• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ড. কামালের সঙ্গে বৈঠকে বসেছে যুক্তফ্রন্ট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ আগস্ট ২০১৮, ২১:৩৫

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তফ্রন্টের নেতারা।

আজ মঙ্গলবার রাত ৮টায় বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় এই বৈঠক শুরু হয়।

যুক্তফ্রন্টের সদস্য সচিব মাহমুদুর রহমান মান্না আরটিভি অনলাইনকে জানান, বৈঠকে যুক্তফ্রন্টের সব নেতাই উপস্থিত আছেন। তবে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
-------------------------------------------------------
আরও পড়ুন: তৃতীয় রাজনৈতিক শক্তিই পারে ভবিষ্যৎ বদলাতে: বি. চৌধুরী
-------------------------------------------------------

বৈঠকে যুক্তফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ও যুক্তফ্রন্ট আহ্বায়ক অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। ড. কামাল হোসেনের সঙ্গে গণফোরামের সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন।

জাতীয় নির্বাচনের আগে যুক্তফ্রন্টের সঙ্গে গণফোরামের ঐক্য নিয়ে আলোচনা চলছে বেশ আগে থেকেই। এ দলগুলো এর আগেও একাধিকবার বৈঠকে বসেছে। এরই ধারাবাহিকতায় আজকের বৈঠক হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এছাড়া এ বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও আসতে পারে বলে জানা গেছে।

আগামী ২২ সেপ্টেম্বর জাতীয় ঐক্য সামনে রেখে যে মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে, এ বিষয়ে বৈঠকে আলোচনা হবে।

যুক্তফ্রন্টের শরিক দলগুলো হলো- আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ও কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতালীগ।

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh