• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
গোবিন্দগঞ্জে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় রায়হান মিয়া গাটু (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।  সোমবার (৮ এপ্রিল) গোবিন্দগঞ্জের মহাসড়কের হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত রায়হান মিয়া গাটু গোবিন্দগঞ্জ উপজেলার কুড়িপাইকা গ্রামের আবদুল কুদ্দুস মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে হাইওয়ে থানার অদূরে কালিতলা নামক স্থানে একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় রংপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে গিয়ে চালক রায়হান মিয়া গাটু ঘটনাস্থলে নিহত হন। এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, খবর পেয়ে রেকার দিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ ঘটনায় বাসচালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।  তিনি আরও বলেন, অটোরিকশাচালক রায়হান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 
০৮ এপ্রিল ২০২৪, ১৭:৩০

পুলিশকে মাসোহারা দিয়ে চলছে অবৈধ সিএনজি অটোরিকশা (ভিডিও)
রাজধানীতে লাগামহীনভাবে বাড়ছে অবৈধ সিএনজিচালিত অটোরিকশা। হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও চলছে ধূসর বা রূপালী রঙের এসব অটোরিকশা। শুধু তাই নয়, নিয়ম ভেঙে আশপাশের জেলার অটোও ঢুকছে অবাধে। ১৫ হাজার বৈধর সঙ্গে নগরে এখন অবৈধ সিএনজি ২২ হাজারের বেশি। পুলিশকে মাসোহারা দিয়েই চলছে অবৈধ এই কারবার। রাজধানীতে ধূসর সিএনজি অটো আছে প্রায় চার হাজার। যার বেশির ভাগের মালিক ট্রাফিক বা পুলিশ সদস্য। ফলে ব্যক্তিগত যান অবলীলায় হয়ে যাচ্ছে ভাড়ায়চালিত। রাজধানীর কাওরান বাজার সিএনজি স্ট্যান্ডে দেখা গেল বেশির ভাগ অটোরিকশাই ঢাকা জেলার রেজিস্ট্রেশন করা। শুধু তাই না, রাজধানীতে অন্য জেলার অটোও চলছে অবাধে। অথচ মহানগরে বাইরের যান চলার কথা নয়।  রাজধানীতে অবৈধ সিএনজিচালিত অটো রয়েছে ২০ হাজারের বেশি। যেখানে বৈধর সংখ্যা সাড়ে ১৫ হাজার। এরমধ্যে অনেকগুলোর আবার বৈধ কাগজ নেই। বলতে গেলে অবৈধদের ভিড়ে বৈধরাই এখন কোণঠাঁসা।  চালক ও মালিকদের অভিযোগ, অবৈধ অটোর বড় অংশের মালিক ট্রাফিক পুলিশ। তাই তারা থাকেন নির্ঝঞ্ঝাট।  ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হাজী বরকতুল্লাহ বুলু বলেন, প্রাইভেট সিএনজির ৮৫ শতাংশই ট্রাফিক পুলিশের মালিকানায়। এই গাড়িগুলো দাপটের সঙ্গে চলে। অথচ, বৈধ গাড়িগুলো মোড়ে মোড়ে চেক করে।   রাজধানীতে হাজার হাজার অবৈধ সিএনজি অটোরিকশা থাকলেও তা জানা নেই ট্রাফিক বিভাগের কর্তাদের। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, সাদা প্রাইভেট সিএনজিগুলো কমার্শিয়ালি চলার কোনো অনুমতি নেই। কেউ ধরা পড়লে আইনের আওতায় আনা হচ্ছে।  বিশেষজ্ঞরা বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর অসাধু সদস্যদের যোগসাজোস ছাড়া এটি সম্ভব নয়। তাই সরকারে বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে হবে। দেশের প্রতিটি জেলায় অটোরিকশার ভিন্ন রং থাকলেও ব্যতিক্রম কেবল রাজধানী ও আশপাশের জেলাগুলো। এখানে সব সবুজ মিলেমিশে একাকার।
০২ এপ্রিল ২০২৪, ২১:০৩

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন। নিহতরা হলেন অটো চালক উপজেলার চান্দুলিয়া এলাকার উজ্জল মিয়া (৩৫) ও কদিম দেওহাটা এলাকার সুশান্ত বাকালী (৩৫)। শনিবার (১৬ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাটারি চালিত অটোরিকশাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লেন ধরে দেওহাটা থেকে গোড়াইয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অটোরিকশাটি গোড়াই মিলগেট এলাকায় পৌঁছালে দ্রুত গতির বালু ভর্তি একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে স্থানীয়রা মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্মরত চিকিৎসক আরও একজনকে মৃত বলে ঘোষণা করেন। গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান বলেন, নিহতদের মরদেহ থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত ট্রাকটিকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যেই আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
১৭ মার্চ ২০২৪, ১৩:০৮

