• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
ছেলেকে পাশে নিয়েই বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী
অবশেষে ফের বিয়ে করলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। শুক্রবার (১৯ এপ্রিল)  দীর্ঘদিনের লিভ-ইন সম্পর্কের পর পরিচালক প্রেমিক রাতুল মুখার্জির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। তবে একমাত্র ছেলে রিয়ানকে কোলে বসিয়েই গাঁটছড়া বাঁধেন রূপাঞ্জনা।  জানা গেছে, রূপাঞ্জনার বিয়েতে হাজির ছিলেন তার একমাত্র ছেলে রিয়ান। ছেলেকে পাশে রেখেই সাতপাক, শুভদৃষ্টি, সিঁদুর দান সবই সম্পন্ন করেন রূপাঞ্জনা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ যোগাযোগমাধ্যমে বিয়ের সেই ছবিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।   শুটিং ফ্লোরেই আলাপ হয় রূপাঞ্জনা-রাতুলের। এরপর বন্ধুত্ব ও প্রেম। ৬ বছর ধরে লিভ-ইন রিলেশনে থাকার পরই বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। বিয়ের রীতিগুলো পূরণের সময়ও ছেলেকে আগলে রেখেছিলেন মা রূপাঞ্জনা।  রীতিমতো রিয়ানকে কোলে বসিয়েই বিয়ের কাজ সম্পন্ন করেন তিনি। আর ছেলেও নতুন বাবা পেল। গেল বছর ২৩ ফেব্রুয়ারি দার্জিলিংয়ে ছেলেকে সঙ্গে নিয়েই বাগদান সেরেছিলেন রূপাঞ্জনা। এবার বিয়েটাও করলেন রিয়ানকে সঙ্গে নিয়েই। একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে করেন রূপাঞ্জনা-রাতুল। নান্দীমুখ থেকে গায়ে হলুদ সব নিয়মই পালন করা হয়। বিয়ের দিন অভিনেত্রী পরেছিলেন লাল রঙের বেনারসী, গলায় গোলাপ ফুলের মালা। সাজগোজ একেবারে ছিমছাম। অন্যদিকে রাতুলের পরনে ছিল ধুতি-চাদর।     প্রসঙ্গত, ২০০৭ সালে রিজাউল হককে বিয়ে করেন রূপাঞ্জনা মিত্র। তাদের কোল আলো করে জন্ম নেয় ছেলে রিয়ান। তবে খুব বেশি দিন টেকেনি অভিনেত্রীর প্রথম সংসার। ২০১৮ সালে ডিভোর্সের পথে হাঁটেন এই অভিনেত্রী।    সূত্র : আজতাক বাংলা  
২০ এপ্রিল ২০২৪, ১৮:৩৩

কিংবদন্তি অভিনেত্রী কবরী চলে যাওয়ার তিন বছর
ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী কবরীর চলে যাওয়ার তিন বছর পূর্ণ হলো বুধবার (১৭ এপ্রিল)। ২০২১ সালের আজকের এই দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান ‘মিষ্টি মেয়ে’ খ্যাত এই অভিনেত্রী। বর্ণাঢ্য ক্যারিয়ারে একাধারে কবরী ছিলেন অভিনেত্রী, সংগঠক, নির্মাতা, প্রযোজক ও রাজনীতিক। ১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বোয়ালখালীতে জন্ম নেন কবরী। তার আগের নাম ছিল মিনা পাল। অভিনেত্রীর শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে। তার বাবা কৃষ্ণদাস পাল ও মা লাবণ্য প্রভা পাল।  ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে উঠেছিলেন কবরী। কাজ করেন টেলিভিশনে। এরপর দ্রুত সময়ে যুক্ত হন চলচ্চিত্রে। ১৯৬৪ সালে মাত্র নির্মাতা সুভাষ দত্তের ‘সুতরাং’ চলচ্চিত্রে অভিনয় করে মিনা পাল থেকে কবরী হয়ে ওঠেন তিনি। খুব অল্প সময়ের মধ্যেই ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি মেয়ে হিসেবে পরিচিতি পান এই নায়িকা।    ১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক হয় কবরীর। এরপর ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘ঢেউয়ের পর ঢেউ’, ‘পরিচয়’, ‘দেবদাস’, 'অধিকার', ‘বেঈমান', ‘সারেং বউ’, ‘অবাক পৃথিবী’, ‘দীপ নেভে নাই’, ‘সুজন সখি’, ‘তিতাস একটি নদীর নাম’সহ তিন শতাধিক চলচ্চিত্রে চলচ্চিত্রে অভিনয় করেছেন এই কিংবদন্তি।      ৫০ বছরের বেশি সময়ে চলচ্চিত্রে রাজ্জাক, ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, জাফর ইকবাল ও বুলবুল আহমেদের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী। ঢাকার চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন রাজ্জাক-কবরী।  ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কবরী। যুক্ত ছিলেন অসংখ্য নারী অধিকার ও সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে। ২০১৭ সালে অমর একুশে গ্রন্থমেলায় তার আত্মজীবনীমূলক বই ‘স্মৃতিটুকু থাক’ প্রকাশ পায়।  মৃত্যুর আগে সরকারি অনুদান পাওয়া ছবি ‘এই তুমি সেই তুমি’ সিনেমায় কাজ করছিলেন কবরী। সিনেমায় তিনি নিজেও অভিনয় করেন। এখানেও কবরী তুলে ধরার চেষ্টা করেন নতুন মুখ নিশাত সালওয়াকে। এর শুটিং ছিল প্রায় শেষ পথে। পাশাপাশি চলছিল ডাবিং ও সম্পাদনার কাজ। তবে ছবিটি পুরোপুরি শেষ করে যেতে পারেননি কবীর। বছর দুয়েক আগে তার ছেলে শাকের চিশতী সিনেমাটির শুটিং পুরো সম্পন্ন করার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন।  ব্যক্তিগত জীবনে প্রথমে চিত্ত চৌধুরীকে বিয়ে করেন  কবরী। সম্পর্ক বিচ্ছেদের পর ১৯৭৮ সালে তিনি সফিউদ্দীন সরোয়ারকে বিয়ে করেন। ২০০৮ সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায়। পাঁচ সন্তানের মা ছিলেন   কবরী।  অভিনয় ক্যারিয়ারে সেরা অভিনেত্রীর স্বীকৃতি স্বরূপ ছয়বার বাচসাস পুরস্কার, একবার বিসিআরএ অ্যাওয়ার্ডস এবং দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন কবরী। ২০২১ সালের ১৭ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।   
১৭ এপ্রিল ২০২৪, ১৫:০৯

বাড়ির দরজা খুলতেই মেজাজ হারালেন অভিনেত্রী
ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। এমনিতে বেশ খোলা মনের মানুষ তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে টানাপোড়েন থাকলেও দমে যাননি এই অভিনেত্রী। সবকিছু পেরিয়ে অভিনয়ে ঠিক নিজেকে এগিয়ে নিয়ে গেছেন তিনি। কিন্তু এবার হঠাৎ কি হলো তার? নিজের বাড়ির দরজা খুলতেই মেজাজ হারালেন শ্বেতা।  সম্প্রতি বাড়ি থেকে বেরোতে গিয়ে রেগে যান শ্বেতা। কখনও কখনও মায়ানগরীতে পাপারাজ্জিদের উপদ্রবে তারকাদের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়। পেশাগত কারণে বেশিরভাগ সময়ই বিষয়টিকে সুন্দর ভাবে নিয়ন্ত্রণ করেন তারকারা। আবার কখনও কখনও ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ঘটে বিপত্তি। ঠিক যেমনটা হলো শ্বেতার সঙ্গে। নিজ বাড়ির দরজা খুলে বাইরে বের হতেই পাপারাজ্জিদের ওপর মেজাজ হারালেন এই অভিনেত্রী।   বাড়ির লোহার দরজা খুলতেই শ্বেতা দেখেন, বাইরে ভিড় জমিয়েছেন পাপারাজ্জিরা। তাদের দেখা মাত্রই অভিনেত্রী প্রশ্ন করেন— কে আপনারা? কোথা থেকে এসেছেন?  