• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
লিওনেল মেসিকে ছাড়াই কোস্টারিকাকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।   বুধবার (২৭ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এই জয় দিয়ে বছরের প্রথম আন্তর্জাতিক সূচি শেষ করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।  ম্যাচের প্রথমার্ধে আক্রমণের পসরা সাজিয়েও গোল হজম করতে হয়েছে আর্জেন্টিনাকে। তবে দ্বিতীয় হাফে কোস্টারিকাকে ৩ গোল দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা। ম্যাচ শুরুর ৩৪ মিনিটে ম্যানফ্রেড উগালদে কোস্টারিকাকে এগিয়ে দেন। কিন্তু দ্বিতীয়ার্ধে অবশ্য নিজেদের ফিরে পায় বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৫২ মিনিটে ডি মারিয়ার গোলে ১-১ সমতায় ফেরে আর্জেন্টিনা। এর ৪ মিনিট পরেই কর্নার থেকে গোল করে ম্যাক অ্যালিস্তার। এরপর ম্যাচের ৭৭ মিনিটে লাউতারো মার্টিনেজের সুবাধে তৃতীয় গোলের দেখা পায় স্কালোনির শিষ্যরা।  এদিন ইনজুরির কারণে আর্জেন্টিনার হয়ে খেলতে পারেননি লিওনেল মেসি।
২৭ মার্চ ২০২৪, ১১:৫১

মেসিকে নিয়ে বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
ইন্টার মায়ামির হয়ে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে কারণে আসন্ন দুটি প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। এলসালভাদর ও কোস্টারিকার বিপক্ষে তাকে ছাড়ায় মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। সোমবার (১৮ মার্চ) নিজেদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে মেসির না খেলার বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ।  গত বৃহস্পতিবার কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যাশভিল এসসিকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মেসির ক্লাব ইন্টার মায়ামি। সেদিনই পায়ে চোট পান তিনি। তাই ম্যাচের ৫০তম মিনিটে মাঠ থেকে তাকে উঠিয়ে নেওয়া হয়। ম্যাচের পর মায়ামির কোচ জেরার্দো মার্তিনো মেসির চোটের বিষয়টি নিশ্চিত করলেও সেটা গুরুতর কিনা তা জানাননি। বিভিন্ন পরীক্ষার পর ক্লাবটি এক বিবৃতিতে বিশ্বকাপজয়ী অধিনায়কের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কথা নিশ্চিত করে।  মায়ামির হয়ে নতুন মৌসুমেও দারুণ ছন্দে আছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৫ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন তিনি। আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় কোপা আমেরিকার আগে সবশেষ আন্তর্জাতিক বিরতিতে অনুষ্ঠেয় দুটি প্রীতি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। আগামী ২৩ মার্চ ফিলাডেলফিয়ায় এলসালভাদরের মুখোমুখি হবে তিনবারের বিশ্বজয়ীরা। এরপর ২৭ মার্চ লস অ্যাঞ্জেলসে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। মেসি এবার ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে, তা নিয়ে আছে নানা প্রশ্ন। ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ জেরার্ড টাটা মার্টিনো জানিয়েছেন, কনকাকাফ চ্যাম্পিয়ন কাপে মেসিকে আবার দেখা যাবে ফুটবলের মাঠে। সে অনুযায়ী, এপ্রিলের প্রথম সপ্তাহে মাঠে ফিরবেন মেসি।
১৯ মার্চ ২০২৪, ১৬:৪৮

ব্রাজিলকে কাঁদিয়ে অলিম্পিকের মূল পর্বে আর্জেন্টিনা
