• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভোটের হাওয়া: মেহেরপুর ১ ও ২

আসন ধরে রাখতে ব্যস্ত আ.লীগ, পুনরুদ্ধারে মরিয়া বিএনপি

মাজেদুল হক মানিক, মেহেরপুর

  ২৩ অক্টোবর ২০১৮, ১৯:১৮

মেহেরপুরের দু‘টি নির্বাচনী আসনে শুরু হয়েছে আগামী একাদশ নির্বাচন প্রস্তুতি। দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নানা কর্মসূচীর মধ্যদিয়ে কেন্দ্র এবং তৃণমূলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন। এছাড়া দুটি আসনেই আওয়ামী লীগ চাইছে তাদের ক্ষমতা ধরে রাখতে আর বিএনপি মরিয়া হয়ে উঠেছে আসন পুনরুদ্ধারে।

মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত এখানকার ১ নম্বর সংসদীয় আসন। ২ লাখ ৬৯ হাজার ৩৪৬ ভোটারের এ আসনটিতে আওয়ামী লীগের হাফ ডজন এবং বিএনপির দু’জন মনোনয়ন প্রত্যাশী। এরই মধ্যে ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা মোটরসাইকেল শোডাউন, মিছিল সমাবেশ ও গণসংযোগের মাধ্যমে নিজেদের প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

মেহেরপুর জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন বলেন, এখানকার মানুষ ও কর্মীরা ভদ্র নম্র এবং দলিও সিদ্ধান্তের প্রতি আনুগত্য। যে নেতা থাকবেন তাকে দলের কর্মীরা ও সাধারণ মানুষ ভোট দিবে।

অন্যদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা দলের সভানেত্রীর মুক্তির দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন।