• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বিএনপির মানববন্ধনে ব্যাপক শোডাউন, রাস্তা বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতাকর্মীরা।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়। চলে দুপুর ১২টা পর্যন্ত।

মানববন্ধন কর্মসূচি বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টার আগেই বিএনপি নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। ব্যাপক শোডাউন দেন তারা। এসময় বন্ধ হয়ে যায় প্রেসক্লাবের সামনের সড়কে যানবাহন চলাচল।

এদিকে ‘বন্দী আছে আমার মা, ঘরে ফিরে যাবো না’, ‘চলছে লড়াই চলবে, খালেদা জিয়া লড়বে, ‘খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগানে মুখরিত হয়ে উঠে প্রেসক্লাবের সামনের রাস্তা।

অপরদিকে মানববন্ধন ঘিরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। প্রেসক্লাবের সামনে ছিল পুলিশের প্রিজনভ্যান, জলকামান, সাঁজোয়া যান (এপিসি)। এছাড়া রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বিএনপির মানববন্ধনে দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু, সিনিয়র সহসভাপতি শরিফ হোসেনকে দেখা গেছে।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা ফখরুল
বিএনপিসহ সব অপশক্তিকে প্রতিহত করব : কাদের
উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি-জামায়াতের ৭০ নেতা
উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির
X
Fresh