• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সামনের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ : সেতুমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রতিনিধি দল উওরবঙ্গ সফর শুরু করেছে। ঢাকা থেকে উওরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেন ‘নীলসাগর’ এক্সপ্রেসে করে যাচ্ছেন আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা ও গণমাধ্যমকর্মী।

শনিবার (৮ সেপ্টেম্বর)সকাল ৮ টায় কমালপুর রেলস্টেশন থেকে ‘নীলসাগর’ এক্সপ্রেসে করে আওয়ামী লীগের প্রতিনিধিদল উওরবঙ্গের উদ্দেশে রওনা হয়। দুই দিনের এই সফরে টিমের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ট্রেন যাত্রা শুরুর আগে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, দলকে আরও সুসংগঠিত করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ এবং সরকারের উন্নয়ন প্রচার করাই এ সফরের লক্ষ্য।

তিনি বলেন, গ্রামগঞ্জের মানুষ যেনো বিএনপি জামায়াতের গুজবের রাজনীতি নিয়ে সচেতন হয়, সে বিষয়ে দলের এই সাংগঠিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফরে উত্তরের বিভিন্ন স্টেশনে ১১টিরও বেশি পথসভা করার কথা রয়েছে।