• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ড. কামালের সামর্থ্য আমাদের চেয়ে কেউ ভালো জানে না: বাণিজ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ অক্টোবর ২০১৮, ১৭:৫৭

দুঃসময়ে বিএনপিকে উদ্ধারের দায়িত্ব নিয়েছেন ড. কামাল হোসেন। তবে তার কী সামর্থ্য আছে সেটা আমাদের থেকে কেউ ভালো জানে না। বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শুক্রবার সকালে রাজধানীতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘শো-কেস কোরিয়া’ শীর্ষক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ড. কামালের সামর্থ্য আমাদের থেকে কেউ ভালো জানে না। যত দফায় দেয়া হোক না কেন, যত কূটনৈতিকদের সঙ্গে বৈঠক হোক না কেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব। এ সরকারের অধীনে নির্বাচন কমিশন ঘোষিত তারিখ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে।

তোফায়েল বলেন, আমাদের সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুর ছেড়ে দেয়া আসনে ড. কামাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করে সংসদ সদস্য করা। আমাদের সৌভাগ্য হয়েছিল তাকে মনোনয়ন দেয়ার, কিন্তু ১৯৮৬ ও ১৯৯১ সালে পরাজিত হয়েছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, কিছু নীতিবান লোক যারা সব সময় নীতির কথা বলেন, এখন তারা গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলছেন। গণতন্ত্র মানে কি ২১ অগাস্টের গ্রেনেড হামলা? ২০১৩ সালের মতো অরাজক পরিস্থিতি সৃষ্টি করা? পেট্রোল বোমা মেরে পুড়িয়ে মানুষ হত্যা করা?

তোফায়েল আহমেদ আরও বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবে, এটা তাদের এখতিয়ার। নির্বাচনকালীন সরকারে প্রধান হবেন বর্তমান প্রধানমন্ত্রী।

সুতরাং প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ সরকারের অধীনে নির্বাচন কমিশন ঘোষিত তারিখ অনুসারে নির্বাচন হবে। তারা (ঐক্যফ্রন্ট) সাত দফা দাবি দিয়েছে। এগুলো সংবিধান পরিপন্থী দফা। একটা দফাও গ্রহণযোগ্য না। নির্বাচন হবে যথা সময়ে।

আরও পড়ুন :

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
বিদেশি কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার
ঐতিহাসিক রাংকুট বনাশ্রম পরিদর্শনে এসে মুগ্ধ কূটনৈতিকগণ
ড. কামাল আবদুল নাসেরের সঙ্গে নিউইয়র্ক প্রবাসীদের মতবিনিময়
X
Fresh