• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা দিলেন এরশাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ আগস্ট ২০১৮, ১৯:৪০

প‌বিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ মঙ্গলবার (২১ আগস্ট) সংবাদমাধ্য‌মে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে তিনি এ শুভেচ্ছা জানান।

ঈদ শুভেচ্ছা বাণীতে এরশাদ বলেন- ‘মহান ত্যাগের বার্তা নিয়ে পবিত্র ঈদ-উল-আজহা আবার আমাদের মাঝে সমাগত। আমি এই উপলক্ষে দেশবাসীকে জানাই ঈদ মুবারক। মহান আল্লাহ পাকের নির্দেশে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম (আ.) তার প্রিয় সন্তান হজরত ইসমাঈলকে (আ.) কুরবানি করতে উদ্যত হয়ে যেভাবে পরম করুণাময় আল্লাহ তায়ালার সন্তুষ্টি বিধান ও নৈকট্য লাভ করেছিলেন, ঠিক তেমনই আমরা ইসলামের নির্দেশিত পথে নিজের জান ও মালের কুরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন।’

সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘ঈদ-উল আজহার এই পূর্ব মুহূর্তে পবিত্র আরব ভূমিতে অনুষ্ঠিত হয়েছে পবিত্র হজ। বিশ্বের লাখ লাখ মুসলমান পবিত্র হজ পালনের জন্য সেখানে জমায়েত হয়েছেন। এই বৃহত্তম মুসলিম সমাবেশের মাধ্যমে ইসলামি উম্মার ঐক্য, সংহতি ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পবিত্র হজ পালন করতে গিয়ে যারা পূণ্যভূমিতে মৃত্যুবরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি।’

এরশাদ বলেন- ‘ঈদ সকলের জন্য অনাবিল আনন্দ বয়ে আনুক এই কামনা করে আমি দেশবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এরশাদের ছেলে বললেন, খুব কষ্ট হচ্ছে, মানবেতর জীবনযাপন করছি
X
Fresh