পিকআপভ্যান চাপায় অটোরিকশা যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ভ্যানের চাপায় জয়নাল মিয়া (২৬) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। বুধবার (১৩ মার্চ) বেলা ১১টায় উপজেলার শশই নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল উপজেলার আনন্দ গ্রামের মাহতাব আলীর ছেলে। এ ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়কের শশই নামক স্থানে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জয়নাল মিয়া নিহত হয় এবং আরেক জন আহত হয়। সরাইল খাটিহাত হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মোল্লা সালাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ পিকআপভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।  তিনি আরও জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৩ মার্চ ২০২৪, ১৯:৪১

থানা থেকে অটোরিকশা চুরি
টাঙ্গাইলে ঘাটাইল থানার ভেতর থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। রোববার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে চুরির এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অটোরিকশাচালক আব্দুস সাত্তার ও ঘাটাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল খান। চুরি যাওয়া অটোরিকশার মালিক আব্দুস সাত্তারের বাড়ি মধুপুর ও ঘাটাইল উপজেলার গাংগাইর গ্রামে।  তিনি জানান, রোববার সন্ধ্যায় থানার পরিদর্শক চেয়ারের লোহার ঝালাই খুলে যাওয়ায় তা মেরামত করতে ঘাটাইল বাসস্ট্যান্ডে নিয়ে আসেন। চেয়ার মেরামত করে এশার নামাজের পর অটোরিকশা নিয়ে থানায় যান। অটোরিকশাটি রাখেন থানার ভেতর জাতীয় পতাকা বাঁধা খুঁটির পাশে। কক্ষে চেয়ার পৌঁছে দিয়ে থানার ভেতরই খোঁজ নিতে যান পুলিশের খাবার রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি আব্দুস সালামের। আব্দুস সালামের বাড়ি ধনবাড়ি উপজেলায়। ঘাটাইল উপজেলার শাহপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বাস করেন তিনি। বাড়ি ফেরার পথে প্রতিদিন সালামকে সঙ্গে নিয়ে ফিরেন তিনি। সাত্তার বলেন, ‘এ সময় দেখা হয় মিজান স্যারের (পুলিশের সহকারী উপরিদর্শক) সঙ্গে। স্যার পেয়ারা কিনেছেন। সেই পেয়ারা অটোরিকশা দিয়ে বাসায় পৌঁছে দিতে বলেন। এসে দেখি অটোরিকশাটি নেই। রাতেই বিষয়টি জানানো হয় পুলিশকে। পুলিশ তাকে জানিয়েছেন খোঁজাখুঁজি করা হচ্ছে, এখনও অটোরিকশাটি পাওয়া যায়নি।  ঘটনার সত্যতা স্বীকার করে ঘাটাইল থানা পুলিশের পরিদশর্ক (তদন্ত) সজল খান বলেন, অটোরিকশাচালক আব্দুস সাত্তার থানার কাজ করে দেন। চুরি যাওয়া অটোরিকশাটি খুঁজে বের করতে রোববার রাত থেকেই পুলিশ কাজ করছে। এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। তবে সাত্তারকে লিখিত অভিযোগ করতে বলেছি।
০৪ মার্চ ২০২৪, ১৯:১৭

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ২ অটোরিকশা
চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্পেশাল ট্রেনের ধাক্কায় দুটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে।এতে অটোরিকশাগুলো প্রায় ১০ ফুট দূরে ছিটকে পড়ে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পটিয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার পাশে দাঁড়ানো দুই সিএনজিচালক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- মো. আমীর আলম (৫৫) ও মো. বেলাল (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। গুরুতর হওয়ায় পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম জানান, জব্দ করা অটোরিকশাগুলো বৃহস্পতিবার জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।  পটিয়া রেলস্টেশনের অতিরিক্ত দায়িত্বে থাকা স্টেশন মাস্টার শেখ আহমদ গণমাধ্যমকে জানান, অবৈধভাবে সিএনজির পার্কিং বানানোর ফলে স্টেশন এলাকায় যানজট লেগে থাকে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৪

সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
গাজীপুরের কালিয়াকৈরে সিমেন্টবোঝাই ট্রাকচাপায় অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।  সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন কালিয়াকৈর উপজেলার টালাবহ গ্রামের আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম, একই গ্রামের ইয়াকুব মুন্সীর ছেলে মবজেল ও বাওমান গ্রামের মৃত হাসান আলীর ছেলে শওকত আলী। ট্রাকচাপায় আহত আব্বাস আলী ও রমজানকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদত হোসেন। ওসি জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লাইনে অটোরিকশা আসছিল। এ সময় বিপরীত দিক থেকে টাঙ্গাইলগামী সিমেন্টবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দিলে তিনজন নিহত ও দুজন আহত হন। এ ঘটনায় সিমেন্টবাহী ট্রাক জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২১

ভালুকায় ৬ চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৪
ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে বিভিন্ন সময় চুরি যাওয়া ৬টি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।   মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গ্রেপ্তার হওয়া ওই চোরচক্রের সদস্যদের সংশ্লিষ্ট মামলায় ময়মনসিংহের চীফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত রোববার রাতে ভালুকার মেঘার মাঠ এলাকায় চোরাই অটোরিকশা কেনাবেচার সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আন্তজেলা চোরচক্রের সদস্যরা হলেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার গোয়াল গ্রাম এলাকার হাসেম মিয়া (২৪), জামালপুর দেওয়ানগঞ্জের সাপমরী এলাকার লাল চান (৩৫), কুড়িগ্রাম জেলার উলিপুর গ্রামের মিজানুর (৩০) ও কুড়িগ্রাম জেলার উলিপুর আমভদ্রা এলাকার চান মিয়া। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এসব তথ্য নিশ্চিত করে বলেন, বিভিন্ন সময় চুরি হওয়া অটোরিকশা উদ্ধার অভিযানে নেমে এই চোরচক্রের সন্ধান পাওয়া যায়। এরা আন্তজেলা চোরচক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে ভাসমান অবস্থায় বিভিন্ন এলাকায় বসবাস করে অটোরিকশা চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার অভিযান চলমান আছে।  
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৯

অটোরিকশা ছিনতাইয়ের সময় চালককে হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ছিনতাইয়ের জন্য অটোচালক আশরাফুল ইসলাম (৩০) হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ রায় দেন। এ ছাড়া ওই মামলার অপর আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এ সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রুবেল ইসলাম নয়ন (৩৩), মোহাম্মদ রাজেল (২৮), আকরাম মোল্লা (২৫) ও হাসান শেখ (২৫)। এছাড়া তিন আসামিকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেন তোফাজ্জল ও সবুজ শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু। তিনি জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে ১৬৪ ধারার জবানবন্দি প্রদান করেন। ওই মামলায় ১৩ জন সাক্ষী সাক্ষ্য দেন। দীর্ঘ তিন বছরের অধিক সময় সার্বিক বিচারকার্য শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ ন্যায়বিচার পেয়েছে।
২৪ জানুয়ারি ২০২৪, ১৫:৪৬

মুক্তাগাছায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ময়মনসিংহের মুক্তাগাছায় মো. শামীম হক (১৬) নামের এক চালককে হত‍্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  নিহত কিশোর উপজেলার তারাটি চরপাড়া গ্রামের সিরাজ আলীর ছেলে। সে স্থানীয় দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এ হত‍্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।  নিহতের বাবা মো. সিরাজ মিয়া বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে এ মামলা দায়ের করেন। এর আগে এ দিন দুপুরে উপজেলার বিরাশি গ্রামের একটি ধানখেত থেকে এই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, নিহতের গলায় ফিতা প্যাঁচানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, চালককে হত‍্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের বাবা বৃদ্ধ সিরাজ মিয়া জানান, লেখাপড়ার খরচ জোগাড় করতে অনেক কষ্ট হতো। এ কারণেই মাদরাসা বন্ধ হলে সে নিজের লেখাপড়ার খরচ সংগ্রহের জন‍্য ভাড়ায় অটোরিকশা চালাতো। কিন্তু দুর্বৃত্তরা আমার ছেলের স্বপ্ন বাস্তবায়ন করতে দিল না। আমি ছেলে হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। তিনি আরও জানান, শুক্রবার মাদরাসা বন্ধ থাকায় সকালে অটোরিকশা নিয়ে বের হয়। পরে বিকেলে সে আমাকে ফোন করে জানায় যে, আজ সে তার বোনের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া গ্রামে যাবে। তাই রাতে সে বাড়ি ফিরবে না। কিন্তু সকালে জানতে পারি আমার ছেলের মরদেহ ধানখেতে পড়ে আছে।
২০ জানুয়ারি ২০২৪, ২১:১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়