• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

প্রথমবারের মতো বানরের সফল ক্লোন

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৫ জানুয়ারি ২০১৮, ১২:৪৮

এই প্রথম বানরের ক্লোনিং এর মাধ্যমে দুটি বানরের জন্ম দিয়েছেন চীনা বিজ্ঞানীরা। সূত্র ইন্ডিপেন্ডেন্ট।

চীনের একটি গবেষণাগারে কয়েক সপ্তাহ আগে লম্বা লেজ বিশিষ্ট মাঝারি ধরনের দুই বানর ঝোং ঝোং এবং হুয়া হুয়ার জন্ম হয়েছে। বানরগুলো দেখতে হুবহু একই রকম।

গবেষকরা জানিয়েছেন, বানর দুটি বোতলজাত খাবার খাচ্ছে এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বেড়ে ওঠছে। তারা আগামী কয়েক মাসের মাধ্যমে এরকম আরও প্রাণী ক্লোনিং করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।

চাইনিজ একাডেমি অব সায়েন্স ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের গবেষক কুয়াং সান বলেন, বানরের ক্লোন করার এ সাফল্য মানুষের অনেক অসুখ যেমন ক্যান্সার, দেহের ভেতরে-বাইরের নানা ডিসঅর্ডার নিয়ে গবেষণায় সহায়ক হবে।