অভিনেত্রীকে পোজ দিতে অনুরোধ করতেই আরও বিরক্ত বোধ করেন তিনি। এমনকি কোনো পোজ না দিয়েই খানিক রেগেই দরজা বন্ধ করে ভিতরে ঢুকে যান শ্বেতা।  শ্বেতার ব্যক্তিগত জীবন বরাবর বিতর্কিত। বিয়ে, প্রেম, সংসার, সন্তান নিয়ে বেশ চর্চিত হয়েছে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। একাধিকবার সমালোচনার মুখে পড়লেও নিজেকে সামলে এগিয়ে গেছেন তিনি।  বর্তমানে দুই ছেলেমেয়েকে নিয়ে সংসার শ্বেতার। গত বছরই বড় পর্দায় অভিষেক হয়েছে তার মেয়ে পলকের। এবার রোহিত শেট্টির ‘সিংঘাম এগেইন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা যাবে মা শ্বেতাকেও।     সূত্র : আনন্দবাজার   
১৩ এপ্রিল ২০২৪, ০৯:৫২

শিল্পাকে নাকি বিপাকে ফেলেছেন ঋতুপর্ণা, মুখ খুললেন অভিনেত্রী
বেশ কয়েক দিন ধরেই ঋতুপর্ণা সেনগুপ্ত ও শিল্পা শেঠির একটি ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় চলছে নেটমাধ্যমে। শিল্পাকে নাকি বিপাকে ফেলেছেন ঋতুপর্ণা— রীতিমতো এমন বিতর্কের মুখে পড়েছেন এই দুই তারকা। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ঋতুপর্ণা। শিল্পাকে ও ঋতুপর্ণার ভাইরাল ভিডিওটি দেখে নেটিজেনদের ধারণা, ঋতুপর্ণাকে দেখেও এড়িয়ে গিয়েছেন শিল্পা। বাংলার প্রথম সারির অভিনেত্রীকে নাকি পাত্তাই দেননি তিনি।  বিষয়টি নিয়ে বিতর্ক যেন বেড়েই চলেছে।   ওই ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিচ্ছিলেন শিল্পা। এমন সময়  ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যেতে দেখা যায় ঋতুপর্ণাকে। আর সেটা দেখেই নেটিজেনদের একাংশের দাবি, ঋতুপর্ণা ইচ্ছে করেই ছবি তোলায় বাদ দিতেই ক্যামেরার সামনে এসেছিলেন তিনি। আবার অনেকের মতে, ঋতুপর্ণাকে দেখেও চিনতে পারেননি শিল্পা।  সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেন ঋতুপর্ণা। তিনি বলেন, সেখানে অনুষ্ঠান কর্তৃপক্ষ ছাড়া অন্য কোনো ফোটোগ্রাফারের প্রবেশের অনুমতি ছিল না। কেউ ভিডিওটা কোনোভাবে রেকর্ড করে গুজব ছড়াচ্ছে।   অভিনেত্রী জানান, কর্তৃপক্ষের পক্ষ থেকে তখন ঋতুপর্ণাকে ভেতরে নিয়ে যাওয়ার কথা ছিল। তাই ডাক পেয়ে এগিয়ে যান অভিনেত্রী। তিনি শিল্পাকে দেখেননি। এমনকি শিল্পাও তখন ঋতুপর্ণাকে খেয়াল করেননি।      ঋতুপর্ণা-শিল্পা দুজনেই একে অপরের দীর্ঘ দিনের পরিচিত। অভিনেত্রী বলেন, হোটেলের লাউঞ্জে আমাদের কথা হয়েছে। তারপর অনুষ্ঠানে আমরা পাশাপাশি আসনেও বসেছিলাম।  তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঋতুপর্ণাকে নিয়ে যে সমালোচনা শুরু হয়েছে, সেটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, অপ্রত্যাশিত ঘটনা। কিন্তু নেটমাধ্যমে আমাকে নিয়ে অনেকে ভালো মন্তব্যও করেছেন। সে দিক থেকে ঠিক আছে।  সূত্র : আনন্দবাজার   
১২ এপ্রিল ২০২৪, ১৩:৫৫

মা হওয়ার খবর গোপন রাখার কারণ জানালেন অভিনেত্রী
