• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
টাইগারদের আফগানিস্তান সফর স্থগিত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফগানিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে দুই বোর্ডের সম্মতিতে সিরিজটি স্থগিত করা হয়েছে। সিরিজটি পরে কোনো এক সময় আয়োজন করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ক্রিকবাজকে জানিয়েছেন, দুই বোর্ডই পরে কোন এক সময় এই সিরিজটি খেলার ব্যাপারে সম্মত হয়েছে। তাই নতুন করে এই সিরিজের সময় নির্ধারণ করা হবে।  সাদা বলের ক্রিকেটের পাশাপাশি চলতি বছরে ১২টি টেস্ট খেলার কথা ছিল টাইগারদের। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি স্থগিত হওয়ায় এখন চলতি বছরে কেবল ৮টি টেস্ট খেলা হবে টাইগারদের।  কারণ, এর আগে আগামী মে তে হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজটিও স্থগিত হয়েছে, এর বদলে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।  এদিকে টেস্ট সংখ্যা কমলেও চলতি বছরে বেশ ব্যস্ত সময় কাটাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্বকাপের পরই পাকিস্তান সফরে যাবে টাইগাররা, এরপর ভারতের মাটিতে দুই টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে শান্ত-লিটনরা।  এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে আতিথেয়তা দিবে বাংলাদেশ। আর বছরের শেষদিকে নভেম্বর-ডিসেম্বরে দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজের সময় নির্ধারণ করা হয়েছিল আগামী জুলাইয়ে। এই সফরে দুই টেস্ট সহ তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের।   
৩০ মার্চ ২০২৪, ১৬:৪১

আবারও আফগানিস্তান সিরিজ স্থগিত অস্ট্রেলিয়ার
আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর দেশটিতে নারীদের চলাফেরা এবং খেলাধুলা নিষিদ্ধ করেছে। যা নারীদের মানবাধিকার লঙ্ঘনের শামিল মনে করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর এ ঘটনার প্রতিবাদ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করেছে অস্ট্রেলিয়া।  মঙ্গলবার (১৯ মার্চ) এক বিবৃতি দিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।  বিবৃতিতে তারা জানিয়েছে, গত এক বছর যাবৎ আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়ান সরকারের সাথে পরামর্শ অব্যাহত রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সরকারের পরামর্শ হচ্ছে আফগানিস্তানে নারী ও মেয়ে শিশুদের অবস্থা আরও খারাপ হচ্ছে।  এই কারণে, তারা তাদের আগের অবস্থান বজায় রেখেছেন এবং আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করেছেন। তাই বিশ্বব্যাপী ক্রিকেটে নারী ও মেয়েদের অংশগ্রহণের সমর্থনে তার দৃঢ় প্রতিশ্রুতি অব্যাহত রেখেছে সিএ এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাথে সক্রিয়ভাবে জড়িত থাকবে। বিবৃতিতে আরও জানানো হয়, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে সিএ, যাতে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় সূচি করা যেতে পারে।সমর্থনের জন্য আমরা আবারও অস্ট্রেলিয়ান সরকারকে ধন্যবাদ জানাই। এর আগেও অস্ট্রেলিয়ান সরকারের সাথে পরামর্শের পর, ক্রিকেট অস্ট্রেলিয়া আফগানিস্তানে নারী ও মেয়ে শিশুদের মানবাধিকারের একটি উল্লেখযোগ্য অবনতির কারণে ২০২৩ সালের মার্চে নির্ধারিত ওয়ানডে সিরিজ স্থগিত করেছিল। তখন তারা জানিয়েছিল, দেশের নারী ও মেয়ে শিশুদের উন্নত জীবনমান নিশ্চিতে জড়িত থাকতে হবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে। উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান শাসনামল শুরু হওয়ার পর থেকেই মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে শুরু করে বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থাগুলো।
১৯ মার্চ ২০২৪, ১৯:২৪

