• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নিজেদের ভেতরে ছদ্মবেশী শত্রুই আ.লীগের আতঙ্ক: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ আগস্ট ২০১৮, ১৬:০২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন-‘বিএনপি-জামায়াত নয়, নিজেদের ভেতরে থাকা ছদ্মবেশী শত্রুপক্ষই আওয়ামী লীগের জন্য আতঙ্কের কারণ।’

রাজধানীর মহানগর নাট্যমঞ্চে মঙ্গলবার দুপুরে যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন- ‘আমাদের ছদ্মবেশী শত্রুপক্ষ আছে। এরাই বেশি সক্রিয়। তারাই গুজব-সন্ত্রাস ছড়াচ্ছে। এরা সুশীলেও আছে, মিডিয়াতেও আছে। এরা বিভিন্ন আখড়া থেকে বৈঠক করে সরকার হটানোর ষড়যন্ত্র করছে। সরকার হঠাতে চোরাগলির পথ বেছে নিয়েছে বিএনপি, তারা জানে নির্বাচনে এলে নির্বাচিত হতে পারবে না।’

তিনি অভিযোগ করে আরও বলেন- ‘বিএনপি খুন করেও খুনের বিচার চাইতে পারে। বিএনপি নেতাদের ২১ আগস্টের খুনের বিচার চাওয়াটা রাজনৈতিক নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছু নয়। ২১ আগস্টের হত্যাকাণ্ড নিয়ে তারা (বিএনপি) নিষ্ঠুর তামাশা করছে। এখন বঙ্গবন্ধুর হত্যাকারীরাও বঙ্গবন্ধু হত্যার বিচার চায়।’
-------------------------------------------------------
আরও পড়ুন : খালেদা জিয়ার মুক্তির দাবিতে জোরালো কর্মসূচি আসছে: ফখরুল
-------------------------------------------------------

মন্ত্রী বলেন- ‘১৫ আগস্ট ও ২১ আগস্টের হত্যাকাণ্ড একইসূত্রে গাঁথা। সন্ত্রাসবিরোধী সমাবেশ করতে গিয়ে আমরা সন্ত্রাসের শিকার হয়েছি। এমন রাজনীতি আমরা ধিক্কার জানাই।’

যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন- ‘একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুবলীগকে সতর্ক থাকতে হবে। নির্বাচনী কেন্দ্রগুলোতে যাতে কোনও বিশৃঙ্খলা না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খাঁন নিখিল, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাফর আহমেদ রানা প্রমুখ।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh