• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মঙ্গলবার আধাবেলা হরতালের ডাক দিয়েছে লেবার পার্টি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ অক্টোবর ২০১৮, ১৪:৫৫

আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী আধাবেলা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টি।

সোমবার সকালে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সামনে হরতালের ডাক দেন লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান।

দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নাগরিক সমাবেশ করতে পুলিশ বাধা দেয়ায় হরতাল আহ্বান করে লেবার পার্টি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা ছিল।

লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান বলেন- দেশের সকল রাজনৈতিক দলের মতপ্রকাশের অধিকার আছে। মানুষের ভোটাধিকার আদায়ের দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি ডেকেছিলাম। প্রথমে জাতীয় প্রেসক্লাবে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের সাড়া মেলেনি। পরে পল্টনে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠান করতে চাইলে পুলিশ বাধা দেয়। সেজন্য আমরা মঙ্গলবার ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী আধাবেলা হরতালের ডাক দিয়েছি।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মঙ্গলবার স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস
তিন জেলায় ভারতীয় পেঁয়াজ বিক্রি শুরু মঙ্গলবার
সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি নিয়ে রায় পিছিয়ে মঙ্গলবার
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার
X
Fresh