• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শিক্ষার্থীদের মুক্তিতে ড. কামাল হোসেনের স্বস্তি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ আগস্ট ২০১৮, ২২:০৯

ঈদের আগে শিক্ষার্থীদের জামিনে মুক্তি দেয়ার অনুরোধ সরকার রাখায় স্বস্তি প্রকাশ করছেন গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ড. কামাল হোসেন নিজের এ স্বস্তির কথা জানান।

বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, ঈদের আগে শিক্ষার্থীদের জামিনে মুক্তি দেয়ার যে ঐকান্তিক অনুরোধ আমি সরকারের কাছে রেখেছিলাম, গত দু দিনে তার একটা উল্লেখযোগ্য প্রতিফলন দেখতে পেয়ে আমি স্বস্তি পেয়েছি। এটা সন্তোষজনক যে, বাংলাদেশের জনপ্রশাসনের দায়িত্বশীলরা বিবেক-বুদ্ধি দ্বারা নিজেদের পরিচালিত করার একটি ভালো নজির স্থাপন করেছেন।

-------------------------------------------------------
আরও পড়ুন : কারাগার থেকে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা
-------------------------------------------------------

তিনি আরও বলেন, আমি আশা করবো, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আরও যেসব পদক্ষেপ নেয়া সমীচীন, তা অনতিবিলম্বে গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এর আগে গত ১৭ আগস্ট গ্রেপ্তারকৃত এসব শিক্ষার্থীকে মুক্তির আহ্বান জানিয়েছিলেন ড. কামাল হোসেন। ওইদিন তিনি বলেছিলেন, শিক্ষার্থীদের মুক্তির জন্য প্রয়োজনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। এজন্যে তিনি ১০ মিনিট সময়ও চেয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে।

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
টেকনাফে ৭ জন অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি
রাজকুমার মুক্তির আগে নতুন সমালোচনায় শাকিব খান
আওয়ামী লীগ বারবার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে : ফখরুল
X
Fresh