• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
বাংলাদেশ সিরিজের জন্য আইপিএল ছাড়ছেন রাজা!
আইপিএলে খেলতে এই মুহূর্তে ভারতে আছেন সিকান্দার রাজা। তবে বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এবারের আসরের সবগুলো ম্যাচ খেলতে পারবেন না তিনি।  কেননা, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। ১৫ সদস্যের সেই স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছেন রাজা। ফলে আইপিএল ছেড়ে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে তাকে। যদিও রাজার দাবি, জাতীয় দলের খেলা থাকলে কোনোরকম দ্বন্দ্ব ছাড়াই ফ্র্যাঞ্চাইজি লিগ ছেড়ে যাবেন তিনি। সম্প্রতি জিম্বাবুয়েভিত্তিক ওয়েবসাইট থ্রি-মোবডটকমে এক সাক্ষাৎকারে রাজার ভাষ্য, ‘আমি জিম্বাবুয়ে ক্রিকেটকে প্রতিশ্রুতি দিয়েছি, দেশের একটা সীমিত ওভারের ম্যাচও আমি মিস করব না। এর কারণে যে লিগকেই ছেড়ে যেতে হোক না কেন।’ তিনি যোগ করেন, ‘জিম্বাবুয়ে যদি এখন আমাকে বলে যে তিনদিন পরই সিরিজ আছে, আর প্রতিপক্ষ নাইজেরিয়া, তাতে আমার কিছু যায়–আসে না। জিম্বাবুয়ে যদি আমাকে দলে নেয়, তাহলে আমি পিএসএল ছেড়ে যাব। যদি আইপিএলের সময় সিরিজ আসে, আমি আইপিএল ছেড়ে যাব। গ্লোবালটি-টোয়েন্টি, সিপিএল, আইএলটি-টোয়েন্টি—যে লিগই হোক না কেন।’ উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল ঢাকায় পৌঁছে চট্টগ্রামের বিমান ধরবে রোডেশিয়ানরা। এরপর আগামী ৩ মে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সেখানে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। সাগরিকা পর্ব শেষে দুই দলই ঢাকায় ফিরবে। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি গড়াবে ঢাকায়। মিরপুরে ১০ ও ১২ মে হবে সিরিজের শেষ দুই ম্যাচ। এই সিরিজ শেষেই যুক্তরাষ্ট্র সফরে যাবে লাল-সবুজেরা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ২১ মে হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। সিরিজের সবগুলো ম্যাচই টেক্সাসের হিউস্টনেপ্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি) অনুষ্ঠিত হবে। জিম্বাবুয়ে স্কোয়াড : সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, বেনেট ব্রায়ান, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনস্লে এন্ডলোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।
১৭ ঘণ্টা আগে

৫০৪তম ম্যাচে নারাইনের প্রথম সেঞ্চুরি
ক্যারিয়ারের ৫০৪তম ম্যাচে নিজের শতকের দেখা পেয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার সুনিল নারিন।  মঙ্গলবার (১৬ এপ্রিল) ইডেন গার্ডেনসে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫৬ বলে ১০৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন তিনি। এদিন ৫৬ বলে ১০৯ রানের ইনিংসে ১৩টি চার আর ৬টি ছক্কা হাঁকান নারিন। রান করেছেন ১৮৭.৭৫ স্ট্রাইকরেটে। ইডেন গার্ডেনে কলকাতার কোনো ব্যাটারের এটিই প্রথম সেঞ্চুরি। নারিনের সেঞ্চুরিতে ভর করেই ৬ উইকেটে ২২৩ রানের পাহাড়সম সংগ্রহ গড়েছে কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ জিততে হলে রাজস্থান রয়্যালসকে করতে হবে ২২৪। মঙ্গলবার রাজস্থান রয়্যালসের আভেশ খান আর কুলদ্বীপ সেন নিয়েছেন দুটি করে উইকেট।  
