• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ভারতে পাচারের সময় জয়পুরহাটের পাঁচবিবির পশ্চিম উচনা সীমান্ত থেকে ১ কেজি ৬৫০ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বারসহ মিনহাজুল ইসলাম নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ ৩৮ হাজার ৮২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটককৃত মিনহাজুল ইসলাম পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা গ্রামের বাসিন্দা। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া জানান, বুধবার দুপুর ১২টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে স্বর্ণ পাচার করছে এমন গোপন সংবাদ আসে বিজিবির কাছে। এমন সংবাদে বিজিবি সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ১ কেজি ৬৫০ গ্রাম ওজনের (১৫৯ ভরি ৩ আনা) ১৬টি স্বর্ণের বারসহ মিনহাজুল ইসলাম নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
১৩ ঘণ্টা আগে

ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
ঘুষ গ্রহণের অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী তৈমুর ইভানভকে আটক করেছে দেশটির শীর্ষ তদন্তকারী সংস্থা। তাকে আটকের আগে বিষয়টি অবহিত করা হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।  বুধবার (২৪ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ফৌজদারি দণ্ডবিধির ২৯০ অনুচ্ছেদের ৬ অংশের অধীনে ইভানভকে আটক করা হয়েছে। এই দণ্ডবিধি তখনই প্রযোজ্য হয় যখন সন্দেহভাজন অভিযুক্তের ঘুষ নেওয়ার পরিমাণ ১০ লাখ রুবল ছাড়িয়ে যায়। অপরাধ প্রমাণিত হলে উপ-প্রতিরক্ষামন্ত্রীর বড় অংকের জরিমানা এবং ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ২০২২ সালে প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনির প্রতিষ্ঠিত গ্রুপ দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন (এসিএফ) ইভানভকে 'রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলিতে নির্মাণের সময় দুর্নীতির পরিকল্পনায়' অংশগ্রহণের জন্য অভিযুক্ত করেছিল। এসিএফ বলছে, বিশেষ করে ইউক্রেনীয় বন্দরনগরী মারিউপোলের নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন তৈমুর ইভানভ। এই শহরের বেশিরভাগই ইউক্রেনে আগ্রাসনের সময় কয়েক মাস ধরে চলা রুশ বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে। উল্লেখ্য, গত আট বছর ধরে তৈমুর ইভানভ রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বেও ছিলেন তিনি। 
২০ ঘণ্টা আগে

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, বাল্কহেডসহ আটক ১১
মাদারীপুরের শিবচরের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে তিনটি ড্রেজার ও দুইটি বাল্কহেডসহ ১১ জনকে আটক করেছে নৌপুলিশের একটি দল।  সোমবার (২২ এপ্রিল) রাত ১২টার দিকে পদ্মসেতুর উজানে পদ্মা নদীর চরজানাজাত কাঁঠালবাড়ীসহ নদীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃত হলেন এম এম এস বিক্রমপুর ড্রেজারের হুইচম্যান আশরাফুল (৪৫) চৌধুরী ও বাবুর্চি ওমর ফারুক। আশিক ড্রেজারের হুইচম্যান আনোয়ার (২৮) বাবুর্চি ফারুক ফকির। এমবি মায়ের আশীর্বাদ ড্রেজারের মিস্ত্রি কালিমুল্যা  (২৮) বাবুর্চি মজিবর ফরাজি, সুকানী আব্দুল মান্নান (৩২) মিস্ত্রি শাহিন খলিফা (২৮) এমবি ফোর ব্রাদার ড্রেজারের মাস্টার আবুল কালাম (৬০) মিস্ত্রি মান্নান চদিকার (৩৫) সহ বালু উত্তোলন কাজে জড়িত থাকায় মোট ১১জনকে আটক করে চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। আটককৃত ড্রেজারগুলো হলো- এম এম এস বিক্রমপুর, মায়ের আশীর্বাদ, এম বি ফোর ব্রাদার। মাদারীপুরের চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিসুর রহমান বলেন, রাতের অন্ধকারে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ৩টি ড্রেজার, ২টি বাল্কহেডসহ ১১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২৩ এপ্রিল ২০২৪, ১৮:২৪

অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
অবৈধভাবে ভারতের ত্রিপুরায় গিয়ে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক শিশুসহ ১৩ জনকে সাজা শেষে ফেরত পাঠানো হয়েছে।   মঙ্গলবার (২৩ এপ্রিল) ত্রিপুরা বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহযোগিতায় দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আখাউড়া আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের দেশে পাঠানো হয়।  পরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ ও থানা পুলিশের হেফাজতে তাদের নিজ নিজ পরিবারের কাছে তুলে দেওয়া হয়।  জানা গেছে, প্রতিবছরের মতো এবারও ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার নতুন বাজার থানাধীন ডুম্বুর লেকে কুম্ব মেলার আয়োজন করা হয়। গোমতী নদীর উৎস মুখে বাঁধ দিয়ে ডুম্বুর লেকে প্রতিবছর দুই দিনব্যাপী এ তীর্থ মেলা অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শিথিলতার সুযোগ নিয়ে শত শত বাংলাদেশি পানছড়ির দুদুকছড়া সীমান্ত দিয়ে অবৈধ পথে ডুম্বুপাড়ের কুম্ব মেলায় অংশ নেয়।  অনেকের মতো খাগড়াছড়ি জেলার ১০ যুবক কুম্ব মেলা দেখতে যান। মেলা থেকে ওরা একটি গাড়িতে করে রাজ্যের রাজধানী আগরতলায় যাওয়ার পথে রাজ্যের গাড়িচালকের সঙ্গে ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই গাড়িচালক তারা বাংলাদেশি জেনে স্থানীয় বিশ্রামপুর থানা-পুলিশের কাছে তাদের নিয়ে হস্তান্তর করে।  পরে রাজ্যের পুলিশ বাংলাদেশি দশ যুবককে অনুপ্রবেশের দায়ে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করে। আদালত কারাদণ্ড দিয়ে তাদের বিশালগর কেন্দ্রীয় কারাগারে পাঠান।  অপরদিকে চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা নাহিদা আক্তার নামে এক নারী দুই শিশু সন্তানসহ বিনা পাসপোর্টে চিকিৎসার জন্য ভারতের আগরতলায় গিয়ে আটক হন।  পরে ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহযোগিতায় পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির প্রায় চার মাস পর তাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় আজ দেশে ফেরত পাঠানো হয়।  এ সময় আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রাহাতুল ইসলাম, ত্রিপুরা বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের কর্মকর্তা ওমর শরীফ, ইমিগ্রেশন ইনচার্জ খায়রুল আলম, আইসিপি ক্যাম্প কমান্ডার মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
২৩ এপ্রিল ২০২৪, ১৮:১৭

সোনারগাঁয়ে ৪৯ লাখ টাকার জাল নোটসহ আটক ২ 
সোনারগাঁয়ের নানাখী এলাকা থেকে ৪৯ লাখ টাকার জাল নোটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। রোববার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার নানাখী এলাকার ফজল খানের মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নানাখী গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে মো. আ. রহমান (৫২) এবং একই এলাকার মৃত আজিম উদ্দীনের ছেলে মো. বাবুল (৬০)। সোনারগাঁ থানার এসআই মেহেদী হাসান খাঁন জানান, রোববার আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নানাখী এলাকার ফজল খানের মাঠ থেকে তাদেরকে একটি গোলাপী রঙের লাগেজসহ গ্রেপ্তার করা হয়। পরে লাগেজ তল্লাশি করে ভেতর থেকে ৪৯ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এস আই পঙ্কজ কান্তি সরকার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
২১ এপ্রিল ২০২৪, ২২:০৫

গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
নওগাঁর বদলগাছীতে অঞ্জুম নুরে ঐশী (১৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রোববার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের গৃহবধূর নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।  নিহত গৃহবধূর ওই গ্ৰামের ইমরান হোসেনের স্ত্রী। বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে স্থানীয়দের মাধ্যমে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি জানতে পারে পুলিশ। এরপর ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহটি উদ্ধারের সময় ওই গৃহবধূর গলায় দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ওসি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী ইমরানকে আটক করা হয়েছে।  
২১ এপ্রিল ২০২৪, ১৬:০৩