অলিম্পিকের গত দুই মৌসুমে স্বর্ণপদক জিতেছিল ব্রাজিল। এবার তাদের সামনে ছিল হ্যাটট্রিক করার সুযোগ। কিন্তু আসন্ন অলিম্পিকের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ব্রাজিল। বাঁচামরার ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এদিন মাঠে নেমে ১৫ মিনিটেই এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। অধিনায়ক থিয়াগো আলমাদার দুর্দান্ত ফ্রি-কিক গোলবারে লেগে ফিরে আসে।  প্রথমার্ধে অবশ্য ব্রাজিল তেমন চমক দেখাতে পারেনি। আর্জেন্টিনার রক্ষণভাগকে তেমন পরীক্ষাই দিতে হয়নি। ১৮ মিনিটে তারা প্রথম শট নেয় গোলমুখে। যদিও সেটি টার্গেটে ছিল না।  বাকি সময় আক্রমণ পাল্টা আক্রমণে খেলা গড়ালেও প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। গোল শূন্য থেকে বিরতিতে যায় দুল।  দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণে ধার বাড়ায় ব্রাজিল। ম্যাচের ৬০ এবং ৬২তম মিনিটে গোলের সেরা সুযোগ তৈরি করে ব্রাজিল। তবে সেলেসাওদের হতাশ করেন আর্জেন্টাইন গোলরক্ষক ব্রেই।  প্রথমে গ্যাব্রিয়েল পেকের শট বাঁচিয়ে দেন ব্রেই। এর মিনিট দুয়েক পরে জন কেনেডিকেও হতাশ করেন তিনি। তবে খেলার ৭৭ মিনিট গড়িয়ে গেলেও কোনো পক্ষের জালের ছোঁয়া পায়নি বল। ম্যাচটি গোলশূন্য ড্রয়ের দিকে যাচ্ছে বলে ভাবছিলেন অনেকে। এতে খুশিই হতেন ব্রাজিল সমর্থকরা। কারণ, ড্র হলেও আশা বাঁচিয়ে রাখতে পারত ব্রাজিল। কিন্তু ৭৮তম মিনিটে হঠাৎ ডি বক্সের অনেকটা বাইরে থেকে একটি মাপা ক্রস শট নিলেন ব্রাইটনে খেলা আর্জেন্টাইন তরুণ ভ্যালেন্টিন বার্কো। অনেকটা দৌড়ে এসে তাতে মাথা ছোঁয়ালেন ফরোয়ার্ড লুসিয়ানো গুন্দো। শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি ব্রাজিল। এতে ১-০ গোলের ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে অলিম্পিকের নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে অলিম্পিকে যাওয়ার টিকিট হাতছাড়া করল ২০১৬ ও ২০২০ অলিম্পিকে সোনা জেতা ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চল থেকে আর্জেন্টিনা ছাড়াও প্যারিস অলিম্পিকের টিকিট কেটেছে প্যারাগুয়ে। ২০০৪ সালের পর এই প্রথম টানা দুইবারের সোনাজয়ীরা চূড়ান্ত পর্বে আসার আগেই ছিটকে যাওয়ার ঘটনা ঘটলো।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪২

ফের হোঁচট, বিপাকে আর্জেন্টিনা
২০২৪ প্যারিস অলিম্পিকের চূড়ান্ত বাছাইপর্বে ফের হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয় বঞ্চিত তারা। ভেনেজুয়েলার পর প্যারাগুয়ের সঙ্গেও ড্র করেছে আলবিসেলেস্তেরা। ফলে কঠিন হয়ে উঠেছে হাভিয়ের মাচেরানোর দলের অলিম্পিক ফুটবলের টিকিট। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হয় মেসির উত্তরসূরিরা। প্যারিসে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকে খেলতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না। তবে সেখানেই ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের দেখা পায় মাচেরানোর শিষ্যরা। দলকে এগিয়ে দেন পাবলো সোলারি। তবে বিরতি ঠিক আগ মূহূর্তে সমতায় ফেরে প্যারাগুয়ে। ডিয়েগো গোমেজের গোল ১-১ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে উভয় দল। এরপর ম্যাচের ৭০তম মিনিটে নুনেজের