১৬ এপ্রিল ২০২৪, ২২:৪৫

‘মোস্তাফিজকে পুরো আইপিএল খেলতে দেওয়া উচিত’
আইপিএলের চলতি আসর শুরুর আগে থেকেই মোস্তাফিজের একাদশে জায়গা পাওয়া নিয়ে নানা শঙ্কা তৈরি হয়েছিল। তবে ২২ গজে দেখা গেছে তার উল্টো চিত্র। দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছেন এই টাইগার পেসার। তবে দল চাইলেও পুরো টুর্নামেন্টে খেলা হচ্ছে না ফিজের। ১ মে এবারের আইপিএলের শেষ ম্যাচ খেলবেন মোস্তাফিজ। তবে বিসিবি পরিচালক আকরাম খান মনে করেন, বিশ্বকাপের বছরে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের বিবেচনায় জিম্বাবুয়ে সিরিজের পরিবর্তে পুরো আইপিএলে খেলার জন্য মোস্তাফিজকে ছাড়পত্র দেয়া উচিত। আকরাম খান বলেন, মোস্তাফিজের পারফরম্যান্স নিয়ে আমরা চিন্তিত ছিলাম। কারণ, গত এক বছর ধরে সে সংগ্রাম করছিল। কিন্তু এখন আইপিএলে তার পারফরম্যান্সটা ভালোর দিকে যাচ্ছে। একদম যে ভালো হচ্ছে তাও না। ও যদি আইপিএলে গিয়ে এরকম ভালো করতে থাকে তাহলে বিশ্বকাপে আমরা (তার থেকে) অনেক বেশি উপকৃত হব। ‘এ জিনিসটা চিন্তা করতে পারে বোর্ড। এটা নির্ভর করছে টিম স্টাফ, জাতীয় দলের যারা নির্বাচক আছেন তাদের চিন্তা ভাবনার ওপর। কিন্তু ও যে ভালো করছে, সেটা বাংলাদেশের জন্য অনেক ভালো।’ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই দেড় বছরে ১৩ টি-টোয়েন্টিতে তার শিকার ১০ উইকেট। গত বিপিএলেও ছিলেন খরুচে। প্রায় সাড়ে ৯ ইকোনমিতে ১০ ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট।  ঘরের মাটিতে সবশেষ সিরিজেও লঙ্কানদের বিপক্ষে নিষ্প্রভ ছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচে ১২ ওভার বোলিং করে দিয়েছিলেন ১৩১ রান। উইকেট নিয়েছিলেন মাত্র ২টি।   কিন্তু সে মোস্তাফিজই বদলে গেলেন আইপিএলে গিয়ে। হয়ে উঠেছেন চেন্নাই সুপার কিংসের বোলিং আক্রমণের প্রাণভোমরা। স্লোয়ার, কাটার, বাউন্সার-বোলিং ভেরিয়েশনে আইপিএলের মঞ্চ মাতিয়ে রেখেছেন। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে আছেন পার্পল ক্যাপের দৌড়ে।   আইপিএলে গিয়ে মোস্তাফিজের বদলে যাওয়ার পেছনে বড় ভূমিকা আছে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টের। সেখানে দারুণ একটা পরিবেশ পেয়েই মোস্তাফিজ নিজের পুরনো রূপে ফিরেছেন। তার চেয়ে বড় কথা তাকে সঠিকভাবে ব্যবহার করছে চেন্নাই। সেখানে মোস্তাফিজ যত বেশি ম্যাচ খেলবে বাংলাদেশ দল তত উপকৃত হবে বলেই দাবি আকরামের।    