• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ আহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় তিশা পরিবহন ও কাজী পরিবহনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু মিঞা। আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ। গুরুতর আহতরা হলেন কাজী পরিবহনের চালক জাকির মিয়া (৪৫), আসমা বেগম (৪৫), ইমরান (৩৫), রবিউল (৩৮) এবং জাকির (৫০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা কাজী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই দিক থেকেই আসা বাসের চালকরা বেপোয়ারাভাবে বাস চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মুখোমুখি সংঘর্ষের পর দুটি গাড়িই রাস্তার দুই দিকে থেকে ছিটকে খাদে পড়ে যায়। এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু মিঞা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাস দুটি আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
২৭ মার্চ ২০২৪, ২৩:৩২

চাঁদপুর লঞ্চঘাটে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঈদকে সমানে রেখে যাত্রী সুবিধার্থে চাঁদপুর লঞ্চঘাট থেকে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।  বুধবার (২৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদ সরকারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।   উচ্ছেদকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ৩টি হোটেল, কনফেশনারী, মুদি দোকানসহ ৩০টি স্থাপনা। ৬৮ শতাংশ সম্পত্তির ওপর ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে তিনটি পাকা স্থাপনা রয়েছে। সেগুলোও উচ্ছেদের কাজ চলছে বলে জানিয়েছেন চাঁদপুর বন্দর কর্মকর্তা মো. শাহদাত হোসেন।
২৭ মার্চ ২০২৪, ১৮:৪৭

নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরায় ৩০ জেলের জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশ ধরার অপরাধে আটককৃত ৩০ জেলের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের প্রত্যককে ৫ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুরে জেলার কমলনগরের মতিরহাট ও মাতাব্বর হাটের মেঘনা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ২ লাখ ২০ হাজার মিটার কারেন্টজাল, ৭টি নৌকা ও ৬০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ। রাত ৯ টার দিকে রামগতি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইলিশের অভয়াশ্রম রক্ষায় মাছ ধরার অপরাধে কলনগরের যৌথ অভিযানে মতিরহাট ও মাতাব্বরহাট এলাকা থেকে নিষিদ্ধ কারেন্টজাল, নৌকা ও মাছসহ ৩০ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত নৌকা ৭টি উপজেলা মৎস্য কর্মকর্তার হেফাজতে রয়েছে। এছাড়া অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুছ।  
২০ মার্চ ২০২৪, ২২:৫৯

পিকনিকের বাসে সামনে বসা নিয়ে সংঘর্ষ, আহত ৩০
মাদারীপুর সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া গ্রামে পিকনিকের বাসে সামনে বসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে এই ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের আহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া গ্রামের অমল হালদার (৫০), সুমন হালদার (২৪), রাধিকা হালদার (৫০), লিটন হালদার (৪২), বিপ্লব হালদার (৫০), মনমোহন মন্ডল (৪০), শ্যামল হালদার (৫৭), বিশু হালদার (৫২), মানিক হালদার (৪৫), অখিল হালদার (৫৫), পরিতোষ হালদার (৩৫), নারায়ণ হালদার (৪৫), প্রতাপ হালদার (২৫), প্রেমানন্দ হালদার (৫৭), খিরোদ বৈরাগী (৬০), অধির রায় (৩৫), মুনমত রায় (৩০), রতন শিকদার (৪৫), প্রকাশ বৈরাগী (১৭), শান্ত মন্ডল (১৮), বাবুল মৃধা (১৮) প্রমুখ। আহতদের মধ্যে বেশ কয়েক জনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মাদারীপুর সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া গ্রামের ‘নিত্যানন্দ গোষ্মামী স্মৃতি সংঘ’ ক্লাব থেকে নড়াইলে পিকনিকে যান অর্ধশত মানুষ। পিকনিক শেষে ফেরার পথে বাসে সামনে বসা নিয়ে একই এলাকার সুশীন হালদারের ছেলে মিল্টন হালদার ও জগদীশ বৈরাগীর ছেলে প্রকাশ বৈরাগীর সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।  এ নিয়ে রাতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি সমাধানের দায়িত্ব নেন এলাকার মুরব্বিরা। কিন্তু আজ বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে হালদার ও বৈরাগী বংশের দুই গ্রুপের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে আহত হয় কমপক্ষে ৩০ জন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।    মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম বলেন, মারামারির ঘটনায় আহত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।  মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৫ মার্চ ২০২৪, ০৮:১৩

