• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
বাড়িতে অজগর পুষছেন সৃজিত
বাড়িতে বিভিন্ন ধরনের প্রাণী পোষেন তারকারা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কুকুর আর বিড়াল পোষেন তারা। তবে এবার ভিন্ন প্রাণী পোষার শখের কথা জানালেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। কুকুর কিংবা বিড়াল নয়, বাড়িতে সাপ পুষছেন এই তারকা।      দীর্ঘদিন ধরেই নাকি সাপ পোষার শখ সৃজিতের। অবশেষে সেই শখ পূরণ হলো তার। শখ করে নিজের বাড়িতে অজগর পুষছেন তিনি। ইতোমধ্যে তার নতুন পোষ্যটিকে বাড়িতেও নিয়ে এসেছেন সৃজিত। তবে বাড়িতে অজগর পোষা যায় কি না, সে নিয়ে রয়েছে সংশয়।      ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, পশ্চিমবঙ্গের বন দপ্তর থেকে যাবতীয় প্রয়োজনীয় অনুমতি নিয়েই অজগরটিকে বাড়িতে নিয়ে এসেছেন সৃজিত।   তবে আপাতত তার পোষ্যকে অনুরাগীদের নজরের আড়ালেই রেখেছেন সৃজিত। ছবি দেখানোর অনুরোধ করলে মজার ছলে নির্মাতা বলেন, ‘বাচ্চাদের ছবি দেওয়া ঠিক নয়। আর একটু বড় হোক, দেব।’   গত ২২ ফেব্রুয়ারি রাতে ফেসবুকে নতুন পোষ্যকে নিয়ে একটি পোস্ট দেন সৃজিত। ক্যাপশনে অভিনেতা লেখেন, উলুপীকে বাড়িতে স্বাগত। আমাদের জীবন চিরকালের জন্য বদলে গেল। নির্মাতার এমন পোস্টে রীতিমতো জল্পনা ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। পরিচালকের পরিবারের নতুন অতিথি কে? সেটা জানতে অপেক্ষার প্রহর গুনছিলেন সৃজিতের ভক্তরা। এবার জানা গেল, নতুন অতিথি আর কেউ নয়— একটি অজগর সাপ। অজগর পুষছেন— এমন খবর প্রকাশ্যে আসার পর থেকে অনেকের মনে প্রশ্ন জাগে, সাপকে সামলাচ্ছেন কীভাবে সৃজিত? জবাবে নির্মাতা বলেন, অজগর খুবই শান্ত প্রাণী। এটা খুব একটা ঝামেলার কিছু না! তবে আমি অনেক ছোট থেকেই সাপখোপ সামলাতে পারি। আমার কোনো ভয় নেই। বরং এই উপমহাদেশে সাপ নিয়ে বড্ড কুসংস্কার। সেগুলো ভালো লাগে না।  সূত্র : আনন্দবাজার       
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৫

কলেজের সামনে ঘুরছিল ১২ ফুট লম্বা অজগর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শনিবার (১৩ জানুয়ারি) রাতে অজগরটিকে লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় বন বিভাগ। আরও পড়ুন : ২৮৫ প্রতিবন্ধীকে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ   এর আগে, শনিবার বিকেলে শ্রীমঙ্গল শহরতলীর মৌলভীবাজার সড়কের রেসিডেন্সিডিয়াল মডেল স্কুল এন্ড কলেজের সামনের সড়কে একটি অজগর সাপ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেনে খবর দেয়। খবর পেয়ে সংস্থাটির পরিচালক স্বপন দেব সজল সাপটিকে উদ্ধার করেন। সজল দেব বলেন, অজগরটি খাবারের সন্ধানে বন থেকে লোকালয়ে চলে এসেছিল। স্থানীয়দের কাছে খবর পেয়ে সাপটি উদ্ধার করি। পরে বন বিভাগের লোকজন সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।  আরও পড়ুন : বেক্সিমকো ফার্মা থেকে পাপনের পদত্যাগ   শ্রীমঙ্গলের বন রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, সম্পূর্ণ সুস্থ অবস্থায় অজগর সাপটি উদ্ধার করা হয়েছে। এটির দৈর্ঘ্যে ১২ ফুট এবং ওজন ১৫ কেজি। উদ্ধার হওয়া অজগরটিকে শনিবার রাতে লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হয়েছে।
১৪ জানুয়ারি ২০২৪, ১২:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়