• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
রেড ক্রিসেন্টের বেস্ট ব্রাঞ্চ অ্যাওয়ার্ড প্রদান
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) সারাদেশের ৬৮টি ব্রাঞ্চের মধ্যে তিনটি ক্যাটাগরিতে সেরা ব্রাঞ্চসহ ১১টি পুরস্কার প্রদান করেছে। এর মধ্যে মোস্ট আউটস্ট্যান্ডিং ব্রাঞ্চ ক্যাটাগরিতে সেরা ব্রাঞ্চ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে কিশোরগঞ্জ ব্রাঞ্চ। এ ছাড়া সার্ভিস ডেলিভারি অ্যান্ড ইন্টারভেনশন ব্রাঞ্চ ক্যাটাগরিতে পাঁচটি ও ম্যানেজমেন্ট অ্যান্ড গভার্নেন্স ব্রাঞ্চ ক্যাটাগরিতে পাঁচটি ব্রাঞ্চকে পুরস্কৃত করা হয়। এগুলো হলো রাজশাহী সিটি, চট্টগ্রাম সিটি, বগুড়া, লালমনিরহাট, বরগুনা, নেত্রকোণা, কুড়িগ্রাম, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ব্রাঞ্চ। সোসাইটির কৌশলগত কর্মপরিকল্পনা বাস্তবায়নে ও ব্রাঞ্চের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমকে আরও এগিয়ে নিতে দ্বিতীয়বারের মতো সেরা ব্রাঞ্চ পুরস্কার প্রদান করলে বিডিআরসিএস।   বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব। বিজয়ী ব্রাঞ্চগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। পুরস্কার হিসেবে ব্রাঞ্চগুলোকে মোট ২৫ লাখ টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। ব্রাঞ্চ ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কের আওতায় সারাবছর সোসাইটির ব্রাঞ্চগুলোর কাজের মূল্যায়ন পর্যালোচনা করে এই পুরস্কার প্রদান করা হয়। স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সোসাইটির ব্রাঞ্চগুলোকে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে উৎসাহ প্রদান করাই অ্যাওয়ার্ড প্রদানের মূল উদ্দেশ্য।    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডিআরসিএস’র চেয়ারম্যান বলেন, ‘সারাদেশে ৬৮টি ব্রাঞ্চের মাধ্যমে দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী মানবিক কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের মূলনীতি অনুসরণ করে আত্মনির্ভরশীল ও টেকসই জাতীয় সোসাইটি হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে প্রতিষ্ঠিত করতে সোসাইটির ব্রাঞ্চগুলোর সক্ষমতা অর্জন অত্যন্ত জরুরি। ব্রাঞ্চগুলোকে নিজ নিজ দায়িত্ব পালনে উৎসাহী করতে পুরস্কৃত করার এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’   অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজম। ৬৮টি ব্রাঞ্চের মধ্যে সেরা ব্রাঞ্চ বাছাই ও পুরস্কার প্রদানের পুরো প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয় অনুষ্ঠানে। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান, ট্রেজারার এম এ সালাম, ব্যবস্থাপনা পর্ষদের সদস্যবৃন্দ, আইএফআরসি, আইসিআরসি ও বিভিন্ন পার্টনার ন্যাশনাল সোসাইটি’র প্রধান ও প্রতিনিনিধিগণ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিডিআরসিএস’র উপমহাসচিব, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম সহ সোসাইটির সব ব্রাঞ্চের প্রতিনিধি, সেক্রেটারি, ইউনিট লেভেল অফিসার ও যুবপ্রধানরা। 
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫১

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন কামরুজ্জামান মিল্লাত
শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদান রাখা কৃতি ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে সম্মানিত করেছে গ্লোবাল স্টার কমিউনিকেশন।  মঞ্চনাটকে অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন থিয়েটার আর্টের কামরুজ্জামান মিল্লাত। গত শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা ধানমন্ডি ক্লাব মেট্রো শপিং মলে গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত ‘বাংলাদেশ বিনির্মাণে চলচ্চিত্র ও পর্যটন শিল্পের ভুমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে আজীবন সম্মাননা জানানো হয় বর্ষিয়ান অভিনেত্রী দিলারা জামানকে। থিয়েটার আর্টের সাড়া জাগানো নাটক ‘কোর্ট মার্শাল’-এ অভিনয়ের জন্য কামরুজ্জামান মিল্লাত পান শ্রেষ্ঠ মঞ্চ অভিনেতার পুরস্কার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃনিজামুল হক নাসিম।  বিশেষ অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম এ হারুন। তিন দশকেরও বেশি সময় ধরে নাট্যচর্চায় সম্পৃক্ত রয়েছেন কামরুজ্জামান মিল্লাত। থিয়েটার আর্ট ইউনিটের হয়ে অভিনয় করেছেন  কোর্ট মার্শাল, গোলাপজান, আমিনা সুন্দরী, স্বপ্ন দেখো মানুষ, ছায়া চক্রসহ আরও বেশ কিছু নাটকে। দলের হয়ে দেশ-বিদেশে পাঁচ শতাধিক নাটকের প্রদর্শনীতে অভিনয় করেছেন তিনি। কামরুজ্জামান মিল্লাত বর্তমানে থিয়েটারের আর্ট ইউনিটের সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বিটিভির একজন তালিকাভুক্ত অভিনয়শিল্পী।
৩১ জানুয়ারি ২০২৪, ১৯:১৫

বেস্ট লং ফ্রম কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেলেন রবিন রাফান
দেশে কনটেন্ট তৈরিতে প্রথমবারের মতো ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বার্ষিক আয়োজন ‘ইয়ার অন টিকটক-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় এই আয়োজন। টিকটকে সেরা ভিডিও নির্মাতাদের এ আয়োজনে পুরস্কার দেওয়া ও সম্মাননা জানানো হয়। এতে বেস্ট লং ফ্রম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে রবিনরাফান (RobinRafan) হিসেবে পরিচিত ওবায়দুর রহমানকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ সময় টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, মুনজেরিন, ফুড ব্লগার রাফসানসহ দেশের অনেক পরিচিত ভিডিও নির্মাতারা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে টিকটকের দক্ষিণ এশিয়ার কনটেন্ট অপারেটর পূজা দত্ত বলেন, আমরা এ অনুষ্ঠানে মূলত দেশের সেরা নির্মাতাদের তুলে ধরি। বিশেষ করে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে টিকটকে ভিডিও প্রকাশ করছেন এবং খুব জটিল বিষয়গুলোকে সহজে বিনোদনের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছেন। এ বছর ‘ইয়ার অন টিকটক’–এ ভিডিও নির্মাতাদের বিভিন্ন শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে ‘হ্যাশট্যাগ’-এ মোট ১০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।  মোট ৮টি ক্যাটাগরিতে পাঁচ জন করে ৪০ জনের মনোনয়ন থাকলেও বেস্ট লং ফ্রম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে শুধু একজনকে মনোনয়ন দেওয়া হয়। এ বিষয়ে রবিনরাফান বলেন, এরকম একটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত। দেশে এই প্রথম টিকটক অফিসিয়াল কর্তৃক সেরা ক্রিয়েটরদের পুরস্কৃত করা হলো, যেটা একজন ক্রিয়েটর হিসেবে খুবই আনন্দের। এতে করে আরও ভাল ভাল কন্টেন্ট সামনে নিয়ে আসার জন্য কাজ করতে অনেক বড় উৎসাহ দেবে।  তিনি বলেন, আমি নরমালি টেক রিলেটেড কন্টেন্ট তৈরি দিয়ে শুরু করেছিলাম। পরিবর্তিতে মাল্টি ন্যাশনাল নিয়ে কাজ শুরু করি। যার মধ্যে- ট্রাভেল ভ্লগ, ফুড ভ্লগ ও সোশ্যাল অ্যাওয়ারনেস অন্যতম। আমাদের সমাজের সবার জন্যে আরও ভাল ভাল শিক্ষণীয় কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা থাকবে। ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি রবিনরাফান মিউজিক নিয়েও কাজ করে যাচ্ছেন। তার দক্ষতা, উদ্ভাবনী কন্টেন্ট তৈরির পদ্ধতি ও অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন। তার শিক্ষামূলক কন্টেন্টগুলো দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। রবিনরাফান ফেসবুক, টিকটক, ইউটিউব, লিংকেডিন, ইনস্টাগ্রাম ও টুইটারে সব সময় সক্রিয়।  তার আসল নাম ওবায়দুর রহমান। তিনি ছেলের নাম রাফানের সঙ্গে তার ডাকনাম রবিন দিয়ে চ্যানেলের নাম রাখেন রবিনরাফান। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। রবিনরাফানের প্রধান পেশা ফ্রিল্যান্সিং। ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট বিষয়ে তার ব্যাপক জ্ঞান রয়েছে।  