তিনি বলেন, মোস্তাফিজ যে মানের বোলার, তাকে যদি ব্যবহার করতে জানেন তাহলে শতভাগ আপনি উপকৃত হবেন। যেটা আপনার ধোনির টিম করছে। সত্যি কথা বলতে ও চেন্নাইয়ের হয়ে যত বেশি ম্যাচ খেলবে ব্যক্তিগতভাবে সে অনেক উপকৃত হবে এবং বাংলাদেশও উপকৃত হবে। ‘জিম্বাবুয়ের বিপক্ষে খেলার চেয়ে ওখানে খেললে সে অনেক কিছু শিখতে পারবে। বড় প্লেয়ারদের সঙ্গে খেলবে, ড্রেসিংরুম শেয়ার করবে, বিভিন্ন উইকেট, বিভিন্ন ধরনের প্লেয়ারের সঙ্গে খেলছে, এ সুযোগটা তার পাওয়া উচিত।’ আগামী ৩ মে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ২ মার্চ দেশে ফিরে দলের সঙ্গে যোগ দিবেন ফিজ। ১২ মে শেষ হবে সিরিজ। এদিকে গত ২২ মার্চ মাঠে গড়ানো আইপিএলের ১৭তম আসরের পর্দা নামবে ২৬ মে।  তবে জিম্বাবুয়ে সিরিজ খেলতে বাংলাদেশে আসলে আইপিএলে হয়তো আর ফেরা হবে না মোস্তাফিজের। যদি না প্লে অফে পা রাখে চেন্নাই। তার ওপর ইনজুরি শঙ্কায় তাকে আগেভাবেই জাতীয় দলের ক্যাম্পে ফেরাতে চায় বোর্ড।
১৫ এপ্রিল ২০২৪, ১৯:১৫

আইপিএল না খেলার আসল কারণ জানালেন জাম্পা
চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার কথা ছিল অ্যাডাম জাম্পার। তবে নিজের ইচ্ছাতেই নাম প্রত্যাহার করে নেন অজি এই লেগি। এবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে না খেলার কারণ জানিয়েছেন তিনি। সম্প্রতি উইলো টক পডকাস্টে জাম্পার ভাষ্য, ‘বেশ কিছু কারণেই এবারের আইপিএল আমার জন্য ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটি বিশ্বকাপের বছর এবং ২০২৩ সালের ধকলে আমি পুরোপুরি ক্লান্ত। গত বছর পুরো আইপিএলে ছিলাম। বিশ্বকাপের সময়েও ভারতে থাকতে হয়েছে তিন মাস।’  জাম্পা আরও জানান, ‘এবারও আইপিএলে খেলার চেষ্টা করার সর্বোচ্চ ইচ্ছা আমার ছিল। কিন্তু প্রয়োজনের সময়টা যখন এলো, বুঝতে পারলাম যে রাজস্থান রয়্যালসের হয়ে নিজেকে সেরা ছন্দে উপস্থাপন করতে পারব না। এ ছাড়া সামনে (টি-টোয়েন্টি) বিশ্বকাপও আছে, নিশ্চিতভাবেই যা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ।’ এই লেগির মন্তব্য, ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে সবকিছুর ওপরে প্রাধান্য দিতে হয়েছে আমাকে। এ ছাড়াও আরও বেশ কিছু সমীকরণ বিবেচনায় নিতে হয়েছে। তরুণ একটি পরিবার আছে আমার। একাদশে জায়গার জন্য লড়তে হবে, এই পরিস্থিতিতে ভারতে ৯ সপ্তাহ কাটানো সহজ নয়।’  জাম্পার মতে, ‘জানি না, দুটি ম্যাচ পাব নাকি চারটি কিংবা ৬টি। এজন্য মনে হয়েছে, বিশ্রাম নেওয়া, পরিবারকে সবার ওপরে রাখা, শরীরকে প্রাধান্য দেওয়া, এসবই আমার জন্য ভালো। সিদ্ধান্তটি অবশ্যই সহজ ছিল না। কারণ, মনের কোনো সবসময়ই ভাবনা চলতে থাকে যে আইপিএল থেকে সরে দাঁড়ালে লোকে কী বলবে বা কীভাবে নেবে, পরেরবার আইপিএল খেলতে গেলে কী হবে, লোকে কি আমাকে এবারের সিদ্ধান্ত দিয়েই বিচার করবে? অনেক কিছুই মনে হয়েছে। তবে সিদ্ধান্তটি চূড়ান্ত করার পর অনুভব করেছি, আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’
১২ এপ্রিল ২০২৪, ১২:৩৪

যে কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন রয়
