• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
শিল্পী সমিতির নির্বাচন / আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডিপজলকে শোকজ
রাত পোহালেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ নিয়ে এফডিসিতে উৎসবের আমেজ বইছে। এরইমধ্যে ডিপজলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন সাদিয়া মির্জা নামে এক অভিনেত্রী। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু বিষয়টি নিশ্চিত করেছেন।   তিনি বলেন, সাদিয়া মির্জা নামে ওই প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে সাধারণ সম্পাদক প্রার্থী ডিপজলকে ৬ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর চিঠি দিয়েছি।  এদিকে সঠিক কারণ দর্শাতে না পারলে ডিপজলের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার খসরু। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত হলে ডিপজলের প্রার্থিতা বাতিল হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করার সম্ভাবনা রয়েছে সাধারণ সম্পাদক পদে থাকা নিপুণ আক্তারের। এ নিয়ে মিশা-ডিপজল প্যানেলের চিত্রনায়ক আলেকজান্ডার বোকে প্রশ্ন করলে তিনি জানান, একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করবে। তবে আমরা চাই সুষ্ঠ নির্বাচন। এমন অভিযোগ আমরা অন্য প্যানেল থেকেও পেয়েছি, কিন্তু তাতে আমরা গুরুত্ব দেয়নি।   তিনি আরও বলেন, ডিপজল ভাই এমনিতেই দানবীর। সবাইকে টাকা-পয়সা দান করে থাকেন। এটা নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলে বিষয়টি সুখকর হবে না। তবে বিষয়টি নিয়ে কলি-নিপুণ প্যানেলের কেউ মুখ খোলেননি। কথা বলতে চাননি মিশা-ডিপজল পরিষদের অন্য সদস্যরাও।   নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হবে। দুপুরে বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই ভোট। পরে ভোট গণনা শেষে একইদিন ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে।  
১৮ এপ্রিল ২০২৪, ২০:১১

মেকআপ আর্টিস্টকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রোডাকশন ম্যানেজার
মেকআপ আর্টিস্টকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে শুটিং ইউনিটের প্রোডাকশন ম্যানেজারকে। কলকাতার বাকখালিতে ঘটেছে ঘটনাটি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।  ছবির ইউনিট সূত্রে খবর, শনিবার মধ্যরাতে কলকাতা থেকে বকখালি পৌঁছান ওই রূপটানশিল্পী। প্রোডাকশন ম্যানেজারের কথামতো টিম হোটেলেই ওই নারীর থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু নির্যাতিতা ভারতীয় পুলিশের কাছে জানিয়েছেন, ভোরের দিকে তিনি তন্দ্রা অনুভব করেন। সেই সুযোগে তাকে ধর্ষণ করা হয়।  এরপরই মাঠে নামে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। গ্রেফতার করে অভিযুক্ত ওই প্রোডাকশন ম্যানেজারকে। লিখিত অভিযোগের ভিত্তিতে জানানো হয়েছে, অভিযুক্ত কলকাতার নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (১) ও ৫০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিকে নির্যাতনের শিকার ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার কাজও সেরেছে পুলিশ। এরপর গতকাল সোমবার আদালতে তোলা হয় অভিযুক্তকে। বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন তার। 
১৬ এপ্রিল ২০২৪, ২৩:১২

চিত্রনাট্য চুরির অভিযোগে কড়া জবাব দিলেন ‘ময়দান’র নির্মাতারা
ঈদুল ফিতর উপলক্ষে ভারত জুড়ে অজয় দেবগন অভিনীত সিনেমা ‘ময়দান’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (১১ এপ্রিল)। এদিকে সিনেমাটি মুক্তির আগেই চিত্রনাট্য চুরির অভিযোগে নির্মাতাদের আইনি নোটিশ পাঠিয়েছেন কর্ণাটকের চিত্রনাট্যকার অনিল কুমার।  মহীশূরের একটি জেলা আদালতের দারস্থ হয়েছিলেন অনিল। তার অভিযোগের ভিত্তিতেই ‘ময়দান’র মুক্তিতে স্থগিতাদেশও জারি করে আদালত। এবার সেই অভিযোগের কড়া জবাব দিলেন সিনেমাটির নির্মাতারা।   ‘ময়দান’ সিনেমার অন্যতম প্রযোজক বনি কাপুর। বিষয়টি নিয়ে ইতোমধ্যে তার প্রযোজনা সংস্থা ‘বেভিউ প্রজেক্ট এলএলপি’র তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।  সেখানে নির্মাতারা দাবি করেছেন— তাদের না জানিয়েই আদালত এই স্থগিতাদেশ জারি করেছে। জেলা আদালত এক পক্ষের বক্তব্য শুনেই রায় দান করেছে। আমাদের কথা শোনা হয়নি।  ওই বিবৃতিতে লেখা রয়েছে, সিনেমা মুক্তির পর এ রকম কোনো রায় দেওয়া হলে মনে রাখতে হবে সেটাই বেআইনি। একই সঙ্গে নির্মাতারা জানান, জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কর্নাটক হাই কোর্টে মামলা করতে চলেছেন তারা। অনিলের দাবি, ১৯৫০ সালে ফুটবল দলের বিশ্বকাপ না খেলাকে কেন্দ্র করে তিনি একটি গল্প লেখেন। ২০১০ সালে গল্পটি সেটি মুম্বাইতে রেজিস্ট্রেশন করান তিনি। জানা গেছে, চিত্রনাট্য লেখার পর ২০১৯ সালে ‘ময়দান’ সিনেমার সহ-পরিচালক সুখদাস সূর্যবংশী তাকে মুম্বাইতে ডেকে পাঠান। অনিল তাকে সম্পূর্ণ গল্পটিও শোনান। সেসময় অনিলকে নাকি বলা হয়েছিল, সিনেমাটি তৈরি হলে আমির খান প্রযোজনা করবেন। কিন্তু বাস্তবে সেটা ঘটেনি। অনিল আরও দাবি করেন, ‘ময়দান’ সিনেমার ট্রেলার এবং অভিনয়শিল্পীদের সাক্ষাৎকার পড়ে তিনি এখন বুঝতে পেরেছেন, যে তার শোনানো গল্প থেকেই নির্মিত হয়েছে সিনেমাটি। গণমাধ্যমকে তিনি বলেন, বুঝেছি, ওরা মূল গল্পের কিছুটা পরিবর্তন করেছেন মাত্র। বাকিটা সবটাই আমার। অনিল নাকি তার গল্পের নাম রাখেন ‘পদকন্দুক’। বর্তমানে দুইপক্ষ ‘ময়দান’-এ নামায় খেলা যে জমে উঠেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দিন শেষে কোন দল জয় নিশ্চিত করে সেটাই এখন দেখার অপেক্ষায় প্রহর গুনছেন নেটিজেনরা।  সূত্র : আনন্দবাজার   
১২ এপ্রিল ২০২৪, ০৯:২৬

হিলিতে বিজিবির থেকে পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগে আটক ১
দিনাজপুরের হিলিতে সরকারি কাজে বাধা এবং বিজিবির কাছ থেকে ভারতীয় পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগে লিটন হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  বুধবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান।  আটককৃত আসামি লিটনের দাবি তার কাছে কোন প্রকার ভারতীয় পণ্য ছিলো না। পরিবারসহ স্থানীয় কয়েকজনের দাবি পূর্বে বিজিবির সদস্য ওমর আলীর সঙ্গে ঝামেলা হওয়ার কারণে এ ঘটনা ঘটিয়েছে বিজিবি।  এ বিষয়ে হাকিমপুর থানায় বাদী হয়ে মামলা করেছেন বিজিবি সদস্য নায়েক ওমর আলী। মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টা ১০ মিনিটে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের জিরো পয়েন্টে ডিউটিতে থাকাকালীন সময়ে পাসপোর্টধারী এক মহিলা যাত্রী ভারত থেকে নিয়ম বহির্ভূত দুটি ব্যাগে ভারতীয় পন্ডস বিউটি ক্রিম নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় ওই যাত্রীকে ব্যাগে থাকা পণ্যের বিষয়ে জিজ্ঞেস করলে সে সঠিক উত্তর দিতে পারে না। পরে ওই ব্যাগ দুটিতে থাকা ৫৮ কেজি পন্ডস ক্রিম হিলি বন্দর শুল্ক অফিসে পাঠানোর সময় আসামি লিটন আমার পথরোধ করে। সরকারি কর্তব্য পালনে বাধা দিয়ে পণ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং আমাকে ধাক্কা দিলে আমি মাটিতে পড়ে গিয়ে আঘাত পাই। পরে অন্য কর্তব্যরত বিজিবি সদস্যদের সহযোগিতায় আসামিকে আটক করা হয়। লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার কারণে লিটন নামে এক যুবককে গতকাল বুধবার আটক করা হয়েছিলো। তার নামে মামলা দায়ের করে বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন বলেন, গতকাল (৩ এপ্রিল) বিকেলে ২০ বিজিবির সদস্যরা লিটন নামে একজনকে আটক করে থানায় মামলা দায়ের করেন। আমরা সকল প্রস্তুতি শেষ করে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 
০৪ এপ্রিল ২০২৪, ২১:৩৮

