• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
অবশেষে নিজেদের গোপন সম্পর্কের কথা ফাঁস করলেন মাহি-জয়
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি। বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরেই মেজাজে আছেন এই নায়িকা। বন্ধু-বান্ধবীদের সঙ্গে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। শুধু তাই নয় নতুন উদ্যমে কাজেও ফিরেছেন তিনি। এবার ঈদে মুক্তি পাওয়া শাকিবের ‘রাজকুমার’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পাচ্ছেন। এদিকে ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক জয় চোধুরী। ভালোবেসে নায়িকা নীড়কে বিয়ে করেছেন। তাদের ঘরে একটি পুত্রসন্তানও আছে। যদি বিয়ে-সন্তানের বিষয়টি দীর্ঘ আড়ালেই রেখেছিলেন তারা।  জয় চোধুরীর সঙ্গে মাহির প্রায় সময়ই নানান ছবি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই নায়কের বাসায় অন্য নায়ক-নায়িকাদের সঙ্গে বেশ ফুরুফুরে মেজাজেই আড্ডায় মাততে দেখা যায় মাহিকে। জয়ের সঙ্গে সিনেমা না করেও এতট ভালো সম্পর্ক কীভাবে হলো সেটিই এবার একটি অনুষ্ঠানে এসে ফাঁস করলেন তারা।   মাহি বলেন, অল্প সময়েই জয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। ও আমার সঙ্গে কোন সিনেমায় কাজ করেনি। আর আমার সঙ্গে যেই নায়করা কাজ করেন তাদের আমি শত্রু ভাবি। যার কারণে তাদের সঙ্গে আমার সম্পর্কটা ভালো হয় না। জয়ের সঙ্গে আমার ২০১৯ থেকেই ভালো সম্পর্ক কিন্তু গোপন রেখে ছিলাম কারণ যে কোন জিনিস  গোপন রাখলে সেটা সুন্দর থাকে।  এদিকে মাহির সঙ্গে সম্পর্কের ব্যাপারে জয় বলেন, খোলামেলা বিষয়টা আসলে সবাই ভালভাবে নেন না। গোপন থাকলে বিষয়টার মাঝে একটা পবিত্রতা থাকে। মাহির সঙ্গে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের মাঝে গভীরতা অনেক।     
১৫ এপ্রিল ২০২৪, ১৭:২০

অবশেষে আইনিভাবে বিচ্ছেদের পথে ধানুশ-ঐশ্বরিয়া
গত দুই বছর ধরে ডিভোর্স নিয়ে নানান ধরনের আলোচনা-সমালোচনা কিংবা জল্পনা-কল্পনা থাকলেও এবার সেই পথেই হাঁটলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা ধানুশ ও ঐশ্বরিয়া রজনীকান্ত। ডিভোর্সের জন্য পারিবারিক আদালতে আবেদন করেছেন এই তারকাজুটি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, ১৩-বি ধারার অধীনে পিটিশন দাখিল করেছেন ধানুশ-ঐশ্বরিয়া। দু’জন যৌথ সম্মতিতেই ডিভোর্সের জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং যৌথ সম্মতিতেই আইনিভাবে ডিভোর্স হবে তাদের। এর আগে ২০২২ সালের জানুয়ারিতে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন এই তারকাজুটি। তখন তাদের এই ঘোষণা ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের জন্য বিশাল একটি ধাক্কা হিসেবে ছিল। দাম্পত্য জীবনের দীর্ঘ ১৮ বছর পর আলাদা হওয়ার সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই মর্মাহত করেছিল তাদের। তবে সেই ঘোষণার প্রায় দেড় বছর পর পারস্পরিক সম্মতিতে ডিভোর্সের জন্য আবেদন করেন ধানুশ-ঐশ্বরিয়া। আর তাদের ডিভোর্স মামলার শুনানি শিগগিরই হবে। তবে মাঝের গত দুই বছর ধরে আলাদা থাকছেন তারা। আর ডিভোর্স ঘোষণার পর সন্তানদের স্কুলের অনুষ্ঠানেও দেখা গেছে তাদের। প্রসঙ্গত, ২০০৪ সালে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে বিয়ে হয় অভিনেতা ধানুশের। কিন্তু দাম্পত্য জীবনের প্রায় দেড় যুগ পর ডিভোর্সের ঘোষণা দেন তারা। এরপর থেকেই নাকি আলাদা থাকছিলেন ধানুশ-ঐশ্বরিয়া। পরবর্তীতে বিষয়টি অবশ্য চাপা পড়ে যায়। তখন শুভাকাঙ্ক্ষীদের অনেকেই ধারণা করেছিলেন―নিজেদের মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। মান-অভিমান মিটিয়ে ফের এক হবেন তারা। কিন্তু সেটি যে আর হচ্ছে না, তা স্পষ্ট হলো ডিভোর্সের জন্য আইনি পথে তাদের পথ চলার খবরে।
১০ এপ্রিল ২০২৪, ১৭:২০

