• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৬ অক্টোবরের মহাসমাবেশে ক্ষমতা দেখাবে জাপা: এরশাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৭

ক্ষমতায় যাওয়ার মতো সক্ষমতা জাতীয় পার্টি অর্জন করেছে। আগামী ৬ অক্টোবর জাতীয় পার্টির সমাবেশে। এ সমাবেশে ক্ষমতা দেখাবে জাপা।

বললেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির যৌথসভায় তিনি একথা বলেন।

এরশাদ বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় জাতীয় পার্টি। সেই লক্ষে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে শক্তিশালী কমিটি গঠন করতে হবে।

এইচ এম এরশাদ বলেন, জনগণ চায় জাতীয় পার্টি আবারও ক্ষমতায় আসুক। তাই জনগণের দাবি পূরণে ক্ষমতায় আসতে হবে। আগামী ৬ অক্টোবরের মহাসমাবেশে দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলেও জানান এরশাদ।

এর আগে শুক্রবার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন পরিদর্শনে এসে এ সাবেক রাষ্ট্রপতি বলেছিলেন, আমরা আর বিরোধী দলে থাকতে চাই না, এবার আমরা ক্ষমতায় যেতে চাই। সংসদে দুই নম্বর চেয়ারে বসতে চাই না।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাপার অন্তঃকোন্দলের জন্য সরকারকে দায়ী করলেন জিএম কাদের
জিএম কাদেরকে লিগ্যাল নোটিশ
যে কারণে নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি, জানালেন রওশন
এরশাদের ৯৫তম জন্মদিন আজ
X
Fresh