• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ নিরাপদ নয়, ঝুঁকির মধ্যে রয়েছে: ইনু

নাটোর প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৪

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ নিরাপদ নয়, ঝুঁকির মধ্যে রয়েছে। বিএনপি নির্বাচন বানচাল করে অস্বাভাবিক ভুতের সরকার প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করছে। তারা শেখ হাসিনার সরকারকে বেআইনিভাবে উৎখাত করার ষড়যন্ত্র করছে।

গতকাল শনিবার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর চত্বরে উপজেলা জাসদ আয়োজিত এক পথসভায় হাসানুল হক ইনু এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ইনু বলেন, আগামী নির্বাচন কোনও সাদামাটা নির্বাচন নয়। নির্বাচনকে যুদ্ধের চশমা দিয়ে দেখতে হবে।

ইনু বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতার বাইরে চলে গেলেও তারা সকাল-বিকেল ষড়যন্ত্র করে যাচ্ছে। মানুষ পুড়িয়ে, বাসে আগুন দিয়ে দেশে জঙ্গিবাদ কায়েম করতে চায় একটি শ্রেণি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করতে হবে।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আপনি ঝানু উকিল। আপনার নতুন মক্কেল বিএনপি-জামায়াতকে ত্যাগ করুন। কেননা, আপনি এই লড়াইয়ে জিতবেন না।

তিনি বলেন, পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ—সব এক মঞ্চে দাঁড়িয়েছে। বিএনপি-জামায়াতকে মাঝখানে রেখে, পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ-অসম্ভব মানুষেরা এক মঞ্চে দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একটা ফাঁদ পেতেছে।

বক্তব্যের একপর্যায়ে হাসানুল হক ইনু নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দলের মনোনীত প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে মো. মহিবুর রহমানকে পরিচয় করিয়ে দেন।

বড়াইগ্রাম উপজেলা জাসদ সভাপতি ও সাবেক মাঝগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মহিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত পথসভায় বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফী উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জনসংযোগ সম্পাদক শরিফুল কবির, রাজশাহী মহানগর জাসদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পমন্ত্রীকে বিদায় করার আহ্বান ইনুর
নিত্যপণ্যের বাজার লুটেরা মাফিয়া-সিন্ডিকেটের নিয়ন্ত্রণে : ইনু
‘শরীফার গল্প’ ছেঁড়ায় শিক্ষককে গ্রেপ্তারের দাবি জাসদের
জনগণের ভোটে নয়, কারচুপির ভোটে হেরেছি : ইনু
X
Fresh