• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ আ. লীগের দাবি নয়: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ অক্টোবর ২০১৮, ১৪:৫১

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগের দাবি ১৪ দলের, এটি আওয়ামী লীগের দাবি নয়। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

পূজা উপলক্ষে সেতু ভবনে শুভেচ্ছা বিনিময় করতে আসেন শ্রিংলা। পরে ভারতের হাইকমিশনার বলেন, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে বিশ্বাস করে ভারত। নির্বাচনে আগে প্রতিবেশী ভারত বাংলাদেশে কোনও সহিংসতা দেখতে চায় না বলেও জানান তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগে বিএনপি কোনও সহিংসতা করলে সমুচিত জবাব দেয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনে একজন এক প্রসঙ্গে ভিন্নমত পোষণ করলেই তার পদত্যাগ দাবি করতে হবে এটা তো আমি মনে করি না। ১৪ দল আমি বুঝি না, এটা তাদের ব্যক্তিগত মত, তারা কী চিন্তা করেছেন সেটা আমি জানি না। আমাদের দল হচ্ছে আওয়ামী লীগ।

তিনি বলেন, মাহবুব তালুকদারের পদত্যাগ দাবি করতে হবে এমন কোন চিন্তা আমাদের নেই বা এই নিয়ে আমাদের মধ্যে কোন আলোচনাও হয়নি।

আরও পড়ুন :

এসজে /এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
বিএনপিসহ সব অপশক্তিকে প্রতিহত করব : কাদের
X
Fresh