• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সি‌লে‌টে সমা‌বেশের অনুম‌তি পায়নি জাতীয় ঐক্যফ্রন্ট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ অক্টোবর ২০১৮, ২১:১৭
ফাইল ছবি

আগামী ২৩ অক্টোবর সি‌লে‌টে সমা‌বেশ করার অনুম‌তি পায়নি জাতীয় ঐক্যফ্রন্ট। হযরত শাহজালাল ও হযরত শাহপরান মাজার জিয়ারতের পর সি‌লে‌টে সমা‌বে‌শের মাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্ট রাজপ‌থে প্রথমবা‌রের ম‌তো যাত্রা শুরু করার কথা ছিল। এদিন বেলা ২টায় নগরীর রেজিস্ট্রি মাঠের জনসভারও কথা ছিল।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আব্দুল ওহাব আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ২৩ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি। বুধবার বিএনপির ৫ জন নেতা সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়ার সঙ্গে দেখা করেন। এসময় তারা অনুমতির আবেদন করেন। পরে আজ বৃহস্পতিবার সমাবেশের অনুমতি না দেয়ার বিষয়টি এসএমপি’র পক্ষ থেকে তাদের জানিয়ে দেয়া হয়।

বিএনপির একটি সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক বুধবার দুপুরে এসএমপি কমিশনারের কার্যালয়ে যান। তারা এসএমপি কমিশনার গোলাম কিবরিয়ার সঙ্গে দেখা করে ২৩ অক্টোবরের জনসভার আবেদন করেন।