• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ওবায়দুল কাদেরের ফেসবুক আইডি 'হ্যাকড'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ আগস্ট ২০১৮, ১৯:০৮

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ফেসবুক আইডি হ্যাকিংয়ের শিকার হয়েছে।

রোববার দুপুর থেকে মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রবেশ করা যাচ্ছে না।

মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) আবু তাহের মো. মহিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরটিভি অনলাইনকে বলেন, দুপুর থেকে মাননীয় মন্ত্রীর ফেসবুক আইডিতে প্রবেশ করা যাচ্ছে না। এটি হ্যাক হয়েছে বলে মনে করছি। আইডিটি উদ্ধারের চেষ্টা চলছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাক হওয়ার ঘটনায় রমনা মডেল থানায় একটি জিডি করা হয়েছে।

সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ আরটিভি অনলাইনকে বলেন, স্যারের (মন্ত্রী) ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। ১৫ ঘণ্টা ধরে আইডিতে ঢোকা যাচ্ছে না। মন্ত্রীর প্রতিদিনের বিভিন্ন প্রোগ্রামের আপডেট ফেসবুক আইডিতে দেয়া হয়।

আরও পড়ুন :

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইফতার পার্টি করে মিথ্যাচার চালাচ্ছে বিএনপি : কাদের 
জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বিএনপির : কাদের 
‘অকৃতজ্ঞরা ভুলে যায় জিয়াকে মেজর জেনারেল বানিয়েছিল আওয়ামী লীগ’
গণতন্ত্রে বিশ্বাস করে না আওয়ামী লীগ : মঈন খান
X
Fresh