• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পানির স্বাদ কেমন, জানালেন বিজ্ঞানীরা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৩ জুন ২০১৮, ২০:৩৯

পানির অপর নাম জীবন- ছেলেবেলায় এরকম রচনা লিখেননি, এরকম মানুষ কমই দেখা যাবে। তবে সেই রচনার একটি অংশেই লেখা হতো পানির কোন স্বাদ নেই। পানির স্বাদ আছে কী নেই, সে রহস্যের সমাধান নিয়ে এলো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষক দলটি ইঁদুরের উপর গবেষণা করে বের করলেন পানির স্বাদ কী। খবর বিজ্ঞান বিষয়ক পোর্টাল কিউরিওসিটি ডট কম।

কোনও বস্তুর স্বাদ কেমন, তা নির্ধারিত হয় মস্তিষ্কের ক্রিয়া দ্বারাই। কিউরিওসিটি ডট কমের প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষক ইঁদুরের জিভে অবস্থিত স্বাদকোষ আর তার সঙ্গে মস্তিষ্কের ক্রিয়া নিয়ে পরীক্ষা করেন। তাঁরা বিভিন্ন স্বাদকোষকে সাময়িকভাবে বন্ধ রাখেন এবং ইঁদুরদের পানি খেতে দেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব!
--------------------------------------------------------

এ অবস্থায় দেখা যায়, যে স্বাদকোষগুলো পানির স্বাদে সাড়া দিচ্ছে, তা টক স্বাদের জন্য নির্ধারিত। পরে সেই স্বাদকোষ বন্ধ করে ইঁদুরদের পানির পাশাপাশি প্রকৃতই স্বাদহীন সিলিকন অয়েল পান করানো হয়। দেখা যায়, তাদের স্বাদকোষ কোনোটির স্বাদই ঠিকঠাক নির্ধারণ করতে পারছে না।

তাহলে পানি কি টক গোত্রের স্বাদই বহন করে? বিজ্ঞানীদের এই মতকে ঘিরে জমছে কৌতূহল।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • বিজ্ঞান এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইপিএলের দ্বিতীয় ম্যাচে কেমন হবে মোস্তাফিজদের একাদশ
কেমন ছিল নায়ক মান্নার ভিজিটিং কার্ড
আগামী তিন দিনের আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর
কেমন থাকবে আগামী তিন দিনের আবহাওয়া
X
Fresh