অবশেষে নতুন কোচ পেলো পাকিস্তান
মাসখানেক ধরেই নতুন করে সবকিছু সাজাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে বিশ্বকাপে রীতিমত ভরাডুবির পর দুই দফায় অধিনায়কের পদে রদবদল এসেছে। নেতৃত্ব হারিয়ে ফের তা ফিরে পেয়েছেন বাবর আজম। একই সঙ্গে সাত সদস্যের নির্বাচক কমিটির ঘোষণাও এসেছে। এদিকে এতকিছুর পরও দ্য গ্রিন ম্যানদের প্রধান কোচ নিয়ে ধোঁয়াশা কাটেনি। এই তালিকায় গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পির নামও জোরেশোরে শোনা গিয়েছে। তবে সেই সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি।  এবার সব ধোঁয়াশা একপাশে রেখে অন্তর্বর্তীকালীন কোচে আস্থা রেখেছে দেশটির ক্রিকেট বোর্ড। মূলত নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজকে সামনে রেখে লম্বা সময় অপেক্ষাও করতে নারাজ পিসিবি। গুঞ্জন ছিল, মোহাম্মদ ইউসুফ পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন। তবে তাকে নয়, স্বল্প সময়ের জন্য সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদকে দায়িত্ব দিয়েছে পিসিবি। অন্যদিকে ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন ইউসুফ।  সোমবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজহার মাহমুদকে প্রধান কোচের দায়িত্ব দেওয়ার বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  বিবৃতিতে পিসিবি বলেছে, আজহার মাহমুদকে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য প্রধান কোচ পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে সাঈদ আজমলকে আরও একটি সিরিজের জন্য স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। নিউজিল্যান্ড সিরিজেও থাকছেন তিনি। এ ছাড়া সাবেক পেসার ও নির্বাচক ওয়াহাব রিয়াজকে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে। দ্য গ্রিন ম্যানদের হয়ে ১৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আজহার। উইকেট শিকার করেছেন ১৬২টি। এ ছাড়া ২ হাজার ৪২১ রানও করেছেন তিনি। এর আগে, ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেন আজহার মাহমুদ। উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিল থেকে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। একই ভেন্যুতে ২০ ও ২১ এপ্রিল হবে পরের দুটি ম্যাচ। এ ছাড়া ২৫ ও ২৭ এপ্রিল শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ হবে লাহোরে।  
০৯ এপ্রিল ২০২৪, ১৩:৫৮

অবশেষে যুদ্ধবিরতির আলোচনায় নেতানিয়াহুর অনুমোদন
অবশেষে ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধবিরতির নতুন আলোচনায় অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার (২৯ মার্চ) নেতানিয়াহুর দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, কাতারের রাজধানী দোহা ও মিসরের রাজধানী কায়রোতে এই আলোচনা হবে। নেতানিয়াহু ইতোমধ্যে গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়ার সঙ্গে নতুন আলোচনা নিয়ে কথা বলেছেন। তবে মোসাদপ্রধান নিজে যুদ্ধবিরতির আলোচনায় উপস্থিত কি না, সেটি স্পষ্ট করেনি তারা। এর আগে, গত ২৫ মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে তোলা প্রস্তাব পাস হয়। ওইদিন যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র। এতে ক্ষিপ্ত হয়ে দোহায় অবস্থানরত আলোচনাকারী দলকে ফিরিয়ে আনেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পর দিন মঙ্গলবার মধ্যস্থতাকারী দেশ কাতার জানায়, যুদ্ধবিরতির আলোচনা অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। যা এখনও অব্যাহত রয়েছে। হামলায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। পাঁচ মাসের বেশি সময় ধরে চলমান এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। পানি, খাবার ও নিরাপদ স্থানের অভাবে উপত্যকাটির বাসিন্দারা মৃত্যুর দ্বারপ্রান্তে।
২৯ মার্চ ২০২৪, ২৩:৪২

অবশেষে দ্বন্দ্ব ভুলে যে কারণে এক হলেন নওয়াজউদ্দিন-আলিয়া
বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ব্যক্তিগত জীবনে ভালোবেসে আলিয়া সিদ্দিকীকে বিয়ে করেন তিনি। এই দম্পতির এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। গেল বছর স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মামলা করেন আলিয়া। সব মিলিয়ে চরম পর্যায় পৌঁছে যায় তাদের দাম্পত্য কলহ। যা আদালত পর্যন্ত গড়ায়। অবশেষে সকল দ্বন্দ্ব ভুলে ফের এক হলেন নওয়াজউদ্দিন-আলিয়া।     জানা গেছে, কাদা-ছোড়াছুড়ির অবসান ঘটিয়ে ফের একসঙ্গে সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া-নওয়াজউদ্দিন। দিন কয়েক আগেই ছিল এই দম্পতির বিবাহবার্ষিকী। বিশেষ দিনটি একসঙ্গে উদযাপন করেছেন তারা। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান আলিয়া। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কিছু কারণে আমার জীবনে পরিবর্তন এসেছে। খারাপ জিনিসগুলো সবার সঙ্গে ভাগ করে নিই আমরা। তাহলে ভালোটাও ভাগ করে নেওয়া উচিত।  নওয়াজের সঙ্গে কলহের কারণ ব্যাখ্যা করে আলিয়া বলেন, তৃতীয় ব্যক্তির কারণে আমরা দাম্পত্য জীবনে কলহের মুখোমুখি হয়েছিলাম। কিন্তু এখন আমরা ভুল বুঝতে পেরেছি।    অভিনেতার স্ত্রী আরও বলেন, সন্তানদের কারণে আমরা আত্মসমর্পন করেছি। তাই এখন আর আলাদা হওয়ার কোনো সুযোগ নেই আমাদের। কারণ, বাচ্চারা বড় হচ্ছে।  নওয়াজ শোরার (কন্যা) খুব ঘনিষ্ঠ। যা ঘটেছে সেটার প্রভাব শোরার ওপরে পড়েছে। সে এসব সহ্য করতে পারেনি। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি আর  ঝগড়া করব না বরং শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করব।  প্রসঙ্গত, ২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নওয়াজউদ্দিন-আলিয়া। আলিয়ার আসল নাম অঞ্জনা পাণ্ডে। অভিনেতাকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন আলিয়া। তবে ২০১৭ সালে  সম্পর্কে চিড় ধরার পর থেকেই আলাদা থাকতে শুরু করেন তারা। ২০২০ সালের মে মাসে নওয়াজউদ্দিনের নামে ডিভোর্সের মামলা করেন আলিয়া। পরবর্তীতে সেই মামলা প্রত্যাহার করে একসঙ্গে সংসার করার আগ্রহ প্রকাশ করেন তিনি। কিন্তু ২০২২ সালের শেষের দিকে ফের তাদের সম্পর্কে ফাটল ধরে। অবশেষে তিক্ততা ভুলে আবারও নতুন করে সংসার শুরু করেছেন তারা।  সূত্র : হিন্দুস্তান টাইমস     
২৯ মার্চ ২০২৪, ১৫:৫১

অবশেষে সেই অভিযুক্ত প্রেমিক সেলিম গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করা তরুণীর দায়ের করা মামলায় অবশেষে সেই অভিযুক্ত প্রেমিক সেলিম রেজাকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব।  বুধবার (২৭ মার্চ) দুপুরে পাবনা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।  গ্রেপ্তার সেলিম পাবনার ঈশ্বরদী উপজেলার মশুরিয়াপাড়া এলাকার আবদুল গফুরের ছেলে।  সংবাদ বিজ্ঞপ্তিতে মেজর এহতেশামুল হক খান জানান, এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক তরুণীর (১৮) সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয় সেলিম রেজার। এরপর তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ঢাকার শহরে বাসা ভাড়া নিয়ে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতেন। এরপর বিয়ে করার জন্য চাপ দিলে বিয়ে না করে সেখান থেকে পালিয়ে নিজ গ্রামে চলে যান অভিযুক্ত সেলিম। শুধু তাই নয়, বাড়িতে গিয়ে অন্য মেয়ের সঙ্গে গত ২২ মার্চ বিয়ে করেন তিনি। এ ঘটনা শুনে ভুক্তভোগী  ওিই তরুণী গত ২৩ মার্চ অভিযুক্ত সেলিম রেজার বাড়িতে যান। তাদের সম্পর্কের কথা পরিবারের সদস্যদের জানালে তারা তরুণীকে জানিয়ে দেয় সেলিম রেজারকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়েছে। এখন আর তার সঙ্গে বিয়ে দেওয়া সম্ভব নয়। এ কথা শোনার পর বিয়ের দাবিতে সেলিমের বাড়ির সামনে অনশন শুরু করেন ওই তরুণী। তখন তিনি সাংবাদিকদের বলেন, তাকে বিয়ে না করলে তিনি এই বাড়ি থেকে যাবেন না। প্রয়োজনে তিনি বিষপানে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেলিমের পরিবার থেকে সমাধান না পেয়ে পরবর্তীতে ভুক্তভোগী তরুণী থানায় ধর্ষণ মামলা করেন। এরপর প্রতারক সেলিম রেজাকে গ্রেপ্তারে অভিযানে নামে পাবনা র‌্যাবের একটি দল। কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খানের নেতৃত্বে দলটি ২৪ ঘণ্টাব্যাপী দীর্ঘ অভিযান পরিচালনা করে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সেলিম রেজাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সেলিম ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 
২৭ মার্চ ২০২৪, ২৩:৩৪