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন জেসন রয়। তবে কি কারণে বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন না, সে সময়ে বিষয়টি খোলাসা করেননি তিনি। এবার সরে দাঁড়ানোর কারণ জানালেন কলকাতা নাইট রাইডার্সের এই ওপেনার। ২০২৩ মৌসুমে কেকেআরের হয়ে আইপিএল খেলেছেন রয়। ২ দশমিক ৮ কোটি রুপিতে তাকে দলে টেনেছিল কলকাতা। ওই মৌসুমে ব্যাট হাতে ১৫১ দশমিক ৫৯ স্ট্রাইক রেট এবং ৩৫ দশমিক ৬২ গড়ে ২৮৫ রান করেন তিনি। তবে মৌসুম শুরুর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নেন ডানহাতি এই ব্যাটার।  সম্প্রতি এক পডকাস্টে বিষয়টির ব্যাখ্যা করেন তিনি। তার (রয়) দাবি, শীতের দ্বিতীয় ভাগে তার পরিবারের সঙ্গে বাড়িতে ভালো সময় কাটানোর ইচ্ছার কারণে আইপিএলের এই সংস্করণ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি৷ রয়ের ভাষ্য, আমার মনে হয়, এই বছরের আইপিএল না খেলা একটি বড় সিদ্ধান্ত ছিল। গত একটি বছর আমাকে ধরে রেখে এবং সারা বছর অন্যান্য সব প্রতিযোগিতায় তাদের হয়ে খেলার মাধ্যমে কেকেআর আমার অনেক আস্থা রেখেছিল।  তিনি যোগ করেন, আমার মনে হয়েছিল, আমি তাদের কাছে বড় অঙ্কের ঋণী। এটা খুব বড় একটা সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, এটি আমার মেয়ের পঞ্চম জন্মদিন ছিল। বছর শুরু হওয়ার পর থেকেই আমি বেশ ক্লান্ত ছিলাম।  ইংলিশ এই ওপেনারের ভাষ্যমতে, আমি প্রচুর পরিমাণে ক্রিকেট খেলে এসেছি, তাই গত কয়েক মাস সত্যিই এটি আমার কাছ থেকে সবকিছু নিয়েছে। তাই আমি কেকেআরের প্রতি খুব সৎ ছিলাম এবং আমাদের একটি দুর্দান্ত সম্পর্ক ছিল। আমি কেন আসছি না সে বিষয়ে একটি চুক্তিতে আসতে পেরেছি। তারা পুরোপুরি বুঝতে পেরেছে; তাই এর জন্য আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। শারীরিক ও মানসিক (স্বাস্থ্য ভালো রাখা) কারণে আমি অংশ নেইনি।
১২ এপ্রিল ২০২৪, ১১:০২

আইপিএল থেকে দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে এক ম্যাচে খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। পরের ম্যাচে ফিরেই দখলে নেন পার্পল ক্যাপ। এবার এক ম্যাচ পরেই ফের তা হারালেন। যুজবেন্দ্র চাহালের কাছে পার্পল ক্যাপ হারালেন দ্য ফিজ। আইপিএলের কিংবদন্তি তালিকায় সবার ওপরেই আছেন চাহাল। এবারও রাজস্থান রয়্যালসের হয়ে আলো ছড়াচ্ছেন তিনি। গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচের আগে তার ঝুলিতে ছিল ৮ উইকেট। আসরের বর্তমান রানার্স-আপদের বিপক্ষে ম্যাচে শিকার করেন জোড়া উইকেট। বিজয় শঙ্কর ও শুভমান গিলকে সাজঘরে ফেরান তিনি। এই উইকেট শিকারের পর তার উইকেট সংখ্যা ১০। পাঁচ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন চাহাল।  অন্যদিকে ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন দ্য ফিজ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সফরের জন্য ভিসা করাতে দেশে এসে একটি ম্যাচ মিস করেছিলেন তিনি। ৮টি করে উইকেট নিয়ে এই তালিকার পরের দুই স্থানে আছেন আর্শদীপ সিং ও মোহিত শর্মা। এ ছাড়া নামের পাশে ৭ উইকেট নিয়ে তালিকার পাঁচে আছেন খলিল আহমেদ।
