• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

খালেদার অসুস্থতা নিয়ে রাজনীতি করার মানে হয় না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫২

একজন দণ্ডিত কয়েদির চিকিৎসা হবে আদালত কোড ও আইন অনুযায়ী। কারা কর্তৃপক্ষ সবসময়ই বেগম খালেদা জিয়ার ভালো চিকিৎসার জন্য যা যা করার সবকিছু করে আসছে। তারপরেও বিএনপির আবেদনের প্রেক্ষিতে কারা আইনে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসার উদ্যোগ নেয়া হচ্ছে।

কিন্তু খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি করার কোনও মানে হয় না। বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

সোমবার কুষ্টিয়া পৌরসভায় শিক্ষকদের এক সেমিনারে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ আরও বলেন, বিএনপি এখন একটি হতাশায় নিমজ্জিত দল। তাদের নেতাকর্মীরা প্রলাপ বকছেন। এসব আমলে নেয়ার কিছু নেই।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায়ও দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ক্ষমতার বাইরেও তারা যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহীনুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী। এসময় ইবির শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাজা ভাঙা দল বিএনপি : হানিফ 
দুর্নীতি আছে, তবে বিএনপির মুখে এ অভিযোগ মানায় না : হানিফ
কুকি চিন সন্ত্রাসী গোষ্ঠীকে কঠোরভাবে দমন করা হবে : হানিফ
প্রায় প্রতিদিনই বেশির ভাগ মানুষ গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে : হানিফ
X
Fresh