শরীয়তপুরের ৩০ গ্রামে রোজা শুরু
সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও শরীয়তপুরের প্রায় ৩০টি গ্রামের ধর্মপ্রাণ মুসুল্লিরা আজ সোমবার থেকে রোজা রাখা শুরু করেছেন। রোববার (১০ মার্চ) রাতে শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফে পবিত্র রমজান উপলক্ষে তারাবির নামাজের দুটি জামাত অনুষ্ঠিত হয়।  রাত ৮টায় শুরু হওয়া প্রথম জামাতের ইমামতি করেন মাওলানা জুলহাস উদ্দিন এবং সাড়ে ৮টায় দ্বিতীয় জামাতের ইমামতি করেন মাওলানা আব্দুল কাদির। জানা গেছে, ১৯২৮ সাল থেকে সুরেশ্বরের ভক্ত ও অনুরাগীরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করেন। এর মধ্যে শরীয়তপুরের সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চন্ডিপুরসহ ৩০ গ্রামের প্রায় ২০ হাজার মুসল্লি রয়েছেন। রোজা রাখার উদ্দেশ্যে তারা রোববার রাতে তারাবির নামাজ পড়ে ভোর রাতে সাহরি খেয়েছেন। আজ থেকে রোজা পালন শুরু করে আবার একদিন আগেই পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন তারা। এ বিষয়ে সুরেশ্বর দরবার শরীফের গদীনশীন পীর শাহ মুজাদ্দেদী সৈয়দ তৌহিদুল হোসাইন শাহিন নূরী বলেন, পৃথিবীতে চাঁদ একটাই। তাই পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই আমরা তারাবি, রোজা ও ঈদ পালন করি। সুরেশ্বর দরবার শরীফের দুইটি মসজিদে প্রায় ১০০ বছর ধরে তারাবির নামাজ আদায় করা হয়। এ বছর প্রথম ও দ্বিতীয় জামাত মিলে প্রায় এক হাজার মুসল্লি নামাজ পড়তে এসেছেন।  তিনি বলেন, সুরেশ্বরসহ জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ৩০টি গ্রামের ২০ হাজার মুসল্লি সোমবার থেকে পবিত্র রোজা পালন শুরু করেছেন।
১১ মার্চ ২০২৪, ১০:১৫

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে পটিয়া পৌরসদরের কাগজিপাড়া মডেল মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন নাজিম উদ্দিন (৪০) আশরাফ (৩৭), সাকিব (১৮), মানিক (২৭), রিয়াদ (২৪), মুন্নি আক্তার (৪০), আবু বক্কর ছিদ্দিক (২৮), ইলিয়াছ (৬০), রুপক (৩৭), ঘোপাল সদ্দার (৬০), শম্ভুসহ (৪৬) অজ্ঞাত আরও ২০ জন। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. নওশাদ বলেন, আহতদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে স্থানীয়রা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে চারজনের অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সোহেল গণমাধ্যমকে বলেন, ঘটনার খবর পেয়েই আমরা ছুটে আসি। অনেকে আহত হয়েছেন। যতটুকু জানতে পেরেছি এলাইন পরিবহন বাসটির চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিল। ড্রাইভার ঘটনার পর থেকে পলাতক। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
১০ মার্চ ২০২৪, ১৩:২৫