গোলে ২-১ ব্যবধানে লিড নেয় প্যারাগুয়ে। তবে ১৪ মিনিট পরই থিয়াগো আলমাদা পেনাল্টিতে সমতায় ফেরে আর্জেন্টাইনরা। ম্যাচের একদম শেষ দিকে ৯০তম মিনিটে প্যারাগুয়েকে এনজো গনসালেস এগিয়ে নিলে হারের শঙ্কায় পড়ে আর্জেন্টিনা। তবে ইনজুরি টাইমে আর্জেন্টিনাকে সমতাসূচক এক পয়েন্ট এনে দেন ফেদেরিকো রিদোনদো। লাতিন আমেরিকা থেকে দুটি দল অলিম্পিক ফুটবলের টিকিট পাবে। সর্বোচ্চ ৪ পয়েন্টে ইতোমধ্যে প্যারাগুয়ে দুটি টিকিটের একটির আভাস দিয়ে রেখেছে। অপর টিকিটের জন্য নিজেদের শেষ ম্যাচে আগামী ১১ ফেব্রুয়ারি ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে। যেখানে ম্যাচটি ড্র করলেই মূল পর্বে উঠে যাবে সেলেসাওরা। কিন্তু টিকিট নিশ্চিতে অবশ্যই জিততে হবে আর্জেন্টাইনদের।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৮

হোঁচট খেল আর্জেন্টিনা
শেষ ম্যাচে পয়েন্ট হারিয়েও প্যারিস অলিম্পিক দক্ষিণ আমেরিকা অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দল। প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর টানা দুই জয়ে ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তেরা। এবার শেষ ম্যাচে উরুগুয়ের সঙ্গে পয়েন্ট হারালেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ড নিশ্চিত করেছে ২০০৮ অলিম্পিক স্বর্ণজয়ীরা।  শনিবার (৩ ফেব্রুয়ারি) এস্তাদিও মিসায়েল ডেলগাডো স্টেডিয়ামে উরুগুয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে মেসির উত্তরসূরিরা। আকাশি-নীল শিবিরের হয়ে গোল করেছেন লুইস গ্যালেগো রদ্রিগেজ, অ্যারন ফ্যাকুন্ডো কুইরোস ও ফ্রান্সিসকো অগাস্টিন গঞ্জালেজ। অন্যদিকে উরুগুয়ের হয়ে গোল করেছেন লুসিয়ানো রদ্রিগেজ, সেজার আরাউজো ও মাতিয়াস আবল্ডো। এদিন ম্যাচ শুরু থেকেই আধিপত্য দেখায় উরুগুয়ে। ২৩টি শটের মধ্যে ৯টিই লক্ষ্যে রেখেছিল তারা। অন্যদিকে আর্জেন্টাইনদের ১৮ শটের মধ্যে ৬টি লক্ষ্যে ছিল। ম্যাচের ১১ মিনিটের মধ্যেই জোড়া লিড নেয় আলবিসেলেস্তেরা। রদ্রিগেজের পর অ্যারন ফ্যাকুন্ডোর গোলে ১১ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় তারা। তবে ম্যাচের ১৯তম মিনিটে গোল করে ব্যবধান কমান উরুগুয়ের লুসিয়ানো রদ্রিগেজ। এরপর ম্যাচের ২৫তম মিনিটে ব্যবধানে ৩-১ নেন আর্জেন্টিনার গঞ্জালেজ। তবে বিরতির ঠিক আগমুহূর্তে আর্জেন্টিনার জালে বল জড়ান আরাউজো। বিরতি থেকে ফিরে জয়ের সন্ধানে থাকে উভয় দল। ম্যাচের ৬১তম মিনিটে উরুগুয়ের মাতিয়াসের গোলে স্কোরলাইন ৩-৩ দাঁড়ায়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে সমতায় শেষ হয় ম্যাচটি। উল্লেখ্য, দুটি গ্রুপে কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হয়। প্রত্যেক গ্রুপে পাঁচটি করে দল ছিল। দুই গ্রুপ থেকে দুটি করে চারটি দল অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে সুযোগ পেয়েছে। সেখান থেকে সেরা দুটি দল অলিম্পিকে জায়গা করে নেবে। অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে ব্রাজিলের পাশাপাশি আর্জেন্টিনা ও প্যারাগুয়েও উঠেছে। চতুর্থ দল হিসেবে এই পর্বে জায়গা করে নেয় ভেনেজুয়েলা। এখান থেকে সেরা দুটি দল প্যারিস অলিম্পিকে খেলবে।  