তিনি তার ইউটিউব চ্যানেল ‌‘রবিনরাফান একাডেমি’তে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন ও ওয়েবসাইট ডেভেলপমেন্ট সম্পর্কে বিনামূল্যে শিক্ষা দেওয়া শুরু করেছেন। অল্প সময়ের মধ্যে চ্যানেলটি ৬৫ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার পেয়েছে। আর কনটেন্ট ক্রিয়েশনে লোকদের দক্ষ হতে সাহায্য করতে কাজ শুরু করছে www.robinrafan.com ওয়েবসাইট থেকে। কোনও প্রকার পেইড কোর্স না করেও আগ্রহী মানুষ এই সাইট থেকেই অনেক কন্টেন্ট পাবেন। রবিনরাফান বর্তমানে স্পটিফাই, ডিজার, সাউন্ড ক্লাউড, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক ইত্যাদিতে একজন ভেরিফায়েড মিউজিক্যাল আর্টিস্ট। এ বছর ‘ইয়ার অন টিকটক’–এ ভিডিও নির্মাতাদের বিভিন্ন শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়। গত বছরের জন্য ‘ক্রিয়েটর অব দ্য ইয়ার ২০২৩’ পুরস্কার পেয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। এ ছাড়া এডুকেশন বা শিক্ষণীয় ভিডিও শ্রেণিতে পুরস্কার জিতেছেন মুনজেরিন শহীদ ও স্পোর্টস শ্রেণিতে নিয়ন অন।ফ্যাশন ক্রিয়েটর অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ‘স্টাইল হাট’। ফুড ক্রিয়েশনে ‘ফুডখোর’, ব্যতিক্রমধর্মী ভিডিওর জন্য ‘আমার বাংলাদেশ’ শ্রেণিতে ‘দ্য মাহিম মেইকস’, লং ফর্ম কনটেন্ট ক্রিয়েটর শ্রেণিতে ‘রবিনরাফান’ পুরস্কার পেয়েছেন। বিউটি ক্রিয়েশন অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ‘লাইফ ইজ মেও’ এবং বেস্ট ইউজ অব লোকেশন ট্যাগিং বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন তানহা রহমান। 
২৮ জানুয়ারি ২০২৪, ২২:২১

ফিফার বর্ষসেরা ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড পেল ব্রাজিল
বর্ণবাদের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে লড়াই করছেন ব্রাজিলের বেশ কয়েকজন ফুটবলার। বিশেষ করে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র এ নিয়ে বেশ স্বোচ্চার। দেশটির ফুটবল ফেডারেশনও তাকে সমর্থন দিয়েছে। বর্ণবাদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানের জন্য এবার ফিফা ফেয়ারপ্লে পুরস্কার পেয়েছে ব্রাজিল জাতীয় দল। সোমবার (১৫ জানুয়ারি) রাতে লন্ডনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ব্রাজিলের পক্ষে ফেয়ারপ্লের পুরস্কারটি নিতে সাবেক সতীর্থদের সঙ্গে মঞ্চে উঠেছিলেন দেশটির কিংবদন্তি রাইটব্যাক কাফু। তিনি বলেন, এই পুরস্কারের জন্য ব্রাজিলের খেলোয়াড়দের অভিনন্দন। পৃথিবীতে অসমতার কোনো জায়গা নেই। ফুটবল সমাজে সমতা নিয়ে আসতে পারে। একইদিনে ঘোষণা করা হয়েছে বর্ষসেরা পুরুষ ফুটবলার, নারী ফুটবলার, বর্ষসেরা পুরুষ ও নারী গোলরক্ষক, বর্ষসেরা নারী ও পুরুষ কোচ, ফিফা পুসকাস অ্যাওয়ার্ড, ফিফা স্পেশাল অ্যাওয়ার্ড ও ফিফা ফ্যান অ্যাওয়ার্ড। ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। অনুষ্ঠানে মেসি উপস্থিত থাকতে না পারায় তার হয়ে পুরস্কার গ্রহণ করেন ফ্রেঞ্চ কিংবদন্তি এবং মেসির সাবেক সতীর্থ থিয়েরি অঁরি।  অপরদিকে ফিফার বর্ষসেরা)নারী ফুটবলারের ক্যাটাগরিতে সেরা হয়েছেন স্পেনের বিশ্বকাপ জয়ী আইতানা বোনমাতি। সংক্ষিপ্ত তালিকায় বাকি দুজন ছিলেন কলম্বিয়ার লিন্ডা কাইসেদো এবং বোনমাতির জাতীয় দল সতীর্থ হেনি হেরমোসো। এছাড়া সেরা কোচের পুরস্কার জিতেছেন ‘ট্রেবল’ জেতা স্প্যানিশ কোচ পেপ গার্দিওয়ালা। প্রতিদ্বন্দ্বী লুসিয়ানো স্প্যালোত্তি কিংবা ফিলিপে ইনজাঘির চেয়ে অনেক বড় ব্যবধানেই এগিয়ে ছিলেন তিনি। সেরা নারী কোচ হয়েছেন ইংল্যান্ড নারী দলের ডাচ কোচ সারিনা ভাইগমান। অন্যদিকে সিটির হয়ে ট্রেবলজয়ী ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসনের হাতে উঠেছে ছেলেদের ‘দ্য বেস্ট’ গোলকিপারের পুরস্কার। মূলত লিগ মৌসুমে (আগস্ট-আগস্ট) বছরের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে ফিফা দ্য বেস্ট পুরস্কার। তবে কাতার বিশ্বকাপের কারণে এবারের পারফরম্যান্সের সময় ধরা হয় ২০২২ সালের ১৯ ডিসেম্বর  থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত।
১৬ জানুয়ারি ২০২৪, ১৭:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়