১১ এপ্রিল ২০২৪, ১২:৫৭

চলতি আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেল আইপিএল
গত ম্যাচে রান করার পরেও সমালোচিত হয়েছিলেন বিরাট কোহলি। অভিযোগ ছিল, কোহলি সেঞ্চুরি করার চেষ্টায় একটু শ্লথ খেলেছেন। এবার সেই সুযোগই দিলেন না তিনি। তার ব্যাটেই চলতি আসরের প্রথম সেঞ্চুরির দেখা পেল আইপিএল। শনিবার (৬ এপ্রিল) জয়পুরে কোহলির হার না মানা সেঞ্চুরিতে ভর করে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন দলের হয়ে যথারীতি ওপেন করতে নেমে ৬৭ বলে নয়টি চার ও চারটি ছক্কায় খেলেন ১১৩ রানের অপরাজিত ইনিংস। আইপিএলে এটি তার অষ্টম সেঞ্চুরি। ৩৯ বলে ধীরেসুস্থে নিজের প্রথম ফিফটিটি করেন বিরাট, এরপরের পঞ্চাশ রান করেন মাত্র ২৮ বলে। কোহলি ছাড়া ৪৪ রান করেছেন আরেক ব্যাটার ও দলটির অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
০৬ এপ্রিল ২০২৪, ২২:২৯

আইপিএল : বদলে গেল কোহলির দলের নাম
আগামী ২২ মার্চ পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের। শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। এদিকে বারবার নাম পরিবর্তন করে কম সমালোচিত হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশ্বের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তেমনটা বেশি দেখা যায় না।  অন্যদিকে আইপিএলের ১৬ বছরের ইতিহাসে এবার প্রথমবারের মতো নামে পরিবর্তন এনেছে বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসিদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর (আরসিবি)। যদিও নামে খুব একটা বড় পরিবর্তন আসেনি। দক্ষিণ ভারতের এই শহরের সঙ্গে মিল রেখে ছোট একটি পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ফ্র্যাঞ্চাইজিটির নামের শেষাংশকে ‘বেঙ্গালোর’র বদলে ‘বেঙ্গালুরু’ বলে অভিহিত করা হবে। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে আনুষ্ঠানিকভাবে বিষয়টির ঘোষণা দেওয়া হয়েছে। এদিন চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে জাঁকজমক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন করে নিজেদের ব্র্যান্ডিং করেছে আরসিবি। একই অনুষ্ঠানে মেয়েদের সাম্প্রতিক সাফল্যও উদযাপন করা হয়। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে প্রথমবার কোনো সর্বোচ্চ সাফল্য এসেছে। স্মৃতি মান্ধানাদের হাত ধরে নারী আইপিএলে শিরোপার স্বাদ পেয়েছে আরসিবি। যেটা গত ১৬ বছরেরও পারেননি কোহলিরা। এর আগে, আইপিএলের আরও দুটি ফ্র্যাঞ্চাইজি নাম পরিবর্তন করেছিল। দিল্লি ডেয়ারডেভিলস পরিবর্তন করে দিল্লি ক্যাপিটালস এবং কিংস ইলেভেন পাঞ্জাব থেকে পাঞ্জাব কিংস করা হয়েছে। তবে নাম পাল্টেও সাফল্য আসেনি।  উল্লেখ্য, আগামী ২২ মার্চ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বেঙ্গালুরু। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি।
২০ মার্চ ২০২৪, ১১:৫২

দোয়া চেয়ে আইপিএল মাতাতে গেলেন মোস্তাফিজ