রশিদের ভেলকিতে সমতা ফেরাল আফগানিস্তান
দীর্ঘদিন পর মাঠে ফিরে স্বরূপে ফিরতে খুব একটা সময় নিলেন না রশিদ খান। আফগান এই অলরাউন্ডারের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ১০ রানে হারিয়ে সমতায় ফিরেছে আফগানিস্তান।  রোববার (১৭ মার্চ) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আইরিশদের বোলিং তোপে ৯ উইকেটে ১৫২ রান জড়ো করে রশিদ খানের দল। জবাবে খেলতে নেমে ৮ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে আইরিশরা। এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে আফগানরা। অ্যাডায়ার ও লিটলের দারুণ বোলিংয়ে ১৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে রশিদ খানের দল। তবে দলকে সেই বিপদ থেকে উদ্ধার করেন নবি। ওপেনার সেদিকউল্লাহ আটালকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ৫৬ বলে ৭৮ রান তুলেন এই অলরাউন্ডার। তবে রান আউটে ৩২ বলে ৩৫ রানে সেদিকউল্লাহর বিদায়ে ভাঙে এই জুটি। দলীয় ১০০ রানের পর থামেন নবিও। ফেরার আগে ৬ চার ও ৩ ছক্কায় খেলেন ৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস। শেষ দিকে রশিদ খানের ৩ চার ও ১ ছক্কার ক্যামিওতে ১৫২ রানের পুঁজি দাঁড় করায় আফগানিস্তান। আইরিশদের হয়ে অ্যাডায়ার তিনটি, লিটল ও ব্যারি ম্যাককার্থি দুটি করে উইকেট নেন। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় আইরিশদের। ৪ ওভারেই ৪৩ রান জড়ো করে ফেলেন দুই ওপেনার অ্যান্ড্রু বালবার্নি ও পল স্টার্লিং। তবে এর পরই পথ হারায় দলটি। ১৫ বলে ২৪ রানে থাকা স্টার্লিংকে ফিরিয়ে ৪৯ রানের জুটি ভাঙেন খারোটে।  এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আইরিশরা। টানা দুই বলে লর্কান টাকার ও হ্যারি টেক্টরকে ফেরান রশিদ। বিপজ্জনক কার্টিস ক্যাম্পারকে প্যাভিলিয়নের পথ দেখান নবি। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে লড়াই করছিলেন বালবার্নি। তবে শেষ পর্যন্ত হাফ-সেঞ্চুরির আক্ষেপ নিয়ে তিনিও ফিরেছেন। খারোটের বাঁহাতি স্পিনের ফাঁদে পড়ার আগে খেলেন ৪৫ রানের দারুণ এক ইনিংস। ৯৫ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকেই গিয়েছিল আইরিশরা। তবে হাল ছাড়েননি গ্যারেথ ডেল্যানি। শেষ তিন ওভারে জয়ের জন্য ৫১ রান প্রয়োজন ছিল আয়ারল্যান্ডের। ফজলহক ফারুকির এক ওভারে ৩ ছক্কা ও এক চারে ২২ রান তুলেন ডেল্যানি।  চেষ্টা চালান পরের দুই ওভারেও। তবে একার লড়াইয়ে পেরে উঠেননি তিনি। শেষ ওভারে ১৮ বলে ৩৯ রানে থামে তার ইনিংস। ফলে ১০ রানে পরাজয় দেখে আইরিশরা।
১৮ মার্চ ২০২৪, ১১:২৭

ভূমিকম্পে ৩০ মিনিটে দুইবার কাঁপল আফগানিস্তান
জাপানে ভয়াবহ প্রাণঘাতী ভূমিকম্পের দুদিন যেতে না যেতেই কেঁপে উঠলো এশিয়ার আরেক দেশ আফগানিস্তান। বুধবার (৩ জানুয়ারি) দিনগত রাত ১২টা ২৮ মিনিটে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে পরপর দু’বার কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার এই দেশটি। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, প্রথম কম্পনের উৎস ছিল আফগানিস্তানের ফয়জাবাদ এলাকা থেকে ১২৬ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ৪। বুধবার দিনগত রাত ১২টা ২৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এর ৩০ মিনিট যেতে না যেতেই দ্বিতীয় বার কেঁপে ওঠে আফগানিস্তানের মাটি। রাত ১২টা ৫৫ মিনিটে দ্বিতীয় কম্পন অনুভূত হয়। যার মাত্রা ছিল ৪ দশমিক ৮। দ্বিতীয় কম্পনের উৎসস্থল ছিল ফয়জাবাদ থেকে ১০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। পরপর দু’বার ভূমিকম্পে কাঁপলেও এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত বছরের ৭ অক্টোবর দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে প্রাণ হারান দুই হাজারের বেশি মানুষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, গত বছরের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে। এরপর আরও চারটি আফটারশক আঘাত হানে। রিখটার স্কেলে সেগুলোর মাত্রা ছিল ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৯। এদিকে, গত ১ জানুয়ারি জাপানে আঘাত হানা রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল নোটো দ্বীপে। ভয়াবহ ভূমিকম্পে শত শত ঘরবাড়ি ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তাঘাট। নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে পৌঁছেছে।
০৩ জানুয়ারি ২০২৪, ১৮:৩১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়