• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
লক্ষ্মীপুরে মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ 
লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক সুরাইয়া জাহান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে দুপুরে উপজেলার পৌর মহাশ্মশান ঘাট মন্দিরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মন্দির কমিটির লোকজন শ্মশানের তালা খুলে দেখতে পায় ভিতরে কালী প্রতিমা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও মন্দিরে বিভিন্ন স্থানে ভাঙচুর, আসবাবপত্র ও কাগজপত্রে অগ্নিসংযোগ করেছে দূর্বত্তরা। পৌর শ্মশান ঘাট মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম রায় জানান, দুর্বৃত্তরা মন্দিরের মা কালির প্রতিমা ভাঙচুর করেছে এছাড়াও মূল্যবান কাগজপত্র জ্বালিয়ে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পরই জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. মিলন মন্ডল জানান, বিভিন্ন সময় সনাতন ধর্মালম্বীদের উপসনালয়গুলো আক্রান্ত হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। জেলা প্রশাসক বেগম সুরাইয়া জাহান জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, লক্ষ্মীপুরে এখন পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রতি বজায় আছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
৩০ জানুয়ারি ২০২৪, ২৩:১৬

শরীয়তপুরে ভোটকেন্দ্রে আগুন
শরীয়তপুরের নড়িয়াতে একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেন্দ্রটির বেশ কয়েকটি বেঞ্চ পুড়ে গেছে। শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার চরমোহন সুরেশ্বর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঘড়িষার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভোটকেন্দ্র ৬৫নং স্কুলের জানালা দিয়ে শুক্রবার দিবাগত রাতে আগুন লাগায় দুর্বৃত্তরা। বিষয়টি স্থানীয়রা টের পেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ জনতা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনটি বেঞ্চ পুড়ে গেছে। এ বিষয়ে ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান বলেন, মধ্যরাতে স্থানীয় লোকজন আমাকে ফোন দিয়ে বিষয়টি জানায়। পরবর্তীতে আমরা সবাই আগুন নিয়ন্ত্রণে আনি। জেলা পুলিশ সুপার মাহবুবুল আলম গণমাধ্যমকে বলেন, একটি কেন্দ্রের জানালার গ্লাস ভেঙে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তবে কেন্দ্রটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
০৬ জানুয়ারি ২০২৪, ১৩:১৫

সহিংসতা, অগ্নিসংযোগ নিয়ে মিথ্যাচার করছে বিএনপি : জয়
সম্প্রতি বিএনপি-জামায়াতের সহিংসতার শিকার হওয়া ভুক্তভোগীদের আবেদনের কথা উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় এক টুইট বার্তায় লিখেছেন, অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে দিতে ভুল ও মিথ্যা তথ্য প্রচার করেছে বিএনপি। নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে দেওয়া একটি টুইটে এমন কথা লিখেছেন তিনি। পোস্টের সঙ্গে একটি ভিডিও যুক্ত করেছেন তিনি। ক্যাপশনে জাতিসংঘ ও অন্যান্য দূতাবাসে পাঠানো বিএনপির চিঠির প্রসঙ্গে তিনি লেখেন, বিশ্বের সামনে আবারও বিএনপি-জামায়াতের মিথ্যা উন্মোচিত হয়েছে। বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সময় রাস্তায় সহিংসতার ঘটনায় আগুনে পুড়ে আহত হওয়া বেশ কিছু ভুক্তভোগী বুধবার তাদের নিকটাত্মীয়দের হারানোর জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করেছে। বিএনপি নেতা রুহুল কবির রিজভী চলমান সহিংসতার জন্য আওয়ামী লীগকে দায়ী করে জাতিসংঘ ও বিভিন্ন দূতাবাসে চিঠি পাঠিয়েছেন, যদিও এই অগ্নিসংযোগ ও ট্রেন লাইনচ্যুতির ঘটনা বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সময় সংঘটিত হয়। বিএনপি-জামায়াতের শাসনামলে জীবন্ত পুড়িয়ে মারা নাহিদের মা রুনি বেগম বলেন, বিএনপি-জামায়াত সমর্থকরা আমার ছেলেকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। আমার ছেলে কখনও রাজনীতিতে জড়িত ছিল না। যারা আমার ছেলেকে পুড়িয়ে মেরেছে এবং যারা তাদের প্ররোচনা দিয়েছে, তাদের শাস্তি নিশ্চিত করার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি। ৩ ডিসেম্বর চট্টগ্রামে অগ্নিসংযোগে আহত শিকদার মোহাম্মদ বলেন, বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগকারীরা আমাদের পুড়িয়ে দিয়েছে। কিন্তু শেখ হাসিনার চালু করা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কল্যাণে আমরা বেঁচে আছি। এসব ঘটনা উদ্ধৃত করে সজীব ওয়াজেদ লিখেছেন, এখন বিশ্বের উচিত নির্বাচন বানচাল করতে রাস্তায় বিএনপি-জামায়াতের সহিংসতা শুরুর পর থেকে অগ্নিসংযোগের শিকার সেই নিরপরাধ মানুষ এবং তাদের স্বজনদের কাছ থেকে প্রত্যক্ষ বিবরণ শোনা।
০৪ জানুয়ারি ২০২৪, ২২:২৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়