• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শেখ হাসিনা-রেহানা-সায়মার কোনও ফেসবুক আইডি নেই: আ.লীগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ আগস্ট ২০১৮, ২৩:২৭

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুক ও টুইটারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং কন্যা সায়মা হোসেন ওয়াজেদের কোনও অফিসিয়াল বা ব্যক্তিগত আইডি নেই।

শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটি ভেরিফাইড ফেসবুক পেইজ (www.facebook.com/sajeeb.a.wazed) ও একটি ভেরিফাইড টুইটার আইডি(www.twitter.com/sajeebwazed) এবং বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকের একটি ফেসবুক আইডি (www.facebook.com/radwan.siddiq) চালু আছে। এগুলো তারা নিজেরাই পরিচালনা করে থাকেন।

------------------------------------------------------------------
আরও পড়ুন : সরকার পৃথিবীর যেকোনও স্বৈরাচারীর নিষ্ঠুরতাকে হার মানিয়েছে: ফখরুল
------------------------------------------------------------------

আরও বলা হয়- শেখ হাসিনা, শেখ রেহানা ও সায়মা হোসেন ওয়াজেদের নামে যেসব আইডি বা পেইজ আছে, তাতে তাদের কোনও অনুমোদন নেই। মিথ্যা তথ্য দিয়ে ইতোমধ্যে সায়মা হোসেন ওয়াজেদের নামে একটি ফেসবুক আইডি ভেরিফাই করার চেষ্টা করা হয়েছে, যা এখন ব্লক করে রেখেছে কর্তৃপক্ষ।

এই ধরনের অননুমোদিত আইডি বা পেইজ থেকে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবিষ্যতে বঙ্গবন্ধু পরিবারের কোনও সদস্য যদি আইডি বা পেইজ খোলে, তবে তা গণমাধ্যমে জানানো হবে।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
বাংলাদেশ-কাতারের মধ্যে ১১ চুক্তি-সমঝোতার সম্ভাবনা
ঢাকায় কাতারের আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ
ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি দিয়ে মাকে খুঁজছে মেয়ে, ফারাজ করিমের পোস্ট
X
Fresh