• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রংপুর-৩ আসন থেকে নির্বাচন করবেন এরশাদ

রংপুর প্রতিনিধি

  ১৮ আগস্ট ২০১৮, ১৯:৪৪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে নির্বাচন করবেন বলে জানালেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এ ঘোষণা দেন।

তিনি বলেন, বিএনপি যদি নির্বাচন বর্জন করে তাহলে জাতীয় পার্টি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে। আর যদি নির্বাচনে অংশ নেয় তা না হলে জোটগতভাবে জাতীয় পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এরশাদ বলেন, বৃহত্তর রংপুরের ২২টি আসনের মধ্যে শুধু পীরগঞ্জ ছেড়ে দিয়েছিলাম। এবারও আশা করি এই ২১টি আসনে আমরা জয়ী হব। এ ব্যাপারে অন্যরা কে কী আশা করল। কে কী দাবি করল। তাতে আমাদের কিছু যায়-আসে না। আমরা রংপুরের সবকটি আসন এবার চাই। যেহেতু এর আগে নির্বাচন ছাড়াই তারা (আওয়ামী লীগ) সবকটি আসন দখল করে নিয়েছিল। কিন্তু এবার নির্বাচন হবে। রংপুরের মানুষ আমাদের ভোট দেবে। এটা নিশ্চিত।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে কোনো আন্দোলন দানা বাঁধতে পারবে না। এখন আন্দোলন নির্ভর করবে সরকারের ওপর।


আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা : রিজভী
বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
X
Fresh