চলতি বছরের  মার্চর মাসের ৪ তারিখে পুত্রসন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী আরতি ছাবরিয়া। সন্তান জন্মলাভের পরেও বিষয়টি গোপন রেখেছিলেন এই অভিনেত্রী। ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করেছেন ঠিক একমাস পরে। অভিনেত্রীর মা হওয়ার খবরটি প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠে― কেন এত দেরিতে মা হওয়ার খবর জানালেন আরতি? ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সে মা হলেও অন্তঃসত্ত্বা ও মা হওয়ার খবর লুকিয়ে রেখেছিলেন অভিনেত্রী আরতি। সন্তানের নাম ইউভান। তবে এই সুখবর এতদিন গোপন রাখার পেছনে রয়েছে মর্মান্তিক ঘটনা। এ বলি তারকা জানিয়েছেন, এবারই প্রথম নয়। এর আগেও অন্তঃসত্ত্বা হয়েছিলেন তিনি। তখন গর্ভেই মৃত্যু হয় সেই সন্তানের। এ কারণে তখন মানসিকভাবে একদমই ভেঙে পড়েছিলেন আরতি। এছাড়া গর্ভপাত হওয়ার পর ব্যক্তিজীবনে নানা সমস্যার মুখোমুখি হয়েছিলেন। এ জন্য দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর কাউকে জানাতে চাননি।  এ ব্যাপারে আরতি বলেন, আমি এটা নিয়ে দ্বিধা বোধ করি না কখনো। এটাই তো স্বাভাবিক। আমিও একজন মানুষ। মানুষের ধারণা তিনি একজন অভিনেত্রী, তার জন্য এটা সহজ। টাকা দিয়েই সব হয়ে যাবে। কিন্তু বাস্তবিক অর্থে এই যন্ত্রণা ভোলার নয়। এর চিকিৎসা শরীরকে শেষ করতে পারে। তিনি বলেন, বিভিন্ন ধরনের ওষুধের খারাপ প্রতিক্রিয়ায় যন্ত্রণায় কাতরাচ্ছিলাম আমি। আর ৪১ বছর বয়সে সন্তান জন্ম দেয়া সহজ নয়, যতটা ২০ বা ৩০ বছর বয়সে সম্ভব।
১০ এপ্রিল ২০২৪, ০০:৩৭

ক্যানসার আক্রান্ত অভিনেত্রী আফরোজার পাশে দাঁড়ালেন ফারহান
বর্তমান সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। কেবল অভিনয় নয়, তারকা খ্যাতির বাইরে মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্যও বেশ মানবিক তিনি। সহকর্মী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। এদিকে, ছোটপর্দার পরিচিত মুখ আফরোজা হোসেন গত দুই বছর ধরে জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত। এবার এই অভিনেত্রীর চিকিৎসায় দুই লাখ টাকা অর্থ সহায়তা করলেন ফারহান। তিনি ক্যানসার শনাক্ত হওয়ার পর থেকে দেশে চিকিৎসা নিচ্ছেন। তবে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তাকে ভারতে নেয়া হয়েছে। এরই মধ্যে ভারতের চিকিৎসক জানান, তার ক্যানসার নিয়ন্ত্রণে থাকলেও মেরুদণ্ড নার্ভের জরুরি একটি অপারেশন করাতে হবে। কিন্তু আর্থিক সংকটের কারণে নিজের চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না অভিনেত্রী। তার কয়েকজন সহশিল্পী পাশে দাঁড়ালেও চিকিৎসা ব্যয় চালাতে হিমশিম খাচ্ছিলেন এই অভিনেত্রীর পরিবার। এ অবস্থায় তার পাশে দাঁড়ালেন ফারহান। সহকর্মী আফরোজার চিকিৎসার জন্য তার পরিবারের হাতে তুলে দিয়েছেন নগদ ২ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করে দীর্ঘ একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। তিনি লেখেন, ফারহানের সঙ্গে শুটিং চলাকালীন সময়ে আফরোজা আপার অসুস্থতার কথা কিছুটা বলি তাকে। এরপর তিনি রীতিমতো আগেব প্রবণ হয়ে পড়েন। আমাকে জিজ্ঞাসা করলেন, মিঠু আপা কত টাকা শর্ট পরেছে? আমি তাকে বলি সম্ভবত ২ লাখ রুপি। এরপর ফারহান ৩০ সেকেন্ডের মতো ভেবেই আমার হাতে ২ লাখ টাকা ক্যাশ দিয়ে দিলেন। তখন গ্রিনরুমে উপস্থিত আমাদের সবার চোখে পানি। সঙ্গে সঙ্গে আফরোজা আপার ছেলেকে ফোন করে ফারহানকে ধরিয়ে দিলাম, আপার ছেলে নাঈম হাউমাউ করে কাঁদছে। তখন ফারহান আপন ভাইয়ের মতো সান্ত্বনা দিচ্ছে। ফারহান এবং তার পরিবারের জন্য আমাদের কলিজার ভেতর থেকে দোয়া ও কৃতজ্ঞতা জানাই। সেই অপারেশন সাকসেসফুল হয়েছে। আফরোজা আপাও ভালো আছেন। আল্লাহ মহান, এভাবেই মানবতার জয় হোক। প্রসঙ্গত, এর আগে মুশফিক আর ফারহান তার ম্যানেজার কাম-সহকারী রওশন আলম রায়হানের মৃত্যুর পর তার দিশেহারা পরিবারের পাশে দাঁড়িয়েছেন। প্রয়াত সহকারীর স্বপ্ন পূরণে ঈশ্বরদীর (পাবনা) চরকুরুলিয়া গ্রামে একতলা ছাদের চার রুমের একটি বাড়ি বানিয়ে দিচ্ছেন। পাশাপাশি তিনি ছোট পর্দার জ্যেষ্ঠ অভিনেতা আলাউদ্দিন লালের চিকিৎসার দায়িত্বও নিয়েছিলেন। এছাড়াও আড়ালে তিনি অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক অভিনেতা হিসেবে খ্যাতি পেয়েছেন।
০৯ এপ্রিল ২০২৪, ২০:০৮

রাস্তায় যৌন হেনস্তার শিকার অভিনেত্রী
বিগবস প্রতিযোগী আয়েশা খান, তাকে কিছু দুঃসহ স্মৃতি আজও তাড়া করে । মুম্বাইয়ের রাস্তায় যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। এখনও ভুলতে পারেন না। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তা প্রকাশ করেছেন আয়েশা। একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন, তখন আমি মালাদে থাকি। একদিন বিকেল বেলা আমার ফ্ল্যাটের সামনে ফুচকা খেতে নিচে নেমেছিলাম। হঠাৎ এক মধ্যবয়স্ক ব্যক্তি এসে আমাকে বলেন, বাহ.. তোমার স্তনগুলো তো খুব সুন্দর! ওই লোকটার কথায় আমি চমকে উঠেছিলাম। এরপর আরও এক হেনস্তার ঘটনা বলেন আয়েশা। তার কথায়, আমি একদিন অটো করে কাজে যাচ্ছিলাম। হঠাৎ করে অটোওয়ালা আমায় বলল, আমাকে কেউ একটা পিছু করছে। হঠাৎ করে দেখি আমার অটোর পাশে একটি বাইক আসে। বাইকের পেছনে বসা এক যুবক হাত বাড়িয়ে আমার শরীর ছুঁতে চায়। চিৎকার করে উঠেছিলাম। যত্রতত্র হেনস্তা্র বিষয়টি নিয়ে আয়েশা আরও বলেন, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছি বলেই যে আমাদের এটা সহ্য করতে হয়, তা নয়। আমরা মেয়েরা সত্যিই মাঝে মধ্যে খুব অসহায়বোধ করি। আয়েশা খান একাধারে মডেল ও অভিনেত্রী। তিনি আলোচনায় আসেন রিয়েলিটি শো বিগবসের মাধ্যমে। এরইমধ্যে ক্যারিয়ারে জমা হয়েছে বেশকিছু কাজ। 
০৬ এপ্রিল ২০২৪, ২০:১৩

চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী অনুপমা পরমেশ্বর। শুক্রবার (২৯ মার্চ) মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘টিলু স্কয়ার’। সিনেমায় অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন সিধু। কিছুদিন আগে এই সিনেমাটির ট্রেলার মুক্তি পায়। সেখানে সিধুর সঙ্গে চুম্বনের দৃশ্য রয়েছে অনুপমার। এ কারণে মুক্তির আগে থেকেই জোর আলোচনায় রয়েছে মালিক রাম নির্মিত ‘টিলু স্কয়ার’। এবার ভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে চুম্বন দৃশ্যটি নিয়ে খোলামেলা কথা বলেছেন অনুপমা। অনুপমা বলেন, রোমান্স করা সহজ কাজ না। ব্যক্তিগত মুহূর্তে দুজন মানুষ অন্তঃরঙ্গ হয়। কিন্তু শুটিংয়ের সময়ে আমাদের সামনে শতাধিক মানুষ উপস্থিত থাকেন। বিশেষ করে চুম্বন দৃশ্যটি যখন গাড়ির ভেতরে করেছি, তখন আমার পায়ে দুটি ক্ষত ছিল। এ অবস্থাতেও আমাদের অভিনয় করতে হয় এবং চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে হয়। দর্শকরা মনে করতে পারেন রোমান্স করা খুব সহজ। কিন্তু কাজটি মোটেও সহজ নয়। এবারই প্রথম নয়, ২০২২ সালের ১৪ জানুয়ারি মুক্তি পায় অনুপমা অভিনীত সিনেমা ‘রাউডি বয়েস’। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন আশিষ রেড্ডি। মুক্তির আগেই প্রকাশিত এই সিনেমাটির ট্রেলারেও চুম্বন দৃশ্যে দেখা যায় অনুপমা-আশিষ। সেসময় অভিনেত্রীকে এমন অন্তঃরঙ্গ দৃশ্যে দেখে বিস্ময় প্রকাশ করেন তার ভক্তরা।  প্রসঙ্গত, ২০১৫ সালে রুপালি পর্দায় পা রাখেন অনুপমা। ইতোমধ্যে তার অভিনীত দুই ডজন সিনেমা মুক্তি পেয়েছে। অভিষেক চলচ্চিত্রেই সবার নজর কাড়েন এই অভিনেত্রী। শুধু তাই নয়, অনুপমা অভিনীত মুক্তিপ্রাপ্ত বেশিরভাগ সিনেমাই সফলতা অর্জন করেছে বক্স অফিসে।  সূত্র : টালিউড ডটনেট    
৩০ মার্চ ২০২৪, ১০:৩৭

যে কারণে বাংলাদেশের পরিচালক-প্রযোজকের ওপর ক্ষুব্ধ ভারতীয় অভিনেত্রী
পশ্চিমবঙ্গের দর্শকপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেন। তবে ইন্ডাস্ট্রিতে সবাই তাকে ‘ঋ’ নামেই চেনেন। কিছুদিন আগে বাংলাদেশের একটি চলচ্চিত্রে কাজ করেন এই অভিনেত্রী। কিন্তু শুটিং শেষ হওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার পারিশ্রমিক দেননি বলে অভিযোগ করেছেন তিনি।  শুধু তাই নয়, পরিচালক-প্রযোজক তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলেও জানান ঋতুপর্ণা। টাকা না পেয়ে বাংলাদেশের পরিচালক-প্রযোজকের ওপর খেপেছেন তিনি। এমনকি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট দিয়েছিলেন এই অভিনেত্রী। যদিও পরে সেটা মুছে দেন ঋতুপর্ণা।   সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এ প্রসঙ্গে মুখ খুলেছেন ঋতুপর্ণা। এসময় বাংলাদেশের পরিচালক-প্রযোজকের ওপর ক্ষোভ ঝেড়েছেন তিনি।  ঋতুপর্ণা বলেন, প্রায় তিন লাখ টাকা পাই তাদের কাছে। আমার কাছে এটা অনেক বড় অঙ্কের টাকা। অনেক দিন ধরে বসে আছি। গত দেড় মাস ধরে ক্রমাগত পরিচালককে ফোন করে যাচ্ছি, তিনি ফোন রিসিভ করছেন না, যোগাযোগ পুরোপুরি বন্ধ।   এখন আমার উদ্বেগ হচ্ছে, টাকা পাব তো! শেষমেশ বাধ্য হয়ে ফেসবুকে লিখি। আমি গত ২৮ মার্চ প্রোডাকশনের লোকেদের সঙ্গে কথা বলি, তখন আমার সঙ্গে  খুবই খারাপ ব্যবহার করা হয়। কেন আমি টাকা চাচ্ছি, সেটাতেই তাদের আপত্তি। সেটা আমার খারাপ লাগায় ফেসবুকে লিখি। না হলে আমি তেমন মানুষ নই যে, ফেসবুকে নিজের ব্যক্তিগত জীবন তুলে ধরব।  