• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গোরস্থানে পুলিশ মোতায়েন দরকার, যদি মৃতরা এসে ঝামেলা করে: নজরুল ইসলাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেছেন- ‘বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে উদ্ভট, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে। যারা মারা গেছে তারাও নাকি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে? আমরা যখন মিছিল-মিটিং করি, বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয় যাতে কোনও ঝামেলা না হয়। দেশের অবস্থা এমন হয়েছে; এখন দেখা যাচ্ছে গোরস্থানে পুলিশ মোতায়েন করা দরকার, যদি মৃতরা এসে ঝামেলা করে!’

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এক সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ লেবার পার্টি এ সংহতি সমাবেশের আয়োজন করে।

বিভিন্ন মামলার উদাহরণ টেনে নজরুল ইসলাম বলেন- ‘রাজধানীর চকবাজার থানা বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজুল্লাহ মারা যান ২০১৬ সালের মে মাসে। মৃত্যুর প্রায় ২৮ মাস পর তাকে একটি মামলার আসামি করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি কেন্দ্রীয় কারাগার এলাকায় পুলিশকে লক্ষ্য ইট-পাটকেল নিক্ষেপ করেছে। সম্প্রতি এই মামলার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।’

মৃত ব্যক্তিকে মামলার আসামি করার প্রসঙ্গ উল্লেখ করে বিএনপির এই প্রবীণ নেতা বলেন- ‘দেড় বছর আগে যিনি মারা গেছেন তিনি নাকি পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়েছেন। আগস্ট মাসে মারা গেছেন যিনি, তিনি নাকি সেপ্টেম্বর মাসে পুলিশকে আক্রমণ করেছেন। যারা জীবিত আছে তারাই শুধু এ সরকারের বিরুদ্ধে লড়াই করে না, যারা মারা গেছে তারা লড়াই করে।’
------------------------------------------------------------------
আরও পড়ুন : দেশ এখন গণতন্ত্রহীনতায় ভুগছে: ড. এমাজউদ্দীন
------------------------------------------------------------------