• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নির্বাচনকালীন সরকার কবে থেকে তা জানাবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৪

নির্বাচনকালীন সরকার কবে ঘোষণা করা হবে তা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার রাজধানীর তেজগাঁও জেলা রেজিস্ট্রার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

নির্বাচনকালীন সরকারের আকার কেমন হবে তা জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব।তাই নির্বাচনকালীন সরকারের আকার উনিই (প্রধানমন্ত্রী) জানেন। কেননা, সংবিধান অনুযায়ী এটা উনার দায়িত্ব।

অক্টোবরে হবে বর্তমান সংসদের শেষ অধিবেশন। এরপর কবে নাগাদ সংসদ ভাঙছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রথম কথা হলো সংসদ ভাঙবে না। সংসদের কার্যকাল পর্যন্ত এই সংসদ চলবে।সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ৯ সেপ্টেম্বর যে সংসদ অধিবেশন ডেকেছেন সেটা হবে এ সংসদের শেষ অধিবেশন।