রাত হওয়ায় এখনও ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে পারেনি। পুলিশ ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি সাজেকের মাচালং ব্রীজ পাড়ায় ইউপিডিএফ এর দুই সদস্য দীপায়ন চাকমা ও আশিষ চাকমাকে একই উপায়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় সন্তু লারমারপন্থী জেএসএস গ্রুপকে দায়ী করে ইউপিডিএফ। পরে নিহত দীপায়ন চাকমার স্ত্রী এশিয়া চাকমা বাদী হয়ে সাজেক থানায় মামলা করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩০

সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গণ্ডাছড়া এলাকায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসিত ও জেএসএস সন্তুলারমা দলের সশস্ত্র গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এই বন্দুকযুদ্ধ সংঘটিত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। সাজেক ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার ও শিয়ালদালুই মৌজার হেডম্যান জৈপুইথাং ত্রিপুরা গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ৩টা থেকে থেমে থেমে আনুমানিক ২৫০ থেকে ৩০০ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এ সময় গুলির শব্দে আতঙ্কিত হয়ে বাহির থেকে দৌড়ে ঘরে যাওয়ার সময় রোমিও ত্রিপুরা নামে একটি শিশু গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিজিবির শিয়ালদালুই বিওপিতে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়িতে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ রোমিও ত্রিপুরা গণ্ডাছড়া এলাকার ফবেন ত্রিপুরার ছেলে। সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত শিশুটিকে চিকিৎসার জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে। এদিকে গত ৪ ফেব্রুয়ারি সাজেকের মাচালং ব্রিজ পাড়ায় ইউপিডিএফের দুই সদস্য দীপায়ন চাকমা ও আশিষ চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তবে এই হত্যাকাণ্ডের জন্য জেএসএস সন্তুলারমার দলকে দায়ী করে ইউপিডিএফ। এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন তিন দিনের অবকাশ যাপনে সাজেক অবস্থান করছেন। এ কারণে সাজেকসহ আশপাশের এলকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নজরধারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন এএসপি আবদুল আওয়াল।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২২

পানছড়ি বাজার বয়কটের মেয়াদ বাড়ালো ইউপিডিএফ
চলমান খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজার বয়কটের মেয়াদ আরও একমাস বাড়িয়েছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ। সংগঠনটির পানছড়ি উপজেলা ইউনিটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যার দিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যাকাণ্ডের এক মাস পরও খুনিদের গ্রেপ্তার করা হয়নি। এ অবস্থায় বাজার বয়কটের মেয়াদ বৃদ্ধি করা ছাড়া পার্টির অন্য কোনো বিকল্প নেই দাবি করে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পানছড়ি বাজার বয়কট অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দাবি মানা না হলে বাজার বয়কটের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমাসহ চার ইউপিডিএফ নেতাকে হত্যার প্রতিবাদে গত ১২ ডিসেম্বর থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ এক মাসের জন্য পানছড়ি বাজার বয়কটের ডাক দেয়।  
১৪ জানুয়ারি ২০২৪, ২২:১৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়