অভিনেত্রী আরও বলেন, আসলে টাকা পাঠানো নিয়ে সমস্যা। আমি এই মুহূর্তে বুঝে উঠতে পারছি না, কী সমস্যা হচ্ছে। এর আগে শ্রীলঙ্কায় কাজ করেছি, কোনো সমস্যা হয়নি। এবারই প্রথম বাংলাদেশে কাজ করতে গিয়ে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। বুঝতে পারছি না, আমার কী করণীয়। তবে একটা শিক্ষা হয়েছে। ভবিষ্যতে ডলারে কাজ করব। টাকায় কোনো আর্থিক আদান-প্রদান না হয় সে বিষয়টি খেয়াল রাখব। তবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরই প্রযোজক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন ঋতুপর্ণা। কিন্তু ওই পরিচালক-প্রযোজকের নাম প্রকাশ করেননি তিনি। শুধু যে বাংলাদেশের পরিচালক-প্রযোজকের ওপর ক্ষুব্ধ ঋতুপর্ণা, বিষয়টি এমন নয়।  বাংলাদেশের আতিথেয়তারও বেশ প্রশংসা করে্ন তিনি। এ প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ওখানকার মানুষ খুবই অতিথিপরায়ণ। খুবই ভালো অ্যাপায়ন পেয়েছি। আমার জুতা থেকে ব্যাগ বয়ে দেওয়ারও লোক ছিল।  অন্যদিকে, টালিউডে জুতা তো দূরের বিষয়, ব্যাগ নিতে বললেও মুখ বাঁকা করে। দুই ইন্ডাস্ট্রিতেই ভালো-খারাপ দিক রয়েছে। সবই ঠিক ছিল। কিন্তু টাকাপয়সা নিয়ে কেন এমন হলো বুঝলাম না। তবে ওরা কথা দিয়েছে, টাকাটা যত দ্রুত সম্ভব দিয়ে দেবে। টাকাটা পাওয়া অবধি অপেক্ষা করব।    প্রসঙ্গত, ২০০৯ সালে ‘লাভ ইন ইন্ডিয়া’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে নাম লেখান ঋতুপর্ণা। পরবর্তীতে ‘গান্ডু’, ‘কয়েকটি মেয়ের গল্প’র মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি। তবে ২০১৫ সালে ‘কসমিক সেক্স’ সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করে ব্যাপক সমালোচিত হন তিনি। সূত্র : আনন্দবাজার 
৩০ মার্চ ২০২৪, ০৯:৩৮

হাসপাতালের বিল দিতে পারছে না অভিনেত্রী
বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২৮ বছর বয়সী দক্ষিণী অভিনেত্রী অরুন্ধতী নায়ার। গেল ১৪ মার্চ ঘটনাটি ঘটছে। একটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনার সময় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী। ভারুতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ অরুন্ধতী নায়ার ভয়ঙ্কর বাইক দুর্ঘটনায় শারীরিক অবস্থা এতটাই গুরুতর যে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। গত চারদিন ধরে জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। অভিনেত্রীর কাছের বন্ধু রেমিয়া জোসেফ জানিয়েছেন, হাসপাতালের বিল দিতে পারছে না পরিবার। প্রয়োজন আর্থিক সহায়তার। সেরে উঠতে আরও কিছু অস্ত্রোপচার প্রয়োজন অরুন্ধতীর। আর তার জন্য প্রয়োজন অর্থের।  রেমিয়া বলেন, তামিল সিনেমার জনপ্রিয় মুখ হওয়া সত্ত্বেও ইন্ডাস্ট্রির কেউ আসেনি অভিনেত্রীকে সহায়তা করতে। অরুন্ধতীর পরিবার আর্থিকভাবে সচ্ছল নয়। হাসপাতালের বিল পরিশোধ করতে তাদের আর্থিক সহায়তা দরকার। তার কিছু বন্ধু সাহায্য করেছেন, তখন আরও অর্থের প্রয়োজন। এমন তো নয় যে আমরা কোটি টাকা কামাই করি। প্রসঙ্গত, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় তামিল সিনেমা ‘পোঙ্গি এজহু মনোহরা’ দিয়ে অভিনয়ে পা রাখেন অরুন্ধতী। ২০১৮ সালে মুক্তি পায় বিজয় অ্যান্টোনির ‘শয়তান’। এই সিনেমা থেকে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। ২০২৩ সালে ‘আইয়িরাম পোরকাসুখুল’ সিনেমাতে শেষবার তাকে দেখা গেছে।
২৫ মার্চ ২০২৪, ১৩:৩০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়