তীর্থযাত্রার বাস খাদে, আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তীর্থযাত্রার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন৷  শুক্রবার (৮ মার্চ) রাত সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকাশাইর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার ওসি রাজু আহমেদ। আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।  তারা হলেন জয় দাস (২২), সুমন (৩৬), বাপন দাস (৩৬), সংগীতা দাস (৩০), সুনাকা (৬০), খুশি রায় (৪), কবিতা রানী (৪০), আশা রায় (২৪), রাহুল রায় (১৭), রাকেশ (২৫), কেশব (২৬), গোপাল (৩০), জনি দাস (৩৬), মমতা দাস (৬৮) ও বাপন দাস (৪২)। আহতরা শহরের পাইকপাড়া ও মেড্ডার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরে শিব চতুর্দশী মেলার তীর্থযাত্রায় অংশগ্রহণের জন্য সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে দুটি বাস জেলা শহরের পাইকপাড়া থেকে রওনা দেয়। পথে একটি বাস কসবার মনকাশাইর এলাকায় অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়।  স্থানীয়রা ও কসবা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠান।
০৯ মার্চ ২০২৪, ০৬:৩৪

ফরিদপুরে বাস উল্টে নিহত ৩, আহত ৩০
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও একজন।  শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলার বাবনা তলা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার এএসআই আবু সাঈদ। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। নিহতরা হলো- পাবনা জেলার সাথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র শফিকুল ইসলাম সুরুজ (৪৫)। বাকি দুজনার পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস নামের গাড়িটি ঢাকার দিকে যাচ্ছিলো। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হয়েছে। আহত এক যাত্রী জানায়, হঠাৎ বাউলি দিয়ে রাস্তার ওপর উল্টে যায় বাসটি। এতে গাড়ির অধিকাংশ যাত্রী আহত হয় এবং ঘটনাস্থলে দুই জন নিহত হয়। 
০৮ মার্চ ২০২৪, ১৫:৪৩

ইসরাইলের হামলা চলছেই / গাজা উপত্যকায় মৃত্যু বেড়ে ৩০ হাজার ৫৩৪
গাজা উপত্যকায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৫৩৪ জনে। আহত হয়েছে মোট ৭১ হাজার ৯২০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত ১২৪ ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন ২১০ জন।  সোমবার (৪ মার্চ) এ সংখ্যা নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০০ জনে। এর মধ্যে ৩০২ জন সেনা বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। এদিকে জাতিসংঘের মতে, গাজার ওপর ইসরায়েলি যুদ্ধ খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের ৮৫ শতাংশ বাসিন্দাকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির দিকে ঠেলে দিয়েছে। পাশাপাশি ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার দায়ে অভিযুক্ত। জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ফিলিস্তিনি ভূখণ্ডে এখনও হামলা অব্যাহত আছে এবং মানবিক বিপর্যয় মোকাবেলার জন্য সহায়তা বিতরণ অত্যন্ত অপর্যাপ্ত রয়ে গেছে। সূত্র : আনাদোলু এজেন্সি  
০৪ মার্চ ২০২৪, ১৭:৫২

চাঁদপুরে ৩০ যানবাহন মালিককে অর্থদণ্ড
চাঁদপুরের শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ টি যানবাহনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মালিকদেরকে ২০ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় শাহরাস্তি  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত এ অভিযান পরিচালনা করেন।  উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, শাহরাস্তি পৌরসভার উপলতা এলাকায় প্রধান সড়কের পাশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ওই সময় মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, ট্রাক ও পিকআপসহ ৩০ টি যানবাহনের বিরুদ্ধে নিবন্ধনবিহীন, মেয়াদোত্তীর্ণ টেক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স বিহীন যান চালনা ও হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহণের অভিযোগে ২০ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে শাহরাস্তি মডেল থানা ও ট্রাফিক পুলিশের সদস্যরা সহায়তা করেন।
০১ মার্চ ২০২৪, ০৮:১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়