অবশেষে নির্বাচনের টিকিট পেলেন কঙ্গনা
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত। কাজের পাশাপাশি নানান বিতর্কিত মন্তব্যের কারণেই খবরের শিরোনামে থাকেন তিনি। বলিপাড়ায় ঠোঁটকাটা হিসেবেও বেশ পরিচিতি রয়েছে এই অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বিতর্কিত মন্তব্য করে উঠে আসেন চর্চায়। এবার এই নায়িকা লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট পেয়েছেন। এনডিটিভির তথ্য অনুসারে, রোবাবার (২৩ মার্চ) বিজেপি লোকসভা নির্বাচনে দলের মনোনীত প্রতিনিধিদের পঞ্চম তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় নাম রয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌতের। এ অভিনেত্রী হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপি প্রার্থী হিসেবে কঙ্গনার নাম ঘোষণার পর এক্সে (টুইট) একটি পোস্ট দিয়েছেন। এতে কঙ্গনা লেখেন, আমার প্রিয় ভারত এবং ভারতীয় জনতার নিজেদের পার্টি ভারতীয় জনতা পার্টি আমাকে সবসময় নিঃস্বার্থভাবে সমর্থন করেছে। লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে বিজেপি জাতীয় নেতৃত্বে আমার নাম ঘোষণা করেছে। আমি আমার জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়াই করব। আমি হাইকমান্ডের এই সিদ্ধান্তকে মেনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। গত কয়েক বছর ধরে গুঞ্জন উড়ছে, বিজেপির রাজনীতিতে যোগ দেবেন কঙ্গনা। লোকসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন সে গুঞ্জনও অনেক দিনের। মূলত, বিজেপির পক্ষে সাফাই গাওয়া, নরেন্দ্র মোদির প্রশংসা করার রেশ ধরেই এই গুঞ্জন চাউর হয়। সর্বশেষ রাজনীতিতে নাম লিখিয়ে এ অভিনেত্রী বলেন, আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিতে পেরে সম্মানিত বোধ করছি।
২৫ মার্চ ২০২৪, ১৭:১২

অবশেষে শান্তির জায়গা খুঁজে পেলেন পরীমণি!
শোবিজ তারকাদের নিয়ে সাধারণ দর্শকদের সব সময় বাড়তি আগ্রহ থাকে। তাদের ব্যক্তিজীবন থেকে শুরু করে কর্মজীবন, সব কিছুর সবশেষ সংবাদ পেতে মুখিয়ে থাকেন ভক্তরা। আর তাইতো তারকাদের সব কিছুতেই স্টাইলের ছোঁয়া দেখা যায়। হলিউড-বলিউডের তারকাদের গাড়ি-বাংলো-ফ্যাশনে যেমন চমক, তেমনই চমক রয়েছে তাদের ভ্যানিটি ভ্যানেও। শুটিং সেটে যে চাকা লাগানো ‘ঘর’-এ তারা সাজগোজ করেন, বিশ্রাম নেন সেটাকেই ভ্যানিটি ভ্যান বলা হয়। শোনা যায়, সেগুলো পাঁচতারা হোটেলের ঘরের চেয়ে কম কিছু নয়।  আমাদের দেশের তারকাদের তেমন ভাবে শুটিংয়ে ভ্যানিটি ভ্যান ব্যবহার করতে দেখা যায় না। তবুও ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণির মতে, ভ্যানিটি ভ্যান একজন শিল্পীর জীবনের সবচেয়ে শান্তিপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটি।   মাতৃকালীন ছুটি কাটিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করে একের পর এক কাজের খবর দিচ্ছেন পরী। আর ক্যারিয়ারে প্রথমবারের মতো কলকাতার সিনেমায় কাজ করছেন। সিনেমার নাম ‘ফেলুবকশি’। এই সিনেমার শুটিংয়ে ভ্যানিটি ভ্যান ব্যবহার করছেন এই অভিনেত্রী।   মঙ্গলবার (১৯ মার্চ) থেকে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয়েছে। শুটিংয়ের ফাঁকে ভ্যানিটি ভ্যানের দরজায় দাঁড়িয়ে পোজ দিয়েছেন পরীমণি। খোলা চুলে হাস্যোজ্জ্বল পরীকে দেখা গেছে অফ হোয়াইট রঙের পার্টি ড্রেসে। ছবির ক্যাপশনে ভ্যানিটি ভ্যানকে শান্তির জায়গা উল্লেখ করেন অভিনেত্রী। এদিকে, ‘ফেলুবকশি’-এ পরীর বিপরীতে রয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। থ্রিলার গল্পে নির্মিত হচ্ছে এটি। পরীমণির চরিত্রের নাম লাবণ্য, রহস্যময় এক চরিত্র। এদিকে, নির্মাণ কাজ শেষের দিকে পরীমণি অভিনীত নির্মিতব্য ‘ডোডোর গল্প-Story of Dodo’ সিনেমার কাজ। সিনেমাটি পরিচালনা করছেন রেজা ঘটক। এতে পরীর বিপরীতে আছেন সাইমন সাদিক।
২২ মার্চ ২০২৪, ১৯:১৮

অবশেষে কেজরিওয়াল কারাগারে
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দর কেজরিওয়ালকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় নয়বার ইডির সমন এড়াতে সক্ষম হলেও এবার তিনি ধরা দিয়েছেন। বাজেয়াপ্ত করা হয় তার ফোন। ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম, যিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার হলেন। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে গ্রেপ্তার করে। খবর টাইমস অব ইন্ডিয়া  বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মুখ্যমন্ত্রীর বাসভবনে তল্লাশি শুরু করে ইডি। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কেজরিওয়ালের বাসভবনের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। রাজধানীজুড়েই প্রতিবাদ শুরু করেন তারা। পরিস্থিতি জটিল হলে তা নিয়ন্ত্রণে আনতে বাসভবনের সামনে ১৪৪ ধারা জারি করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তি ইডি অরবিন্দ কেজরিওয়ালকে মদ নীতি কেলেঙ্কারি মামলার ‘ষড়যন্ত্রকারী’ বলে অভিহিত করা হয়েছে। ইডি বলেছে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং মদ নীতি তৈরিতে ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেতা কে. কবিতা।
২১ মার্চ ২০২৪, ২৩:১৩

অবশেষে বাগানে ফুল তোলার চাকরি নিলেন তটিনী
হালের অন্যতম প্রিয়মুখ তানজিম সায়রা তটিনী। যার হাসিতে বুঁদ হয় থাকেন সবাই। ক্যারিয়ারে ইতোমধ্যেই বেশ কিছু কাজ করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে পর্দায় মেলে ধরতে চান তটিনী। শিগগিরই ‘গোলাপ গ্রাম’ নামের একটি নাটকে দেখা যাবে তটিনীকে। যেখানে ফুল শ্রমিকের জীবন ও প্রেমিকার চরিত্রে দেখা যাবে তাকে। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে বিশেষ এই নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এতে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু। নাটকটির প্রসঙ্গে নির্মাতা বলেন, এই নাটকের মাধ্যমে মূলত গোলাপ গ্রামের ফুল তোলা শ্রমিকদের জীবন যুদ্ধের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে ফুল তোলা শ্রমিকের চরিত্রে তটিনী আর ফুল বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন রোহান। তাদের মধ্যে গড়ে ওঠে প্রেম। তবে মহাজন কুতুব মিয়া তাদের জীবনে ধরা দেয় কাঁটা হয়ে। প্রসঙ্গত, আসন্ন ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘গোলাপ গ্রাম’।  তটিনী-ইয়াশ ছাড়া আরও অভিনয় করেছেন— মাহমুদুল ইসলাম মিঠু, লামিয়া ল্যাম, পাপিয়া, পিয়াল, শর্মী প্রমুখ।
২১ মার্চ ২০২৪, ১৬:৩৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়