চূড়ান্ত বাছাইপর্বে আর্জেন্টিনার সঙ্গে ভেনেজুয়েলার ম্যাচ ৫ ফেব্রুয়ারি। একইদিনে ব্রাজিলের মুখোমুখি হবে প্যারাগুয়ে। এরপর ৮ ফেব্রুয়ারি ব্রাজিলের বিপক্ষে ভেনেজুয়েলা এবং আর্জেন্টিনা প্রতিপক্ষ প্যারাগুয়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১১ ফেব্রুয়ারি ভেনেজুয়েলা ও প্যারাগুয়ে এবং ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হবে। সেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ২০২৪ প্যারিস অলিম্পিকে খেলবে।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০১

চিলিকে বিধ্বস্ত করে অলিম্পিক বাছাইয়ের চূড়ান্তপর্বে আর্জেন্টিনা 
অলিম্পিকের প্রাক-বাছাইয়ে প্রথম ম্যাচে ড্র করে খানিকটা ধাক্কাই খেয়েছিল আর্জেন্টিনা।। তবে পরের দুই ম্যাচের দাপুটে জয়ে অলিম্পিক বাছাইয়ের চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে আলমাদা-এচেভেরিরা। নিজেদের তৃতীয় ম্যাচে চিলিকে ৫ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। বুধবার (৩১ জানুয়ারি) ভোরে নিজেদের গ্রুপের ম্যাচে চিলির মুখোমুখি হয় আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দল। পয়েন্ট টেবিলের সমীকরণ অনুযায়ী, দুই দলের জন্যই ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ। তবে এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি চিলি। অধিনায়ক থিয়াগো আলমাদা করেছেন ২ গোল। সহায়তা করেছেন ১ গোলে। নতুন মেসি হিসেবে খ্যাতি পাওয়া ক্লদিও এচেভেরি গোল-অ্যাসিস্ট না পেলেও নিজের জাত চিনিয়েছেন পুরোটা সময়।  চিলির বিপক্ষে প্রথম হাফের শেষ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন থিয়াগো আলমাদা। দ্বিতীয় হাফে আর্জেন্টিনা আরও চার গোল দেয় চিলিকে। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন সেই আলমাদা। তার চার মিনিট পর গোল পান সান্তিয়াগো কাস্ত্রো। এই গোলের সহায়ক ছিলেন আলমাদা। এই তিন গোলেই আর্জেন্টিনার বড় জয় নিশ্চিত হয়। তবে ম্যাচ শেষের এগারো মিনিট আগে গোল করেন অ্যারন কুইরোস। আর ম্যাচের ৯০তম মিনিটে চিলির কফিনে শেষ পেরেকটি ঢোকান লুসিয়ানো গন্ডু। এই জয়ের পর নিজেদের গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্বে চলে গেল আলবিসেলেস্তেরা। সেখানে আরও তিন ম্যাচ খেলতে হবে। তাতেই নির্ধারিত হবে কারা যাবে প্যারিসের অলিম্পিকে। 
৩১ জানুয়ারি ২০২৪, ১৩:২৫

প্যারাগুয়ের সঙ্গে কোনোমতে হার এড়ালো আর্জেন্টিনা
২০২৪ অলিম্পিক শুরু হতে এখনও প্রায় ৬ মাস বাকি। তবে এরই মধ্যে দক্ষিণ আমেরিকার প্রাক বাছাইপর্ব শুরু হয়েছে। প্রাক বাছাইপর্বে জয় দিয়ে শুরু করতে পারেনি আর্জেন্টিনা। প্যারাগুয়ের সঙ্গে কোনোমতে ড্রয়ে হার এড়িয়েছে তারা। সোমবার (২২ জানুয়ারি) এস্তাদিও মিসাইল দেলিগাদো স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দল মুখোমুখি হয়েছিল।  এদিন পুরো ম্যাচে দাপট দেখিয়েই খেলেছে আকাশি-নীল শিবির। ৬৪ শতাংশ বল দখলে রাখার পাশাপাশি প্রতিপক্ষের জালে ৬টি শট নিয়েছে আলবিসেলেস্তেরা। বিপরীতে ৩৬ শতাংশ বল দখলে রেখে লক্ষ্যে ৫টি শট নিয়েছে প্যারাগুয়ে। গোলশূন্য ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। বিরতিতে বিরতে ম্যাচের ৬৭তম মিনিটেই গোল হজম করে আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করেন প্যারাগুয়ে মিডফিল্ডার ডিয়েগো গোমেজ। এরপর হারের শঙ্কায় থাকা আর্জেন্টিনা ম্যাচের একদম শেষ মুহূর্তে সমতায় ফেরে। ৯০তম মিনিটে সান্তিয়াগো কাস্ত্রোর অ্যাসিস্টে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লুসিয়ানো গুন্দু। এতে ১-১ গোলে ড্রয়ে শেষ হয় ম্যাচ। উল্লেখ্য, ২০২৪ দক্ষিণ আমেরিকা অলিম্পিক প্রাক বাছাইপর্বে ১০ দল খেলছে। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু, প্যারাগুয়ে, চিলি ও উরুগুয়ে।
