• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খালেদার মুক্তির দাবিতে দুই ঘণ্টা অনশন করবে বিএনপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৬

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। প্রথমদিন মানববন্ধন ও দ্বিতীয়দিন দুই ঘণ্টা প্রতীকী অনশন করবে দলটি।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ৮ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি। একই সময় সারাদেশের জেলা ও মহানগরে এই কর্মসূচি পালন করা হবে।

এছাড়া, আগামী ১২ সেপ্টেম্বর দুই ঘণ্টা প্রতীকী অনশন করা হবে। এই কর্মসূচিও রাজধানীসহ সারাদেশে পালন করা হবে। ঢাকায় অনশন কর্মসূচির জন্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন ও মহানগর নাট্যমঞ্চের অনুমতি চাওয়া হবে। যেখানে অনুমতি পাওয়া যাবে, সেখানে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন :

এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ৬৪ নেতাকে বিএনপির শোকজ
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
X
Fresh