ছাত্রলীগ নেতাকে মারধর, চাঁদা দাবির অভিযোগে আরেক নেতা আটক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।  মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় পিরোজপুর শহরের এলজিডি অফিসের সামনে রায়হানের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশ জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে আটক করেছে বলে জানান পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসিকুজ্জামান।  আটক অনিরুজ্জামান অনিক (৩৩) পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর ছেলে।   গুরুতর আহত মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়হান আহমেদকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে আনা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  রায়হান আহমেদ জানান, সন্ধ্যার আগে তিনি মঠবাড়িয়া থেকে পিরোজপুর শহরে আসেন। পরে শহরের এলজিইডি অফিসের কাজ শেষ করে বের হলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক কয়েকজন লোক নিয়ে তার গতিরোধ করে। এ সময় অনিক খোঁজ খবর নেওয়ার প্রসঙ্গে কথা বলেন। তবে কথার একপর্যায়ে তাকে হঠাৎ করে মারতে শুরু করে। অনিক ও তার সঙ্গে থাকা কয়েকজন মিলে অনেক সময় ধরে তাকে মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। পিরোজপুর জেলা হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক ডা. রমজান আলী জানান, গুরুতর আহত অবস্থায় ছাত্রলীগ নেতা রায়হানকে হাসপাতালে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়হান আহমেদ শহরের এলজিইডি অফিস থেকে বের হলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক তার লোকজন নিয়ে রায়হানের ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন। পরে পুলিশ খবর পেয়ে আহত রায়হানকে উদ্ধার করেছে এবং অনিককে পুলিশ হেফাজতে নিয়ে আসে।
০৩ এপ্রিল ২০২৪, ০৯:৪৪

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
রাজবাড়ীতে ভালোবেসে পালিয়ে বিয়ের দেড় বছর পর বাবার বাড়ি থেকে মোছা. স্বর্ণা (১৮) নামের এক তরুণী মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বামী মো. সোহেল মৃধা (২১) এর বিরুদ্ধে গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ এপ্রিল) এ ঘটনায় মামলা হলে সোহেল মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  মৃত স্বর্ণা রাজবাড়ী সদরের জৌকুড়া গ্রামের মো. মুন্নাফ মৃধা ওরফে বোনা মৃধার মেয়ে। সোহেল রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের আলাউদ্দিন মৃধার ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান জানান, দেড় বছর আগে সোহেল ও স্বর্ণার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে স্বর্ণা সোহেলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গিয়ে দুজন বিয়ে করেন। বিয়ের পর থেকে সাংসারিক ছোটখাটো বিষয় নিয়ে মাঝেমধ্যেই তাদের মধ্যে ঝগড়া হতো। ১৫-১৬ দিন আগে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। তখন স্বর্ণা রাগ করে তার বাবার বাড়ি চলে যায়। সোমবার (১ এপ্রিল) বেলা ১১ টার দিকে সোহেল শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে স্ত্রী স্বর্ণার সঙ্গে সুন্দর ব্যবহার করে সেখানে অবস্থান করে। বিকেল সাড়ে ৩ টার দিকে স্বর্ণার রুমের ভিতরে ডাকচিৎকারের শব্দ শুনে পরিবারের লোকজন রুমের ভিতরে গিয়ে স্বর্ণার নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। সে সময় স্বর্ণার স্বামী সোহেল ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা স্বর্ণাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক স্বর্ণাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, এ ঘটনায় মঙ্গলবার স্বর্ণার মা বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করলে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল স্বর্ণাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকার করেছে। তার দেয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত ওড়না উদ্ধার করে জব্দ করা হয়েছে।
০২ এপ্রিল ২০২৪, ২৩:৩৫

যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষকের নিয়োগ স্থগিত
নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রভাষক পদে নিয়োগের জন্য মনোনীত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সাজু সাহার নিয়োগ স্থগিত করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে উপাচার্য লাউঞ্জে বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিয়োগের বিষয়টি বোর্ড অব গভর্ন্যান্সে উঠছিল। কিন্তু সেটি চূড়ান্ত করা হয়নি। সার্বিক বিষয় ও অভিযোগ রিভিউ করার জন্য সিলেকশন বোর্ডে পাঠানো হয়েছে। এর আগে ইনিস্টিউটটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম বোর্ড অব গভর্ন্যান্স নিয়োগ বোর্ড সাজু সাহাসহ চারজনকে নিয়োগের জন্য মনোনীত করে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেলে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী একই বিভাগের সাবেক ওই নারী শিক্ষার্থী। এতে তিনি জানান, কাউন্সেলিং করানোর নামে উনি আমার গায়ে হাত দিয়েছেন, হুক-আপ (যৌন আনন্দ উপভোগ) করার প্রস্তাব দিয়েছেন। মানসিক ট্রমায় এক সেমিস্টার নিয়মিত ক্লাস করতে পারিনি। তিনি জানান, ফাইরুজ অবন্তিকার ঘটনার পর এগুলো সামনে আনার সাহস পেয়েছি।  
০১ এপ্রিল ২০২৪, ২৩:৫৭

জালিয়াতির অভিযোগে ব্রাজিলিয়ান তারকার দুই বছরের নিষেধাজ্ঞা
ডোপ টেস্টে জালিয়াতির অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ফ্ল্যামেঙ্গোর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসা। সোমবার ব্রাজিলের এক ক্রীড়া আদালত এ নিষেধাজ্ঞার বিষয়ে জানিয়েছেন। ঘটনাটি মূলত গত বছরের ৮ এপ্রিলের। রিও ডি জেনিরোতে হঠাৎই তার ডোপ পরীক্ষা করা হয়। সে সময়ে ডোপ পরীক্ষার সময় অসহযোগিতা করেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ডোপ পরীক্ষার সূচি মানেননি বারবোসা। একই সঙ্গে ডোপিং কর্মকর্তাদের যথাযথ সম্মান দেখাননি তিনি। সংবাদ সংস্থা এএফপিকে পাঠানো বিবৃতিতে ব্রাজিলের সেই ক্রীড়া আদালত জানিয়েছেন, ‘উল্লেখিত ক্রীড়াবিদের (গ্যাব্রিয়েল বারবোসা) আজ অ্যান্টি-ডোপিং স্পোর্টস কোর্ট অফ জাস্টিসে (TJD-AD) বিচার করা হয়েছিল এবং সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার প্রতারণামূলক চেষ্টায় অ্যান্টি-ডোপিং নিয়মের লঙ্ঘন ঘটেছে।’ এদিকে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারবেন গাবিগোল নামে পরিচিত এই ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই সিদ্ধান্তের বিষয়ে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি। টুইটে বারবোসার ভাষ্য, আমি কখনোই কোনো পরীক্ষায় প্রতারণা করতে চাইনি। আমার বিশ্বাস উচ্চ আদালতে আমি নির্দোষ প্রমাণিত হবো। ক্যারিয়ারের শুরু থেকে আমি খেলার সব নিয়ম অনুসরণ করে এসেছি এবং কখনোই নিষিদ্ধ দ্রব্য গ্রহণ করিনি। আমি ডজনখানেক টেস্টের সম্মুখীন হয়েছি। সবখানেই নেতিবাচক ফল এসেছে। উল্লেখ্য, ২০২০ সালে ফ্ল্যামেঙ্গোতে যোগ দেন বারবোসা। এর আগে, ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের জার্সিতে এক বছর খেলেছেন তিনি। ২০১৬ সালে ব্রাজিলের জার্সিতে অভিষিক্ত বারবোসা এখন পর্যন্ত দেশের হয়ে ১৮ ম্যাচ খেলেছেন। করেছেন ৫ গোল।
২৬ মার্চ ২০২৪, ১৪:০৪