পুলিশের ওপর হামলা, মদ-অস্ত্রসহ আ.লীগ নেতার স্ত্রী গ্রেপ্তার
জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন পেয়ে সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনিতে বাল্য বিবাহ বন্ধ করতে গিয়ে আওয়ামী লীগ নেতার হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তাসহ এক নারী কনস্টেবল। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও ২০ লিটার দেশীয় মদ উদ্ধার ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতার স্ত্রী লাখি খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার (২১ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক ব্রজেশ্বর বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৯ এপ্রিল) রাতে সদর উপজেলার রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও ৪-৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত মোছা. লাখি খাতুন পৌর এলাকার রেলওয়ে কলোনি মহল্লার আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম রানার স্ত্রী। মামলা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করে জরিনা বেগম নামে একজন নারী। তিনি অভিযোগ করে বলেন, তার নাবালিকা মেয়ে নদী খাতুনকে (১৪) তার স্বামী সাইদুল ইসলাম বসতবাড়িতে আটকে রেখে বাল্যবিবাহ দিচ্ছেন। এজন্য তার আইনি সহায়তা প্রয়োজন। পরে জরিনা বেগম থানায় গেলে সঙ্গে করে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে সিরাজগঞ্জ সদর থানার এস আই ব্রজেশ্বর বর্মনসহ সঙ্গীয় অফিসার ও নারী ফোর্স রেলওয়ে কলোনির সংবাদদাতার স্বামীর বাড়িতে গিয়ে বাল্যবিবাহের সত্যতা পায়। পুলিশ বাল্যবিবাহ না দিতে নিষেধ করলে সংশ্লিট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বললে একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রানার নেতৃত্বে আসামি সাইদুল ইসলাম (৪০), টুনি বেগম (৪১), আমেনা বেগম (৩৫), ইব্রাহিম (২৭), রেজা (৩০), বাবু ওরফে বড়বাবু (৩০), আশিক (২৫), নুর ইসলাম (৪৬), আসলাম (৩৫), হাসানসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন পুলিশের ওপর চড়াও হয় এবং একপর্যায়ে এস আই ব্রজেশ্বর বর্মনসহ তার সঙ্গে থাকা অফিসার ও নারী পুলিশের ওপর হামলা করেন। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলটি ভাঙচুর করে। সংবাদদাতা জরিনাসহ তার সঙ্গে থাকা ছেলে জীবন (১৬) ও নাবালিকা মেয়ে নদী খাতুনকেও (১৪) মারপিট করা হয়। একপর্যায়ে পলাতক আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইটের ঢিল ছুড়লে ইটের আঘাতে এস আই ব্রজেশ্বর বর্মনসহ তার সঙ্গে থাকা অফিসার ও নারী পুলিশ আহত হয়। পরে সঙ্গে থাকা বেতার যন্ত্রের মাধ্যমে থানায় সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে আসামি রানার বাড়িতে তল্লাশি চালিয়ে তার স্ত্রীকে বেশকিছু দেশীয় অস্ত্র ও ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া আলামতগুলোর মধ্যে ৩টি তলোয়ার, ২টি বড় ছোড়া ও একটি বল্লম রয়েছে। সিরাজগঞ্জ সদর থানার উপপরির্দশক (এসআই) ব্রজেশ্বর বর্মণ বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় সরকারী কাজে বাঁধা ও পুলিশের মোটরসাইকেল ভাঙচুর করে। এতে এএসআই মঈদুল ইসলাম, নারী কনস্টেবল ফেরদৌসী রহমান আহত হয়েছে। এ ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রানার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। একারণে তার বক্তব্য নেওয়া সম্ভব্য হয়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বাল্য বিবাহ বন্ধের সময় পুলিশের ওপরে হামলার নেতৃত্বকারী আমিনুল ইসলাম রানার স্ত্রী লাখি খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের দ্রুত গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তারকৃত লাখি খাতুনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
২১ এপ্রিল ২০২৪, ১৩:৪৬

