• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইসিকে গণসংহতির আইনি নোটিশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৯

রাজনৈতিক দল গণসংহতি আন্দোলনকে কমিশনে নিবন্ধিত করার আবেদন খারিজ হওয়া কেন অবৈধ হবে না— তা জানতে চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে এই নোটিশ পাঠানো হয়।

সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এর মধ্যে জবাব না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এ নোটিশ পাঠান।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), আইনসচিব ও নির্বাচন কমিশনের যুগ্মসচিবকে এই নোটিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করে গণসংহতি আন্দোলন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও দুটি প্রবিধান সংযোজন করতে বলা হয়।

নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দুটি প্রবিধান যোগ করার পরও বলা হয় বিষয়টি সংবিধানসম্মত হয়নি। তাই আবেদন খারিজ করা হয়েছে। এরপর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্র আজ ধসে পড়ার উপক্রম হয়েছে : সাকি
X
Fresh