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা 
বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম বাবলু ও তার স্ত্রী মোছা. বিউটি খাতুনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১ কোটি ৮০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এ দম্পতির বিরুদ্ধে।  সোমবার (২৫ মার্চ) দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। দুই মামলার একটিতে রেজাউল করিম বাবলুর বিরুদ্ধে ৭৫ লাখ ২৯ হাজার ৪৭৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ২০২১ সালের ১৫ ডিসেম্বর দুদকের পক্ষ থেকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছিল তার বিরুদ্ধে। এর প্রেক্ষিতে ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন তিনি। দাখিল করা সম্পদ বিবরণীতে সাবেক এমপি বাবলু স্থাবর-অস্থাবর মিলিয়ে ১ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৪৬০ টাকার সম্পদ অর্জনের তথ্য দেন। কিন্তু সম্পদ বিবরণী যাচাইকালে আয় ও ব্যয় মিলিয়ে ৭৫ লাখ ২৯ হাজার ৪৭৮ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য। অপর মামলার এজাহারে বলা হয়েছে, রেজাউল করিম বাবলুর স্ত্রী মোছা. বিউটি খাতুন একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তার বিরদ্ধে ১ কোটি ৫ লাখ ১০ হাজার ২৯৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। তার সম্পদ বিবরণী যাচাইকালে মোট স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায় ১ কোটি ৪২ লাখ ৬ হাজার ২৯৩ টাকার। অর্জিত সম্পদের বিপরীতে তার দায়-দেনার পরিমাণ পাওয়া যায় ১৫ লাখ টাকা। যা বাদ দিলে নিট সম্পদের পরিমাণ পাওয়া যায় ১ কোটি ২৭ লাখ ৬ হাজার ২৯৩ টাকা। এ সম্পদ অর্জনের বিপরীতে তার নিট আয় পাওয়া যায় ২১ লাখ ৯৬ হাজার টাকা। বাকি ১ কোটি ৫ লাখ ১০ হাজার ২৯৩ টাকার সম্পদ অবৈধ বলে বেরিয়ে এসেছে দুদকের অনুসন্ধানে। গত ২০ মার্চ এ বিষয়ে পৃথক দুটি মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন। রেজাউল করিম বাবলু একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। বগুড়া-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।  
২৫ মার্চ ২০২৪, ২০:১০

ভাই হত্যার অভিযোগে ট্রান্সকমের সিইও’র বিরুদ্ধে বোনের মামলা
নিজের ভাইকে হত্যার অভিযোগে এবার ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানের বিরুদ্ধে মামলা করেছেন তারই ছোট বোন শাযরেহ হক।  বৃহস্পতিবার (২১ মার্চ) দিনগত রাত ১২টা ৫ মিনিটে গুলশান থানায় মামলাটি করেন তিনি।  মামলায় সিমিন রহমানের ছেলে যারাইফ আয়াত হোসেনসহ আরও ১০ জনের নাম উল্লেখ করা হয়।  মামলার অন্য আসামিরা হলেন মো. ফখরুজ্জামান ভূঁইয়া (৬০), মো. কামরুল হাসান (৬১), সেলিনা সুলতানা (৪৫), কেএইচ মো. শাহাদত হোসেন (৫০), ডা. মুরাদ (৫০), ডা. মো. মুজাহিদুল ইসলাম (৫৫), মো. জাহিদ হোসেন (৫৫), রফিক (৫৫) ও মিরাজুল (৪০)। বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, শাযরেহ হকের অভিযোগ তার ভাই আরশাদ ওয়ালিউর রহমান অসুস্থ ছিলেন না। আসামিরা চক্রান্ত করে তাকে হত্যা করেছেন। এর আগে, কোম্পানির সম্পত্তি ও শেয়ার-সংক্রান্ত বিরোধের জের ধরে গত ফেব্রুয়ারিতে বড় বোন, মা এবং ট্রান্সকমের আট কর্মকর্তার বিরুদ্ধে তিনটি মামলা করেন শাযরেহ হক। পরে ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ।
২৩ মার্চ ২০২৪, ১৯:২১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়