স্ত্রী-মেয়েকে কুপিয়ে হত্যা, বাবা আটক
দিনাজপুরের নবাবগঞ্জে ঘরে ঢুকে গৃহবধূ ও তার ৫ বছরের কন্যা শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শহিদুল ইসলামের বিরুদ্ধে। পুলিশ এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে নিহতের স্বামী শহিদুল স্ত্রী ও সন্তানদের অস্ত্র দিয়ে আঘাত করে।  রোববার (২১ এপ্রিল) সকাল ৯টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ বছর বয়সী মেয়ে আফরিন আক্তার মারা যান। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১২ বছর বয়সী ছেলে আলামিন। নিহত গৃহবধূ হলেন মর্জিনা বেগম (৩০)। এর আগে শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর চিনিরচড়া গ্রামে বাসায় এই ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় স্বামী স্থানীয় বাজারে যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে গৃহবধূ ও তার দুই শিশু সন্তানকে আঘাত করে পালিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এসে গৃহবধূকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে আহত দুই শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতে স্বামী শহিদুল ইসলামকে পুলিশ আটক করে।  দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাজ আল মামুন জানান, পারিবারিক কলহের জেরে স্বামী শহিদুল ইসলাম নিজের স্ত্রী ও সন্তানদের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
২১ এপ্রিল ২০২৪, ১৫:০০

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে আটক ২০ 
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ২০ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তিরা মাদকের কারবার, মাদক সেবন এবং জুয়া খেলাসহ নানা অপরাধে জড়িত ছিল। বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান চালায় থানা পুলিশের পৃথক কয়েকটি আভিযানিক দল। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ।  অভিযানে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন মাদক বেচাকেনা এবং ৪ জন জুয়া খেলার সময় হাতেনাতে আটক হয়েছেন। চারজন জুয়ারিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও মাদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আটক হয়েছে আরও ৪ জন। আটককৃত আসামিরা হলেন, নওশাদ হোসেন (৩৯), রঞ্জিত বর্মণ (৩৮), মোনায়েম খান (৫০), সুবাশ চন্দ্র (৪৫), ময়নুল ইসলাম (৪০), জাহিদুল ইসলাম (৩৫), আলহাজ চৌধুরী (২৬),  শাকিল মিয়া (২৬),  রজ্জব আলী (৪৫), সবুর মোল্লা (৪৩), কাদির মোল্লা (৩৯), আফজাল হোসেন (২৭), মিনহাজুল ইসলাম (২৮), ছোঁয়ার হোসেন সৌরভ (৪৫) , গোলাম রব্বানী (২৫), শামিম রেজা (৩৭), শরিফুল ইসলাম (৩৫), বাবু মিয়া (৩০) এবং শাহিন (৪০)। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ঘোড়াঘাট উপজেলাকে মাদকমুক্ত করতে দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়েছে। ঘোড়াঘাট ছোট্ট একটি উপজেলা। তবে সীমান্তবর্তী হওয়ায় এখানে মাদকের প্রভাব লক্ষণীয়। আমরা মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সনীতি বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত কাজ করছি। এ বিষয়ে আমাদের রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপার সার্বিক নির্দেশনা প্রদান করে যাচ্ছেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। 
২০ এপ্রিল ২০২৪, ১৫:২২

আবাসিক হোটেল থেকে জাল নোটসহ আটক ২ 
দিনাজপুর সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকার জাল নোট ও জাল নোট তৈরির কাজে ব্যবহৃত দুই বোতল আয়োডিয়াম কিউ তরল কেমিক্যালসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৩ এর আভিযানিক দল।  শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে শহরের বাহাদুর বাজার এলাকার হোটেল সাহারা আবাসিকের ৩য় তলার ২০২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সিপিসি-১ র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার এসপি জাহিদুর রহমান। আটককৃতরা হলেন, সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের ওমরপাইল গ্রামের মৃত শফিউদ্দিন মণ্ডলের ছেলে সুলতান মাহমুদ ও পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের রাঘবিন্দপুর গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে মানিক মিয়া। দিনাজপুর র‌্যাব-১৩ এর সিপিসি-১ কোম্পানি কমান্ডার এসপি জাহিদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের পূর্বক আসামিদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।   
২০ এপ্রিল ২০২৪, ১০:৪২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়