• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পুলিশি বাধায় বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন ঘেরাও পণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৪

বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধার মুখে পণ্ড হয়েছে। নির্বাচন কমিশন অভিমুখে আসার পথে কারওয়ান বাজারে পুলিশি বাধার মুখে পড়ে তারা।

বৃহস্পতিবার (২০ সেপ্টম্বর) বেলা ১২ দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে কারওয়ান বাজার এলাকায় আসলে পুলিশি বাধার মুখে পড়ে।

এই সময় পুলিশি বাধা উপেক্ষা করে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা নির্বাচন কমিশন কার্যালয়ে দিকে যেতে চাইলে পুলিশ তাদের লাঠি চার্জ করে। এতে বাম গণতান্ত্রিক জোটের ২০ খেকে ২৫ জন নেতাকর্মী আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

আহতরা হলেন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয় কমিটির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারী নেত্রী রোকসানাসহ আরও নেতাকর্মী।

বাম গণতান্ত্রিক জোট যেসব দাবি নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে যায় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ইভিএম চালু করে ডিজিটাল ভোট ডাকাতির পাঁয়তারা বন্ধ করা, দলীয় সরকার নয়, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন পুনর্গঠন, অনলাইনে মনোনয়পত্র জমার ব্যবস্থা, না ভোটের ব্যবস্থা চালু।

আরসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh