• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

খুলনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সালাম মুর্শেদী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ আগস্ট ২০১৮, ০৮:৫৫

খুলনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিজিএমইএ এর সাবেক সভাপতি সালাম মুর্শেদী৷ সোমবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় তাকে এ মনোনয়ন দেওয়া হয়।

সভা শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, খুলনা-৪ আসনের এমপি এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে আসনটি শূন্য হয়৷ এই আসনের উপ-নির্বাচনে সালাম মুর্শেদীকে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড মনোনয়ন দিয়েছে।

খুলনা-৪ আসনের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের এ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন সংসদীয় বোর্ডর সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

আগামী ২০ সেপ্টেম্বর এ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শতভাগ কারখানায় বেতন-ভাতা পরিশোধ : বিজিএমইএ
বিজিএমইএ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী সম্মিলিত পরিষদ
নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
৪২৯ ভুয়া পোশাক কারখানা নিয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ হাইকোর্টের
X
Fresh