• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
মাঝ আকাশে অসুস্থ পাইলট, কলকাতা থেকে ঢাকায় জরুরি অবতরণ
কাতার যাওয়ার পথে মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের পাইলট। অসুস্থ পাইলটকে নিয়ে কলকাতার আকাশ থেকে ঘুরে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করে। শুক্রবার (১৫ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি ঢাকা থেকে কাতারের (বিজি-৩২৫) উদ্দেশ্যে রওনা হয়েছিল। অসুস্থ হওয়া বিমানের ওই পাইলটের নাম ক্যাপ্টেন মাকসুদ বলে জানা গেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, ফ্লাইটটি ঢাকা থেকে বিকেল সাড়ে ৫টায় কাতারের উদ্দেশ্যে রওনা হয়। কলকাতার আকাশে হঠাৎ পাইলট অসুস্থ হলে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসতে শুরু করে। পরে রাত ৮টার দিকে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করে। অবতরণের পর ক্যাপ্টেন মাকসুদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরবর্তীতে পাইলট পরিবর্তন করে ফ্লাইটটি রাত সাড়ে ১০টায় আবারও কাতারের দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। বিমানবন্দর সূত্র জানায়, বিমানের বিজি-৩২৫ ফ্লাইটটি বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল। ৪১৯ জন যাত্রী ছিলেন এতে।   
১৬ মার্চ ২০২৪, ০৯:২৯

ঢাকা আসার পথে মাঝ আকাশে বিমানযাত্রীর মৃত্যু
কুয়েত থেকে ঢাকা আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা যায়, কুয়েত থেকে ঢাকায় আসার পথে এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। এতে ফ্লাইটটি কলকাতা বিমানবন্দরের দিকে ডাইভার্ট করতে হয়। ফ্লাইটটি রাত সাড়ে ১২টায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দরের চিকিৎসক ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।   এর আগে গত ২৫ ডিসেম্বর মাঝ-আকাশে এক নারী যাত্রীর মৃত্যুর পর জরুরি অবতরণ করে ভারতের বিহার থেকে মুম্বাইগামী একটি বিমান। উত্তরপ্রদেশের বারানসিতে স্পাইসজেট এয়ারলাইন্সের ওই বিমানটি জরুরি অবতরণ করে।
২০ জানুয়ারি ২০২৪, ১৩:১০

ঢাকার আকাশে ঝকঝকে রোদ, বাড়ছে না তাপমাত্রা
বহুদিন পর রোদের দেখ পেল রাজধানীবাসী। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে রাজধানীতে সূর্যের দেখা মেলে। তবে তাপমাত্রা খুব একটা বাড়তে দেখা যায়নি। সকাল ৯টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস, দুপুর ১২টায় সেটি বেড়ে দাঁড়ায় ১৭ ডিগ্রিতে। বেলা গড়াতে গড়াতে অবশ্য পারদ আরও কয়েকে ডিগ্রি উপরে উঠেছে। এদিকে চার বিভাগে সকাল থেকে থেমে থেমে বৃষ্টির ফলে সারাদেশের তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, দেশের চার বিভাগে বৃষ্টি হয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যশোরে ১৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বিশেষ করে দক্ষিণপশ্চিম অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। তিনি আরও বলেন, বৃষ্টির ফলে কুয়াশা কমে সূর্যের দেখা মিলবে। সেই সঙ্গে আগামীকাল শুক্রবার থেকে সারাদেশের তাপমাত্রা কমে যেতে পারে। তবে আজকেও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রংপুর বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ এবং রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় শৈত্যপ্রবাহ হচ্ছে। মূলত এই মাসজুড়েই শীত বিরাজ করবে। এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।  
১৮ জানুয়ারি ২০২৪, ১৫:৫৬

নতুন বছরে আকাশে উড়বে গাড়ি!
বিদায় নিয়েছে ২০২৩ সাল। ২০২৪ সালের যাত্রা শুরু। বিশ্বের বিভিন্ন শহরে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে। ফানুস আর আতশবাজির আলোয় রঙিন হয়েছে বড় শহরগুলোর আকাশ। নানা কারণে মানুষের মনে দাগ কেটেছে ২০২৩ সাল। নানা প্রাকৃতিক বিপর্যয়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও ইউক্রেন যুদ্ধসহ বিশ্বজুড়ে নানা সংঘাত রক্ত ঝরিয়েছে। আবার কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির বিকাশও হয়েছে এ বছরেই। বড় অগ্রগতি এসেছে চিকিৎসা ক্ষেত্রেও। তবে সবার ভাবনা এখন নতুন বছরকে নিয়ে। বিভিন্ন দিক দিয়ে বছরটি বেশ গুরুত্বপূর্ণ। এবার সবচেয়ে আলোড়ন তুলবে গাড়ি। সবাই জানি মাটিতে চলে গাড়ি। হ্যা, সেই গাড়ি উড়বে আকাশে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালেই প্রথম আকাশে উড়তে যাচ্ছে ‘গাড়ি’। বিবিসির ব্যবসা প্রযুক্তিবিষয়ক সম্পাদক বেন মরিসের ভাষ্যমতে, এই গাড়িগুলো হচ্ছে এমনই একধরনের আকাশযান, যেগুলো কম শব্দ উৎপন্ন করবে, কার্বন নির্গমন করবে না এবং দামও কম হবে। সেগুলো সহজেই শহর থেকে আকাশে উড়তে পারবে এবং অবতরণ করতে পারবে। সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে ২০২৪ সালে বাণিজ্যিকভাবে ছাড়া হতে পারে এই আকাশযানগুলো। এ ছাড়া এ বছর প্যারিস অলিম্পিকসের সময় শহরটিতে বিশ্বের প্রথম এ ধরনের ইলেকট্রিক আকাশযানের নেটওয়ার্ক গড়ে তোলার আশা করা হচ্ছিল। তবে শহর কর্তৃপক্ষের আপত্তিতে সে পরিকল্পনা বাতিল করা হয়েছে।
০১ জানুয়ারি ২০২৪, ০৬:২১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়