• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগের ১৩৭ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩৪

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৩৭ সদস্যের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। কমিটির চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং কো-চেয়ারম্যান এইচটি ইমাম ও সদস্য সচিব ওবায়দুল কাদের।

শনিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টামণ্ডলীর সদস্য ছাড়াও ১৩৭ সদস্যের কমিটিতে সহযোগী ৭ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনগুলো হলো- বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুব মহিলা লীগ। এছাড়াও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।

এছাড়া সভায় নতুন ভোটারদের নিয়ে পরিকল্পনা সেল, মিডিয়া সেন্টারসহ প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট সমন্বয় করার জন্যও টিম গঠন করার বিষয়ে আলোচনা হয়েছে। বিগত ৪টি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এই কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এর অংশ হিসেবে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠনের পাশাপাশি ৮ বিভাগে ‘নির্বাচন পরিচালনা’ কমিটি গঠন করেছে আওয়ামী লীগ।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh