• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিজ্ঞানে নারী আন্তর্জাতিক দিবসে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের শুভেচ্ছা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৬

বিজ্ঞানে নারী ও মেয়ে বিষয়ক আন্তর্জাতিক দিবসে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সেখানে তারা লিখেছেন, বিজ্ঞানে লিঙ্গবৈষম্যের কোনো স্থান নেই। সেখানে মার্কিন মহাকাশ সংস্থা নাসার সবচেয়ে দীর্ঘসময় ধরে কাজ করা নারী সুসান ফিনলেকে নিয়ে একটি প্রতিবেদন জুড়ে দেয়া হয়েছে।

ফিনলের বয়স এখন ৮১ বছর। তিনি তার দীর্ঘ কর্মজীবনে চন্দ্র, সূর্য, গ্রহ ও সৌরজগতের বিভিন্ন মিশন প্রত্যক্ষ করেছেন।

১৯৫৮ সালে মার্কিন স্পেস প্রোগ্রামে ‘মানব কম্পিউটার’হিসেবে যোগ দেন ফিনলে। তখন তিনি জটিল গাণিতিক সমীকরণ ও রকেটে গতিপথ হাতে লিখতেন। পরে সেই জায়গা দখল করে নেয় বৈদ্যুতিক কম্পিউটার। তখন ফিনলেও এসবের হিসেব কম্পিউটারেই টুকে রাখতে শুরু করেন।

পরে তিনি সাবসিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে নাসার ডিপ স্পেস নেটওয়ার্কের জন্য সফটওয়্যার বানানো ও সেগুলো পরীক্ষা শুরু করেন।

তবে তার এই দীর্ঘ কর্মজীবনে দুটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। প্রথমটি হচ্ছে তিন জাতির (রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র) শুক্র গ্রহ মিশন। আর অপরটি হচ্ছে মঙ্গল গ্রহে রোভার মিশন।

এদিকে আন্তর্জাতিক এ দিবসকে সামনে রেখে জাতিসংঘের মহাসচিব বাণী দিয়েছেন।

সেখানে তিনি বলেছেন, আমাদের উচিত বিজ্ঞান গবেষক ও আবিষ্কারক হিসেবে নারীদের অর্জনকে উৎসাহ,সমর্থন ও সহযোগিতা করা।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • বিজ্ঞান এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী হাজতিকে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জন বদলি
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
১৯ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
X
Fresh