২২ জানুয়ারি ২০২৪, ১২:৩০

মারাকানায় মারামারির ঘটনায় কঠিন শাস্তি পেল আর্জেন্টিনা 
গত নভেম্বরে রিও দে জেনেরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ব্রাজিল ও আর্জেন্টিনা মাঠের লড়াই শুরুর আগেই গ্যালারিতে শুরু হয় সমর্থকদের লড়াই। সেই ঘটনায় এবার দুই দলকেই শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে ব্রাজিলের থেকে বেশি শাস্তি পেতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। দুই দেশের ফুটবল ফেডারেশনকেই জরিমানা করেছে ফিফা। এ ছাড়াও আগের ম্যাচগুলোর ঘটনার জের ধরে সমর্থকদের সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে আর্জেন্টাইন ফেডারেশনকে। স্টেডিয়ামের আইন-শৃঙ্খলা বজায় রাখতে না পারায় ব্রাজিলের ফেডারেশনকে ৫০ হাজার সুইস ফ্রাঁ (৫৯ হাজার ডলার) জরিমানা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। স্টেডিয়ামের ভেতরে বা আশেপাশে শৃঙ্খলার ঘাটতির দায়ে আর্জেন্টিনার ফেডারেশনকে জরিমানা করা হয়েছে ২০ হাজার সুইস ফাঁ (২৩ হাজার ডলার)। মারাকানা স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের গড়ানোর আগেই গ্যালারিতে শুরু হয় সমর্থকদের লড়াই। খেলা শুরুর একটু আগে দুই দলের সমর্থকরা সংঘাতে জড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ছুটে গেলে পুলিশের সঙ্গেও লেগে যায় দর্শকদের। দ্রুতই পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। উত্তপ্ত পরিস্থিতিতে বেশ খানিকটা সময় অপেক্ষা করে সতীর্থদের নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সে সময় ব্রাজিলের খেলোয়াড়রা ছিলেন মাঠেই। রেফারিদেরও অপেক্ষা করতে দেখা যায়। গ্যালারি ঠাণ্ডা হলে প্রায় আধ ঘণ্টা পর দল নিয়ে মাঠে ফেরেন মেসি। পরে খেলা শুরু হয়। আর্জেন্টিনা ম্যাচটি জিতে নেয় ১-০ গোলে। এ ছাড়াও বিশ্বকাপ বাছাইয়ে আগের দুটি ম্যাচেও আর্জেন্টাইন সমর্থকরা অসদাচরণ করায় আর্জেন্টাইন ফেডারেশনকে নির্দেশ দেওয়া হয়েছে সমর্থকদের বৈষম্য-বিরোধী শিক্ষা কার্যক্রম পরিচালনায় আরও ৫০ হাজার সুইস ফ্রাঁ খরচ করতে। ঘরের মাঠে উরুগুয়ে ও একুয়েডরের বিপক্ষে ওই দুটি ম্যাচে বৈষম্যমূলক আচরণের অভিযোগ আনা হয়েছিল আর্জেন্টাইন সমর্থকদের বিরুদ্ধে। তাই ৫০ হাজার সুইস ফ্রাঁ স্থগিত জরিমানাও করা হয়েছে আর্জেন্টাইন ফেডারেশনকে। ৬ মাসের মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা না করলে এই জরিমানা গুনতে হবে। এখানেই শেষ হয়নি মেসিদের শাস্তি, বাছাইপর্বের সামনের কোনো একটি ম্যাচে মোট আসনের অর্ধেক খালি রাখার নির্দেশ দেওয়া হয়েছে আর্জেন্টাইন ফেডারেশনকে। ঘরের মাঠে তাদের পরের ম্যাচ চিলির বিপক্ষে আগামী সেপ্টেম্বরে। তাই সেই ম্যাচে দর্শকদের পূর্ণ সমর্থন পাবে না স্বাগতিকরা।
১১ জানুয়ারি ২০২৪, ১৩:১১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়