• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভোটের হাওয়া: সিরাজগঞ্জ-২ ও ৩

মাঠ চষে বেড়াচ্ছে প্রার্থীরা

সুকান্ত সেন, সিরাজগঞ্জ

  ২০ অক্টোবর ২০১৮, ১৯:৪৪

একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগম হয়ে উঠেছে সিরাজগঞ্জ-২ ও ৩ আসনের রাজনীতি। তফসিল ঘোষণা না হলেও দলীয় মনোনয়ন পেতে আগেভাগেই মাঠে নেমেছেন প্রার্থীরা। আর দল সুসংগঠিত হওয়ায় আওয়ামী লীগ ও বিএনপি জয়ের ব্যাপারে আশাবাদী।

সদরের পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং কামারখন্দের চারটি ইউনিয়ন নিয়ে গঠিত আসন সিরাজগঞ্জ-২। এ আসনেই ১৯৯১ ও ২০০১ সালে বিএনপি এবং ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগ জয়লাভ করে। বর্তমান সরকারের সময়ে এ আসনে কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন ও দলের সাংগঠনিক কাঠামো মজবুত থাকায় এ আসনে জয়ের ধারা ধরে রাখতে চায় আওয়ামী লীগ।

সিরাজগঞ্জ-২ এর সংসদ সদস্য ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জেলা আওয়ামী লীগের অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, সিরাজগঞ্জে বড় বড় ব্রিজ কালবার্ট হয়েছে, কোনও কাচা রাস্তাও খুঁজে পাওয় যাবে না। মানুষের আয় বেড়েছে তাই মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে।

-------------------------------------------------------
আরও পড়ুন : কমিশনের কর্মকর্তারা বিভক্ত, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ফখরুল
-------------------------------------------------------