• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
শেষের ভুলে অবিশ্বাস্য হার ম্যানইউর
হাইভোল্টেজ ম্যাচে চেলসির বিপক্ষে ম্যাচের ৯০+৯ মিনিট পর্যন্ত ৩-২ গোল ব্যবধানে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে পরপর দুই জোড়া পরাজয় দেখেছে রেড ডেভিলসরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঘরের মাঠে ম্যাচের ২০ মিনিটের মধ্যে জোড়া লিড নেয় চেলসি। ম্যাচের চতুর্থ মিনিটে কনোর গালাগহার এবং ম্যাচের ১৯তম মিনিটে কোল পালমারের পেনাল্টিতে ২-০ ব্যবধানের লিড নেয় চেলসি। তবে ম্যাচের ৩৪তম মিনিটে কমায় ম্যানইউ। গোল করেন আলেজান্দ্রো গার্নাচো।  এরপর ম্যাচের ৩৯তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ফেরে সমতা দলটি। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৭তম মিনিটে লিড নেয় রেড ডেভিলসরা। অ্যান্থনির ক্রসে দারুণ হেডে ব্যবধান বাড়ান গার্নাচো। এরপর ম্যাচের ৯০+৯ মিনিট পর্যন্ত এই গোলে তারা এগিয়েই ছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে ম্যাচের ৯০+১০ এবং ৯০+১১ মিনিটে দুই-দুটি গোল হজম করে ম্যানইউ। কোল পালমার পা থেকেই আসে গোল দুটি। শেষ পর্যন্ত পালমার হ্যাটট্রিকে অবিশ্বাস্য এক জয় পায় চেলসি। দারুণ এই জয়ে ২৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে উঠে এসেছে ব্লুজরা। অন্যদিকে ৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানইউ। 
০৫ এপ্রিল ২০২৪, ১৪:৫৩

শেষ আটে লিভারপুলকে পেল ইউনাইটেড
এফএ কাপের পঞ্চম রাউন্ডে আলাদা ম্যাচে জয় দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। শেষ আটে একে অপরের মোকাবিলা করবে এই দুই ইংলিশ জায়ান্ট। আগামী ১৬ মার্চ সেরা আটের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। ক্যাসেমিরোর শেষ মুহূর্তের গোলে নটিংহ্যাম ফরেস্টকে ১-০ ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছে ইউনাইটেড। অন্যদিকে অ্যানফিল্ডে দ্বিতীয় টায়ারের দল সাউদাম্পটনকে ৩-০ গোলে বিধ্বস্ত করে শেষ আট নিশ্চিত করেছে লিভারপুল  এদিন লুইস কুমানের গোলে ৪৪ মিনিটে এগিয়ে গিয়েছিল অল রেডসরা। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের লো শট সাউদাম্পটনের জ্যাক স্টিফেনসের ডিফ্লেকটেড হয়ে জালে জড়ায়। আরও এক টিন-এজার জেইডেন ড্যানস ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে ১৬ বছর বয়সী ট্রে নিওনিকে মাঠে নামায় লিভারপুল। এফএ কাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে নিওনি ইতিহাস রচনা করেছে। ৮৮ মিনিটে ড্যানস দ্বিতীয় গোল করলে বড় জয় নিশ্চিত হয় লিভারপুলের। সিটি গ্রাউন্ডে নটিংহাম ফরেস্টের বিপক্ষে ১-০ গোলে জয় পায় ম্যান ইউ। ম্যাচ জুড়ে একচেটিয়া আধিপত্য দেখালেও প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভাঙ্গতে পারেনি এরিক টেন হ্যাগের বাহিনী। দ্বিতীয়ার্ধেও গোল খরায় ভুগতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সেই খড়া কাটিয়ে ৮৯ মিনিটে রেড ডেভিলসকে একমাত্র গোলটি এনে দেন ব্রাজিলিয়ান ডিফেন্সিং মিডফিল্ডার ক্যাসেমিরো।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫১

শিশু আয়হামের মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ চিকিৎসক
মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আহনাফ তাহমিন আয়হামের (১০) মৃত্যুতে দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার দুই চিকিৎসক হলেন এস এম মুক্তাদির ও মাহবুব। ওসি বলেন, এ ঘটনায় জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে। আর দুজন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্বজনদের অভিযোগ, লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার কথা থাকলেও তারা ফুল অ্যানেস্থেসিয়া দিয়েছে। যে কারণে আয়হামের আর জ্ঞান ফেরেনি। এর আগে, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টায় আয়হামের সুন্নতে খতনা করাতে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করা হয়। জানা গেছে, মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. এস এম মুক্তাদিরের তত্ত্বাবধানে মঙ্গলবার রাতে সন্তানকে সুন্নতে খতনা করাতে আসেন শিশু আয়হামের বাবা ফখরুল আলম ও মা খায়কুন নাহার চুমকি। রাত ৮টার দিকে খতনা করানোর জন্য অ্যানেস্থেসিয়া দেওয়ার পর আর ঘুম ভাঙেনি আয়হামের। এর ঘণ্টাখানেক পর হাসপাতালটির পক্ষ থেকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। এ বিষয়ে আয়হামের বাবা ফখরুল আলম বলেন, আমরা চিকিৎসককে বলেছিলাম যেন ফুল অ্যানেস্থেসিয়া না দেওয়া হয়। তারপরও আমার ছেলের শরীরে সেটি পুশ করেন ডা. মুক্তাদির। আমি তাদের পা পর্যন্ত ধরেছি। বলেছি, কিছু একটা ব্যবস্থা করেন। তারা বলে ঠিক হয়ে যাবে, এই যে দেখেন নিশ্বাস নিচ্ছে। কিন্তু এর আগেই ডেট। তিনি বলেন, আমার সন্তানকে অ্যানেস্থেসিয়া দিয়ে হত্যা করা হয়েছে। এই মৃত্যুর দায় মুক্তাদিরসহ হাসপাতাল কর্তৃপক্ষ সবারই। আমি তাদের কঠোর শাস্তি চাই। অভিযুক্ত চিকিৎসক মুক্তাদির বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অর্থোপেডিক বিভাগের জয়েন্ট ব্যথা, বাত ব্যথা, প্যারালাইসিস বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা দিতেন বলে জানা গেছে। এ বিষয়ে বক্তব্য জানতে জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কাউকে পাওয়া যায়নি। গত ৮ জানুয়ারি রাজধানীর বাড্ডা সাতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান মারা যায়। টানা সাত দিন লাইফ সাপোর্টে ছিল আয়ান।
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৭

শিশু আয়ানের মৃত্যু : তদন্ত প্রতিবেদন যা বলছে 
রাজধানীর বাড্ডায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সুন্নতে খতনার অস্ত্রোপচারের আগে ওয়েটিং রুমে ওই শিশুকে নেবুলাইজার ও ইনহেলার দেওয়া হয়েছিল। এ বিষয়টি চিকিৎসকদের জানানো হয়নি। রোববার (২৮ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ১৫ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করা হয়। পরে আদালত প্রতিবেদন অ্যাফিডেভিট আকারে দাখিলের নির্দেশ দেন এবং শুনানির জন্য সোমবার (২৯ জানুয়ারি) দিন ধার্য করেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে উপপরিচালক (আইন) ডা. পরিমল কুমার পাল প্রতিবেদনটি জমা দিয়েছেন। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, আয়ান ‌চাইল্ডহুড অ্যাজমা সমস্যায় ভুগছিল। শ্বাসকষ্টের জন্য তাকে মাঝে মাঝে নেবুলাইজার ও ইনহেলার দিতে হতো। সুন্নতে খতনার অস্ত্রোপচারের আগে ওয়েটিং রুমে তাকে নেবুলাইজার ও ইনহেলার দেওয়া হয়েছিল। এ বিষয়টি চিকিৎসকদের জানানো হয়নি।  এ ছাড়া আয়ানের অস্ত্রোপচারের সময় স্বাভাবিক রক্তপাত হয়েছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। পাশাপাশি সুন্নতে খাতনা করাতে গিয়ে মৃত্যুঝুঁকি এড়াতে একই প্রতিবেদনে চারটি সুপারিশ করা হয়েছে। সেগুলো হলো– হাসপাতালে একাধিক অ্যানেসথেসিওলজিস্ট নিয়োগ দেওয়া, রোগী ও তার আত্মীয়কে অ্যানেসথেসিয়া ও অস্ত্রোপচারের ঝুঁকি ভালোভাবে জানানো, হাসপাতালে আইসিইউ ব্যবস্থা রাখা, সরকারের অনুমোদনের পরে হাসপাতালের কার্যক্রম শুরু করা। এর আগে, বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয় গত ৯ জানুয়ারি। রিটে আয়ানের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সনদ বাতিল ও ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান আকন্দ মাসুম জনস্বার্থে এ রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে বাড্ডার সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল ও ইউনাইটেড গ্রুপের হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে এ পর্যন্ত কত রোগীর মৃত্যু হয়েছে, তা জানাতে নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে আয়ানের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। পাশাপাশি ওই শিশু মৃত্যুর ঘটনা তদন্ত করে সাত দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতেও বলা হয়। এ ছাড়াও দেশের সব সরকার অনুমোদিত ও অননুমোদিত হাসপাতাল-ক্লিনিকের তালিকা আদালতে দাখিল করতে বলা হয় এক মাসের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। গত ১৫ জানুয়ারি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর বাড্ডা ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন শিশু আয়ানের বাবা শামীম আহমেদ। সেখানে ওই শিশুকে অস্ত্রোপচারের আগে অ্যানেসথেসিয়া দেওয়া হয়। পরে ৭ জানুয়ারি দিবাগত রাত ১১টা ২০ মিনিটে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে মৃত ঘোষণা করে। এই হাসপাতালের পিআইসিইউতে চিকিৎসাধীন ছিল শিশু আয়ান। জানা গেছে, শিশুটিকে অ্যানেসথেসিয়া প্রয়োগ করেন ডা. সাব্বির আহমেদ। আর সার্জারি করেছেন ডা. মেহজাবীন।
২৮ জানুয়ারি ২০২৪, ১৪:০৬

