• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

স্বাস্থ্য পরীক্ষায় ফের সিঙ্গাপুর গেলেন এরশাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ অক্টোবর ২০১৮, ১৯:১৩

স্বাস্থ্য পরীক্ষা করাতে তিন দিনের জন্য ফের সিঙ্গাপুর গেলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। হুসেইন মুহম্মদ এরশাদের সফর সঙ্গী হিসেবে রয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি এবং মেজর (অব.) মো. খালেদ আখতার।

এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় তথ্যটি আরটিভি অনলাইনকে জানিয়েছেন।

তিনি জানান, হুসেইন মুহম্মদ এরশাদ আগামী ১৩ অক্টোবর দেশে ফিরে আসবেন। গত ২৫ সেপ্টেম্বর মেডিকেল চেকআপ করাতে সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। চেকআপ শেষে গত ২৯ সেপ্টেম্বর এরশাদ দেশে ফেরেন।

এরশাদকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম, মজিবুল হক চুন্নু এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মশিউর রহমান রাঙ্গা, দিলারা খন্দকার, শফিকুল ইসলাম সেন্টু, হাসান সিরাজ সুজা, মাহজাবীন মোরশেদ এমপি প্রমুখ।

আরও পড়ুন :

এমসি/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি, জানালেন রওশন
এরশাদের ৯৫তম জন্মদিন আজ
১০ টাকা লিটার দুধ বিক্রি করে ভোক্তা অধিকারের সম্মাননা পেলেন এরশাদ
৪৮ ঘণ্টা না যেতেই রওশনের পার্টি থেকে পদত্যাগ করলেন সেন্টু
X
Fresh