আইপিএলের ১৭তম আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ২২ মার্চ। টুর্নামেন্টটিতে এক মাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএল খেলতে দেশ ছেড়েছেন তিনি। এবার চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন কাটার মাস্টার। মঙ্গলবার (১৯ মার্চ) চেন্নাই শিবিরে যোগ দিতে সকালে ঢাকা ছেড়েছেন এই বাঁহাতি পেসার। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে ভারতের পথে রওনা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন মোস্তাফিজ। ভারত যাত্রার একটি ছবি দিয়ে মোস্তাফিজ লিখেছেন, রোমাঞ্চিত এবং নতুন অ্যাসাইনমেন্টের জন্য মুখিয়ে আছি। ২০২৪ আইপিএলে খেলতে চেন্নাইয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, যেন সেরাটা দিতে পারি। এর আগে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন মোস্তাফিজ। এ সময় মনে হচ্ছিলো আইপিএলে থেকে ছিটকে যেতে পারেন ফিজ। তবে চোট গুরুতর না হওয়ায় পরদিনই আইপিএল খেলতে দেশ ছাড়লেন তিনি। আইপিএলে ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে অভিষেক হয় মোস্তাফিজের। এরপর মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ঘুরে টাইগার পেসার এবার চেন্নাই সুপার কিংসে। মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকায় তাকে এবার আইপিএলের কোনো দল কিনবে কি না, সেই সংশয় দেখা দিয়েছিল। তবে চেন্নাই ঠিকই কাটার মাস্টারকে লুফে নিয়েছে।
১৯ মার্চ ২০২৪, ১৩:০৭

আইপিএল শুরুর এক সপ্তাহ আগে বড় ধাক্কা কলকাতা শিবিরে 
আর মাত্র এক সপ্তাহ পরেই মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর। ইতোমধ্যে দলগুলো অনুশীলনও শুরু করেছে। তবে টুর্নামেন্টের আগ মুহূর্তে দুঃসংবাদ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইনজুরিতে পড়েছেন দলটির অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ইনজুরির কারণে ঘরের মাঠে প্রথম তিন টেস্টে খেলা হয়নি আইয়ারের। এবার রঞ্জি ট্রফির ফাইনালে আবারও চোট পেয়েছেন তিনি। তাই আসন্ন আইপিএলে এই ডান হাতি ব্যাটারের সার্ভিস পাওয়া নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। মুম্বাইয়ের দ্বিতীয় ইনিংসে ৯৫ রান করেছিলেন শ্রেয়াস। ইনিংস চলার মাঝেই দুবার ফিজিওকে ডাকেন তিনি। শোনা যাচ্ছে, যেখানে অস্ত্রোপচার হয়েছিল গত বছর, সেই পুরনো চোটের জায়গাতেই আবার ব্যথা করছে তার। আইপিএল শুরুর আগে তাই এমন সংবাদ কলকাতার জন্য দুঃসংবাদই। রঞ্জি ফাইনালের তৃতীয় দিন ফিল্ডিং করতে পারেননি শ্রেয়াস। তাকে স্ক্যানের জন্য হাসপাতালে নেওয়া যাওয়া হয়েছিল।  দলের একটি সূত্র বলেছেন, শ্রেয়াসের চোট দেখে ভালো মনে হচ্ছে না। পিঠের একই জায়গায় ব্যথা করছে ওর। আগের থেকেও ব্যথা বেড়েছে। রঞ্জি ফাইনালের পঞ্চম দিনেও ওর ফিল্ডিং করতে নামার সম্ভাবনা কম। আইপিএলের শুরুর দিকে কয়েকটা ম্যাচে না-ও খেলতে পারে সে।
১৪ মার্চ ২০২৪, ১৬:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়