ইউনাইটেড হাসপাতালে মারা যাওয়াদের তালিকা দাখিলের নির্দেশ
রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল ও ইউনাইটেড গ্রুপের হাসপতালে চিকিৎসকদের অবহেলায় মারা যাওয়াদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২৮ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৩ মাসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই তালিকা দাখিল করতে বলা হয়েছে। এর আগে, গত ১৫ জানুয়ারি মারা যাওয়াদের তালিকা জানাতে মৌখিক আদেশ দিয়েছিলেন আদালত। এদিকে ইউনাইটেড হাসপাতালে সুন্নতে খতনা করার সময় পাঁচ বছরের শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় ১৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। উল্লেখ্য, সুন্নতে খতনা করাতে আয়ানকে গত বছরের ৩১ ডিসেম্বর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল তার পরিবার। কিন্তু অ্যানেসথেসিয়া দেওয়ার পর তার আর জ্ঞান ফেরেনি। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়। গত ৭ জানুয়ারি সেখানেই মৃত্যু হয় শিশুটির। এ ঘটনায় আয়ানের বাবা শামীম আহামেদ বাড্ডা থানায় মামলা করেন। এদিকে আয়ানের মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে গত ৯ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম।
২৮ জানুয়ারি ২০২৪, ১২:৫৭

আয়ানের মৃত্যু : ১৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন হাইকোর্টে
রাজধানীর বাড্ডার সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করার সময় পাঁচ বছরের শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় ১৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে।  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক (আইন) ডা. পরিমল কুমার পাল এ প্রতিবেদন জমা দিয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদনের ওপর শুনানি  হওয়ার কথা রয়েছে।  এর আগে, গত ১৫ জানুয়ারি শিশু আয়ানের পরিবারকে কেন পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এর আগে, সুন্নতে খতনা করাতে আয়ানকে গত বছরের ৩১ ডিসেম্বর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল তার পরিবার। কিন্তু অ্যানেসথেসিয়া দেওয়ার পর তার আর জ্ঞান ফেরেনি। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়। গত ৭ জানুয়ারি সেখানেই মৃত্যু হয় শিশুটির। এ ঘটনায় আয়ানের বাবা শামীম আহামেদ বাড্ডা থানায় মামলা করেন। এদিকে আয়ানের মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে গত ৯ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।  
২৮ জানুয়ারি ২০২৪, ১০:৫৬

ইউনাইটেড আইগ্যাস এলপিজির ‘রিটেইলার মিট’ অনুষ্ঠিত
ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের আয়োজিত ডিস্ট্রিবিউটর এবং রিটেইলার মিট অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের রেডিসন হোটেলে বিভিন্ন টেরিটরি থেকে আগত রিটেইলারদের নিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠান হয়।  অনুষ্ঠানটি ব্যবসা কেন্দ্রিক আলোচনা, পরামর্শ, ভবিষ্যৎ দিক-নির্দেশনা, মেজবানি খাবার, সঙ্গীতের আয়োজন এবং র‍্যাফেল ড্র’র মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইগ্যাস ইউনাইটেডের সিইও জনাব আহমেত আর্যুমান্ত পোলাট, প্লান্ট মহাব্যাবস্থাপক মোস্তাফিজুর রহমান জিন্নাহ, হেড অফ সেলস শওকত ওসমান জামিলসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা এবং ডিস্ট্রিবিউটররা।    শওকত ওসমান জামিল রিটেইলারদের নিয়ে তার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা বর্ণনা করেন এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি চট্টগ্রামের সেলস টিমকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন যারা সবসময় রিটেইলারদের সাথে যোগাযোগ করেন। আহমেত আর্যুমান্ত পোলাট বলেন, ডিস্ট্রিবিউটর ও রিটেইলারবৃন্দই আমাদের ব্র্যান্ডের অ্যাম্বাসেডর এবং মূল চালিকা শক্তি। তারাই সরাসরি ভোক্তাদের কাছে আমাদের পণ্যটি পৌঁছে দিচ্ছেন। তাই আজকে তাদের সম্মানে এই আয়োজন করতে পেরে এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা সত্যিই আনন্দিত। ভবিষ্যতে তারা সবসময় আইগ্যাস ইউনাইটেডের পাশেই থাকবেন বলে বিশ্বাস।    উল্লেখ্য, আইগ্যাস ইউনাইটেড বাংলাদেশে পরিচালিত হচ্ছে ইউনাইটেড গ্রুপের ব্যানারে একটি জয়েন্ট ভেঞ্চার চুক্তির মাধ্যমে। আইগ্যাস হচ্ছে তুরস্কের ইন্ডাস্ট্রিয়াল এবং সার্ভিস গ্রুপ অফ কোম্পানি কোচ হোল্ডিংসের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
১৯ জানুয়ারি ২০২৪, ২১:০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়