• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বৃহত্তর জাতীয় ঐক্যে একমত ২০ দলীয় জোট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২৩:২১

গণতন্ত্র প্রতিষ্ঠায় বৃহত্তর জাতীয় ঐক্যে একমত ২০ দলীয় জোট। খালেদা জিয়াসহ অন্য বন্দিদের মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জাতীয় সংসদ ভেঙে দেয়া, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ নানা দাবিতে বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ২০ দল দেশের গণতন্ত্রকামী দল ও সংগঠনকে আহ্বান জানিয়েছে।

আজ (রোববার)রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের বৈঠকের পর জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলনে এ কথা জানান।

নজরুল ইসলাম খান বলেন, বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় যে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে বলেছেন, আমার সেই ঐক্য গড়ে তোলার কাজ করছি। বৃহত্তর ঐক্যকে ২০ দলীয় জোট সমর্থন করে এবং এটি এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, জোটের নেতারা খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জোর দাবি জানিয়েছেন।

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, বিজেপির আন্দালিব রহমান পার্থ, জামায়াতের আবদুল হালিম, ইসলামী ঐক্যজোটের এম এ রকীব, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপির খোন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টির দুই অংশের মোস্তাফিজুর রহমান ইরান, এমদাদুল হক চৌধুরী, জাগপার তাসমিয়া প্রধান, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খাঁন, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ডিএলের সাইফুদ্দিন মনি,ন্যাপের গোলাম মোস্তফা ভুইয়া, ইসলামিক পার্টির আবুল কাশেম চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামীর দুই অংশের মাওলানা নুর হোসেন কাশেমী ও মুফতি মহিউদ্দিন ইকরাম।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh